হাওড়া, 12 জুলাই : মৃত্যুর পর প্রায় 15 ঘণ্টা বাড়িতেই পড়ে থাকল কোরোনায় আক্রান্তের দেহ ৷ হাওড়া শিবপুর থানা এলাকার ঘটনা ৷ এলাকার এক বৃদ্ধ বিগত কিছুদিন ধরে কোরোনায় আক্রান্ত ছিলেন ৷ তবে ভাইরাসের সংক্রমণের কোনও বাহ্যিক উপসর্গ না থাকায় বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন বছর তেষট্টির ওই বৃদ্ধ ৷
2 জুলাই বৃদ্ধের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোনার সংক্রমণ ধরা পড়ে ৷ এরপর থেকে বাড়িতেই ছিলেন তিনি ৷ বাইরে কাউকে তাঁর কোরোনা সংক্রমণের বিষয়ে টেরও পেতে দেননি ৷ উপসর্গ না থাকায় বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন ৷ শুক্রবার রাতে ওই বৃদ্ধের মৃত্যু হয় ৷ এরপর প্রায় 15 ঘণ্টা বাড়িতেই পড়ে থাকে তাঁর দেহ ৷ পুলিশের কাছে বারবার সাহায্য চেয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ মৃতের স্ত্রী'র ৷
বাড়িতে স্ত্রী'র সঙ্গে থাকতেন ওই বৃদ্ধ । তাঁর চার মেয়ে ৷ সবাই বিবাহিত । দূরে থাকার জন্য তাঁরা কেউ আসতে পারেননি ৷ এদিকে কোরোনায় মৃত্যুর খবর জানতে পেরে প্রতিবেশীরাও কেউ এগিয়ে আসেননি সাহায্য করতে ৷ দীর্ঘক্ষণ অপেক্ষার পর মৃতের স্ত্রী মধ্য হাওড়ার বিধায়কের দ্বারস্থ হন । অবশেষে বিধায়ক অরূপ রায়ের উদ্যোগে বেলা পৌনে তিনটে নাগাদ মৃতদেহ নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা ।