হাওড়া, 15 সেপ্টেম্বর : বৃদ্ধার নলি কাটা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডোমজুড় থানার অন্তর্গত ঝাঁপরদহ এলাকায় । মৃতের নাম গীতারানি সাউ । বয়স পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে ৷ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
তবে বৃদ্ধের পরিবারের অভিযোগ, দু'দিন ধরে গীতারানিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । নিখোঁজের ডায়েরি করলেও তাঁকে খোঁজার বিষয়ে কোনও সদর্থক ভূমিকা দেখায়নি ডোমজুড় থানার পুলিশ । ওই বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় দক্ষিণ ঝাঁপড়দহ এলাকায় । মৃতদেহে আঘাতের চিহ্ন স্পষ্ট । তাঁকে খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে বলেই তাঁর পরিবার দাবি ৷ বৃদ্ধার গলার নলি কাটা ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট । পাশাপাশি তাঁর কান ও নাক ধারালো কিছু দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে ।
দক্ষিণ ঝাঁপড়দহে বৃদ্ধার দেহ দেখতে পান স্থানীয়রা ৷ তাঁদের থেকেই খবর পান তাঁর পরিবারের সদস্যরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বৃদ্ধাকে খুন করা হয়েছে । যদিও তদন্তের স্বার্থে এখনই প্রকাশ্যে কিছু বলতে নারাজ তারা । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ । এমন ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ।
আরও পড়ুন : Murder : মাকে খুন করে বাড়িতে মাটি চাপা, আড়াই বছর পর গ্রেফতার ছেলে