ETV Bharat / city

মাঝ গঙ্গায় নৌকাডুবি; নিখোঁজ 1 - missing one

মাঝ গঙ্গায় নৌকাডুবি ৷ জানা গেছে, বজবজ কালীবাড়ি ফেরি ঘাট থেকে বাউড়িয়া যাচ্ছিল নৌকাটি ৷ মাঝিসহ মোট 10 জন ছিলেন নৌকাটিতে ৷ 9 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ এখনও পর্যন্ত নিখোঁজ এক যাত্রী ৷ নাম প্রিয়াঙ্কা পাইক ৷ বাড়ি ঠাকুরপুকুরে ৷ তাঁর খোঁজে তল্লাশি চলছে ৷

মাঝ গঙ্গায় নৌকাডুবি
মাঝ গঙ্গায় নৌকাডুবি
author img

By

Published : Mar 9, 2020, 9:42 PM IST

Updated : Mar 9, 2020, 10:28 PM IST

বাউড়িয়া, 9 মার্চ : পারাপারের সময় মাঝ গঙ্গায় স্রোতের টানে উলটে গেল একটি যাত্রীবাহী নৌকা ৷ জানা গেছে, বজবজ কালীবাড়ি ফেরি ঘাট থেকে বাউড়িয়া যাচ্ছিল নৌকাটি ৷ 9 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ এখনও পর্যন্ত নিখোঁজ এক যাত্রী ৷ নাম প্রিয়াঙ্কা পাইক ৷ বাড়ি ঠাকুরপুকুরে ৷ তাঁর খোঁজে তল্লাশি চলছে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দোল উপলক্ষ্যে ফেরি পরিষেবা বন্ধ ছিল । কিন্তু তা সত্ত্বেও বেআইনিভাবে নৌকা চলাচল করছিল । তেমনই একটি নৌকায় চেপে বজবজ থেকে বাউড়িয়া আসছিল কলকাতার টালিগঞ্জের একটি নাচের দল ৷ দলে মোট ন'জন সদস্য ছিল ৷ বাউড়িয়া থেকে ট্রেনে চেপে পূর্ব মেদিনীপুরের মেচেদায় একটি নাচের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁদের । নৌকাটিতে মাঝিসহ মোট 10 জন ছিলেন ৷

boat Capsizes at Ganga
নিখোঁজ যুবতির খোঁজে চলছে তল্লাশি

ফেরিঘাট থেকে প্রায় মাঝ নদী পর্যন্ত পৌঁছে গেছিল নৌকাটি ৷ কিন্তু মাঝ নদীতে স্রোতের টান সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারায় মাঝি ৷ নাচের দলের এক সদস্য মেঘা দাস বলেন, "নৌকায় জল ঢুকে গেছিল ৷ আমরা বলছিলাম জল বের করার জন্য ৷ আমরা নিজেরাও জল বের করার চেষ্টা করছিলাম ৷ মাঝ গঙ্গায় নৌকাটি উলটে যায় ৷ " তাঁর অভিযোগ, মাঝি মত্ত অবস্থায় ছিলেন৷ এবং বার বার বলা সত্ত্বেও জল বের করার জন্য কোনও ব্যবস্থা নেননি ৷

মাঝ গঙ্গায় নৌকাডুবি

বাউড়িয়া ঘাটের কাছে কয়েকটি ভুটভুটি দাঁড়িয়েছিল ৷ স্থানীয় কয়েকজন মাঝি ওই ভুটভুটিগুলি নিয়ে প্রাথমিকভাবে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন ৷ নৌকার মাঝিসহ 9 জনকে উদ্ধার করা সম্ভব হয় ৷ পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বাউড়িয়া থানার পুলিশ । উদ্ধার হওয়া যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় । নৌকার মাঝিকে আটক করা করেছে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদ চলছে ।

বাউড়িয়া, 9 মার্চ : পারাপারের সময় মাঝ গঙ্গায় স্রোতের টানে উলটে গেল একটি যাত্রীবাহী নৌকা ৷ জানা গেছে, বজবজ কালীবাড়ি ফেরি ঘাট থেকে বাউড়িয়া যাচ্ছিল নৌকাটি ৷ 9 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ এখনও পর্যন্ত নিখোঁজ এক যাত্রী ৷ নাম প্রিয়াঙ্কা পাইক ৷ বাড়ি ঠাকুরপুকুরে ৷ তাঁর খোঁজে তল্লাশি চলছে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দোল উপলক্ষ্যে ফেরি পরিষেবা বন্ধ ছিল । কিন্তু তা সত্ত্বেও বেআইনিভাবে নৌকা চলাচল করছিল । তেমনই একটি নৌকায় চেপে বজবজ থেকে বাউড়িয়া আসছিল কলকাতার টালিগঞ্জের একটি নাচের দল ৷ দলে মোট ন'জন সদস্য ছিল ৷ বাউড়িয়া থেকে ট্রেনে চেপে পূর্ব মেদিনীপুরের মেচেদায় একটি নাচের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁদের । নৌকাটিতে মাঝিসহ মোট 10 জন ছিলেন ৷

boat Capsizes at Ganga
নিখোঁজ যুবতির খোঁজে চলছে তল্লাশি

ফেরিঘাট থেকে প্রায় মাঝ নদী পর্যন্ত পৌঁছে গেছিল নৌকাটি ৷ কিন্তু মাঝ নদীতে স্রোতের টান সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারায় মাঝি ৷ নাচের দলের এক সদস্য মেঘা দাস বলেন, "নৌকায় জল ঢুকে গেছিল ৷ আমরা বলছিলাম জল বের করার জন্য ৷ আমরা নিজেরাও জল বের করার চেষ্টা করছিলাম ৷ মাঝ গঙ্গায় নৌকাটি উলটে যায় ৷ " তাঁর অভিযোগ, মাঝি মত্ত অবস্থায় ছিলেন৷ এবং বার বার বলা সত্ত্বেও জল বের করার জন্য কোনও ব্যবস্থা নেননি ৷

মাঝ গঙ্গায় নৌকাডুবি

বাউড়িয়া ঘাটের কাছে কয়েকটি ভুটভুটি দাঁড়িয়েছিল ৷ স্থানীয় কয়েকজন মাঝি ওই ভুটভুটিগুলি নিয়ে প্রাথমিকভাবে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন ৷ নৌকার মাঝিসহ 9 জনকে উদ্ধার করা সম্ভব হয় ৷ পরে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বাউড়িয়া থানার পুলিশ । উদ্ধার হওয়া যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় । নৌকার মাঝিকে আটক করা করেছে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদ চলছে ।

Last Updated : Mar 9, 2020, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.