ETV Bharat / city

স্কুল ফি মকুবের দাবিতে হাওড়ায় রাস্তা অবরোধ অভিভাবকদের - ফি মকুবের দাবিতে বিক্ষোভ

স্কুল ফি মকুবের দাবিতে অভিভাবকদের রাস্তা অবরোধ হাওড়ায় । সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি ৷

ছবি
ছবি
author img

By

Published : Jul 6, 2020, 5:32 PM IST

হাওড়া, 6 জুলাই : স্কুল ফি মকুবের দাবিতে রাস্তা অবরোধ করলেন অভিভাবকরা । একই অভিযোগ তুলেছে BJP ৷ তাদের দাবি, বেসরকারি স্কুলগুলিতে তৃণমূল নেতাদের কাটমানির জন্য ফি মকুব হচ্ছে না ৷

কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে দীর্ঘ তিন মাস বন্ধ স্কুল । সেই কারণে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ অনলাইন ক্লাস চালু করে । কিন্তু এই ক্লাসের জন্য পড়ুয়াদের কাছ থেকে ফি চাওয়া হয় । সেই কারণেই অভিভাবকরা আজ বিক্ষোভ দেখান ৷ রাস্তা অবরোধ করেন ।

তাঁদের অভিযোগ, এই লকডাউনের মাঝেও স্কুলগুলি তাঁদের থেকে ফি চাইছে । কিন্তু এই সময় তাঁদের অনেকেরই আর্থিক অবস্থা খারাপ । তাঁদের আরও দাবি, স্কুল যেহেতু বন্ধ তাই ল্যাব, কম্পিউটার ইত্যাদি ব্যবহার হচ্ছে না । সেই কারণে শুধু টিউশন ফি নেওয়া হোক ৷

অভিভাবকরা বলেন, যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামীদিনে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন । BDO রাজা ভৌমিক বলেন, বেতন নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে । সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে নির্দেশিকা পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরের থেকে । সমস্ত স্কুল সেই নির্দেশিকা মেনেই কাজ করবে বলে তাঁর আশা ।

হাওড়া, 6 জুলাই : স্কুল ফি মকুবের দাবিতে রাস্তা অবরোধ করলেন অভিভাবকরা । একই অভিযোগ তুলেছে BJP ৷ তাদের দাবি, বেসরকারি স্কুলগুলিতে তৃণমূল নেতাদের কাটমানির জন্য ফি মকুব হচ্ছে না ৷

কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে দীর্ঘ তিন মাস বন্ধ স্কুল । সেই কারণে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ অনলাইন ক্লাস চালু করে । কিন্তু এই ক্লাসের জন্য পড়ুয়াদের কাছ থেকে ফি চাওয়া হয় । সেই কারণেই অভিভাবকরা আজ বিক্ষোভ দেখান ৷ রাস্তা অবরোধ করেন ।

তাঁদের অভিযোগ, এই লকডাউনের মাঝেও স্কুলগুলি তাঁদের থেকে ফি চাইছে । কিন্তু এই সময় তাঁদের অনেকেরই আর্থিক অবস্থা খারাপ । তাঁদের আরও দাবি, স্কুল যেহেতু বন্ধ তাই ল্যাব, কম্পিউটার ইত্যাদি ব্যবহার হচ্ছে না । সেই কারণে শুধু টিউশন ফি নেওয়া হোক ৷

অভিভাবকরা বলেন, যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামীদিনে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন । BDO রাজা ভৌমিক বলেন, বেতন নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে । সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে নির্দেশিকা পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরের থেকে । সমস্ত স্কুল সেই নির্দেশিকা মেনেই কাজ করবে বলে তাঁর আশা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.