ETV Bharat / city

Belur Math : কোভিড বিধি মেনে শ্রীমার জন্ম তিথি উপলক্ষে খোলা থাকবে বেলুড় মঠ - Birth anniversary of Sarada Devi to be celebrated with COVID protocol at Belur Math

আগামী 26 ডিসেম্বর বেলুড় মঠে পালিত হবে শ্রীমার জন্মতিথি (Birth anniversary celebration of Sarada Devi) ৷ কোভিড বিধি মেনেই খোলা থাকবে মঠ ৷

Belur Math Sarada Devi Birth anniversary celebration
কোভিড বিধি মেনে শ্রীমার জন্ম তিথি উপলক্ষে খোলা থাকবে বেলুড় মঠ
author img

By

Published : Dec 17, 2021, 11:14 PM IST

হাওড়া, 17 ডিসেম্বর : আগামী 26 ডিসেম্বর রবিবার শ্রীশ্রীমা সারদাদেবীর শুভ জন্মতিথির দিন বেলুড় মঠ ভক্তদের জন্য খোলা থাকবে (Birth anniversary celebration of Sarada Devi) ৷ জানাল বেলুড় মঠ কর্তৃপক্ষ । মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ওই দিন সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এবং বিকাল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে মঠ ।

কোভিড বিধি মোতাবেক উক্ত দিবসে ভক্তগণ নিম্নলিখিত চারটি মন্দিরে দর্শন ও প্রণাম নিবেদন করতে পারবেন। বেলুড় মঠে স্থিত শ্রীরামকৃষ্ণ মন্দির, শ্রীশ্রীমা সারদাদেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির ও স্বামী ব্রহ্মানন্দ মন্দির দর্শন করতে পারবেন ।

ওই দিনে বেলুড় মঠের প্রধান মহারাজ এবং অন্যান্য মহারাজগণকেও নির্দিষ্ট সময়ে ভক্তরা দর্শন ও প্রণাম নিবেদন করতে পারবেন। তবে করোনাকালে আগত ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে বসিয়ে খিচুড়ি ভোগ বিতরণ বন্ধ থাকবে। তার পরিবর্তে শুকনো প্রসাদ হিসাবে লাড্ডু বিতরণ করা হবে ।

আরও পড়ুন : 67th Convocation of IIT Kharagpur : খড়্গপুর আইআইটি'র 67তম সমাবর্তনে আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

হাওড়া, 17 ডিসেম্বর : আগামী 26 ডিসেম্বর রবিবার শ্রীশ্রীমা সারদাদেবীর শুভ জন্মতিথির দিন বেলুড় মঠ ভক্তদের জন্য খোলা থাকবে (Birth anniversary celebration of Sarada Devi) ৷ জানাল বেলুড় মঠ কর্তৃপক্ষ । মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ওই দিন সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এবং বিকাল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে মঠ ।

কোভিড বিধি মোতাবেক উক্ত দিবসে ভক্তগণ নিম্নলিখিত চারটি মন্দিরে দর্শন ও প্রণাম নিবেদন করতে পারবেন। বেলুড় মঠে স্থিত শ্রীরামকৃষ্ণ মন্দির, শ্রীশ্রীমা সারদাদেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির ও স্বামী ব্রহ্মানন্দ মন্দির দর্শন করতে পারবেন ।

ওই দিনে বেলুড় মঠের প্রধান মহারাজ এবং অন্যান্য মহারাজগণকেও নির্দিষ্ট সময়ে ভক্তরা দর্শন ও প্রণাম নিবেদন করতে পারবেন। তবে করোনাকালে আগত ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে বসিয়ে খিচুড়ি ভোগ বিতরণ বন্ধ থাকবে। তার পরিবর্তে শুকনো প্রসাদ হিসাবে লাড্ডু বিতরণ করা হবে ।

আরও পড়ুন : 67th Convocation of IIT Kharagpur : খড়্গপুর আইআইটি'র 67তম সমাবর্তনে আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.