ETV Bharat / city

Hilsa : বাংলাদেশের রুপোলি উপহার, হাওড়ার বাজারে হাজির পদ্মার ইলিশ - হাওড়া

রাজ্যে পৌঁছল বাংলাদেশের ইলিশ ৷ বুধবার পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত দিয়ে ঢোকে ইলিশবোঝাই লরি ৷ রাতেই পৌঁছয় হাওড়ার পাইকারি মাছবাজারে ৷ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে যায় কেনাবেচা ৷

bangladesh government sent hilsa fish via petrapole and benapole border
Hilsa : বাংলাদেশের রুপোলি উপহার, বাজারে হাজির পদ্মার ইলিশ
author img

By

Published : Sep 23, 2021, 2:13 PM IST

হাওড়া, 23 সেপ্টেম্বর : পুজোর মুখে বাঙালির জন্য সুখবর ৷ ওপার বাংলা থেকে হাজির রুপোলি উপহার ৷ বৃহস্পতিবার থেকেই এ রাজ্যের বিভিন্ন মাছবাজারে পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ ৷ হাওড়া পাইকারি মাছবাজারের ফিশ ইমপোর্টার অ্য়াসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানিয়েছেন, বুধবার রাতে বাংলাদেশ থেকে পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত হয়ে ইলিশবোঝাই লরি পশ্চিমবঙ্গে ঢোকে ৷ রাতেই সেই মাছ পৌঁছয় হাওড়ার পাইকারি মাছবাজারে ৷ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় কেনাবেচা ৷ এদিন থেকেই রাজ্যের বিভিন্ন বাজারে পৌঁছে যাচ্ছে পদ্মার ইলিশ ৷

আরও পড়ুন : Hilsa from Bangladesh: সীমান্ত পেরিয়ে হাসিনা সরকারের ইলিশ এল এরাজ্যে

2012 সালে বাংলাদেশের শেখ হাসিনা সরকার ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে ৷ এরপরই ওপার বাংলা থেকে এপার বাংলায় ইলিশ আসা বন্ধ হয়ে যায় ৷ পরে অবশ্য সরকারি মধ্যস্থতায় পুজোর মরশুমে কিছু পরিমাণ পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গে পাঠাতে রাজি হয় বাংলাদেশের সরকার ৷ গত সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক কলকাতায় 2 হাজার 80 মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেয় ৷ স্থির হয়, 52 জন মৎস্য রফতানিকারী 40 মেট্রিক টন করে মাছ এপার বাংলায় পাঠাবেন ৷ সেই অনুযায়ী, বুধবার রাতেই বাংলাদেশি ইলিশ পৌঁছে যায় পশ্চিমবঙ্গে ৷

বৃহস্পতিবার থেকেই বিভিন্ন বাজারে মিলবে পদ্মার ইলিশ ৷

আরও পড়ুন : Hilsa Fish : সমুদ্রে দেখা নেই ইলিশের, মাথায় হাত মৎস্যজীবীদের

আগামী 10 অক্টোবরের মধ্যেই 2 হাজার 80 মেট্রিক টন বাংলাদেশি মাছ রাজ্যে পৌঁছে যাবে ৷ বেশিরভাগ মাছের ওজনই এক কিলোগ্রাম বা তার বেশি ৷ পাইকারি বাজারে যার দাম প্রতি কেজিতে 1200 থেকে 1300 টাকা পর্যন্ত উঠতে পারে ৷ মাছ ব্যবসায়ীরা জানাচ্ছেন, চলতি বছর দিঘা, শঙ্করপুর, কাকদ্বীপ এবং ডায়মন্ডহারবার থেকে সেভাবে ইলিশ ওঠেনি ৷ যেটুকু ইলিশ ধরা পড়েছিল, তাও আকারে খুবই ছোট ৷ ফলে বাজারে ভাল মানের বড় ইলিশের ঘাটতি ছিল ৷ বাংলাদেশের ইলিশ ঢোকায় সেই ঘাটতি অবশেষে মিটবে বলেই মনে করা হচ্ছে ৷

হাওড়া, 23 সেপ্টেম্বর : পুজোর মুখে বাঙালির জন্য সুখবর ৷ ওপার বাংলা থেকে হাজির রুপোলি উপহার ৷ বৃহস্পতিবার থেকেই এ রাজ্যের বিভিন্ন মাছবাজারে পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ ৷ হাওড়া পাইকারি মাছবাজারের ফিশ ইমপোর্টার অ্য়াসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানিয়েছেন, বুধবার রাতে বাংলাদেশ থেকে পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত হয়ে ইলিশবোঝাই লরি পশ্চিমবঙ্গে ঢোকে ৷ রাতেই সেই মাছ পৌঁছয় হাওড়ার পাইকারি মাছবাজারে ৷ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় কেনাবেচা ৷ এদিন থেকেই রাজ্যের বিভিন্ন বাজারে পৌঁছে যাচ্ছে পদ্মার ইলিশ ৷

আরও পড়ুন : Hilsa from Bangladesh: সীমান্ত পেরিয়ে হাসিনা সরকারের ইলিশ এল এরাজ্যে

2012 সালে বাংলাদেশের শেখ হাসিনা সরকার ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে ৷ এরপরই ওপার বাংলা থেকে এপার বাংলায় ইলিশ আসা বন্ধ হয়ে যায় ৷ পরে অবশ্য সরকারি মধ্যস্থতায় পুজোর মরশুমে কিছু পরিমাণ পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গে পাঠাতে রাজি হয় বাংলাদেশের সরকার ৷ গত সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক কলকাতায় 2 হাজার 80 মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেয় ৷ স্থির হয়, 52 জন মৎস্য রফতানিকারী 40 মেট্রিক টন করে মাছ এপার বাংলায় পাঠাবেন ৷ সেই অনুযায়ী, বুধবার রাতেই বাংলাদেশি ইলিশ পৌঁছে যায় পশ্চিমবঙ্গে ৷

বৃহস্পতিবার থেকেই বিভিন্ন বাজারে মিলবে পদ্মার ইলিশ ৷

আরও পড়ুন : Hilsa Fish : সমুদ্রে দেখা নেই ইলিশের, মাথায় হাত মৎস্যজীবীদের

আগামী 10 অক্টোবরের মধ্যেই 2 হাজার 80 মেট্রিক টন বাংলাদেশি মাছ রাজ্যে পৌঁছে যাবে ৷ বেশিরভাগ মাছের ওজনই এক কিলোগ্রাম বা তার বেশি ৷ পাইকারি বাজারে যার দাম প্রতি কেজিতে 1200 থেকে 1300 টাকা পর্যন্ত উঠতে পারে ৷ মাছ ব্যবসায়ীরা জানাচ্ছেন, চলতি বছর দিঘা, শঙ্করপুর, কাকদ্বীপ এবং ডায়মন্ডহারবার থেকে সেভাবে ইলিশ ওঠেনি ৷ যেটুকু ইলিশ ধরা পড়েছিল, তাও আকারে খুবই ছোট ৷ ফলে বাজারে ভাল মানের বড় ইলিশের ঘাটতি ছিল ৷ বাংলাদেশের ইলিশ ঢোকায় সেই ঘাটতি অবশেষে মিটবে বলেই মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.