ETV Bharat / city

Arpita Mukherjee: অন্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন অর্পিতার মাসতুতো দাদা ! মন্তব্যে নারাজ মাসি - অর্পিতা মুখোপাধ্যায়

অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) সৌজন্যেই নাকি চাকরি পেয়েছিলেন তাঁর মাসতুতো দাদা ! এই বিষয়ে প্রশ্ন শুনে কী বললেন হাওড়ার (Howrah) ডোমজুড়ের ঘোষপাড়ার বাসিন্দা স্মৃতি মুখোপাধ্য়ায় (Smriti Mukherjee) ? তিনিই অর্পিতার মাসি ৷

Arpita Mukherjee aunt reaction on her niece arrest in SSC Recruitment Scam
Arpita Mukherjee: অন্যদের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন অর্পিতার মাসতুতো দাদা ! মন্তব্যে নারাজ মাসি
author img

By

Published : Jul 24, 2022, 1:59 PM IST

হাওড়া, 24 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitmen Scam) মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) 'ঘনিষ্ঠ' সহযোগী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) গ্রেফতার হতেই প্রবল বিড়ম্বনায় পড়েছে হাওড়ার (Howrah) ডোমজুড়ের ঘোষপাড়ার মুখোপাধ্য়ায় পরিবার ৷ এই পরিবারের অন্যতম সদস্য স্মৃতি মুখোপাধ্য়ায় (Smriti Mukherjee) সম্পর্কে অর্পিতার মাসি ৷ এলাকায় কান পাতলে শোনা যায়, অর্পিতার সৌজন্যেই নাকি সুদিন দেখেছেন এই পরিবারের সদস্যরা ! স্মৃতি নিজে জানিয়েছেন, তাঁর ছেলে রাজ্য সরকারের আওতাভুক্ত কোনও সংস্থায় কাজ করেন ৷ চাকরি পেয়েছেন 2012 সালে ৷ তবে, ছেলের কর্মস্থল সম্পর্কে নির্দিষ্ট কোনও ধারণা নেই বৃদ্ধার ৷ যদিও পরিচয় গোপন রাখার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা জানালেন, অর্পিতার মাসতুতো দাদা নবান্নের কোনও বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন ৷ এবং অর্পিতাই নাকি তাঁকে চাকরি পাইয়ে দিয়েছেন ! যদিও এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্মৃতি ৷ প্রসঙ্গত, ইটিভি ভারতের প্রতিনিধি অর্পিতার মাসতুতো দাদার দেখা পাননি ৷

ইটিভি ভারতের প্রতিনিধিকে স্মৃতি জানিয়েছেন, শনিবার সকাল থেকেই তাঁর চোখ ছিল টিভি-র পর্দায় ৷ একরাশ উৎকণ্ঠা নিয়ে সারাক্ষণ খবর দেখে গিয়েছেন ৷ রাতে জানতে পারেন, তাঁর বোনঝিকে গ্রেফতার করা হয়েছে ৷ এই একটি সংবাদই মন ভেঙে দিয়েছে বৃদ্ধার ৷ তারপর থেকে আর দিদির সঙ্গে (অর্পিতার মা) যোগাযোগ করতে পারেননি তিনি ৷ স্মৃতির দাবি, "অর্পিতা খুব ভালো মেয়ে ৷" তাই তাঁকে কেন গ্রেফতার করা হল, বুঝে উঠতে পারছেন না বৃদ্ধা !

আরও পড়ুন: Arpita Mukherjee: আইন আইনের পথে চলবে, মেডিক্যাল টেস্টে গিয়ে বললেন অর্পিতা; আজ আদালতে পেশ

ক্যামেরার সামনে স্মৃতি মুখোপাধ্য়ায় বলেছেন, অর্পিতা বা তাঁর মা এবং বোনের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল না ৷ কিন্তু, বছর খানেক আগে অর্পিতার দাদামশাই তাঁর মাসির ডোমজুড়ের বাড়িতে এসে ওঠেন ৷ তিনি কিডনির অসুখে আক্রান্ত ৷ তারপর থেকেই মাঝেমধ্যে মাসির বাড়ি আসতেন অর্পিতা ৷ দাদুকে দেখতে নিজের গাড়ি নিয়ে আসতেন তিনি ৷ তবে, খুব বেশিক্ষণ থাকতেন না ৷ কিছুক্ষণের মধ্যেই ফিরে যেতেন ৷

অন্যদিকে, ঘোষপাড়ার বাসিন্দারা জানালেন, এখন গুটিয়ে গেলেও এই ঘটনা ঘটার আগে পর্যন্ত পাড়ায় দাপটের সঙ্গে থাকতেন মুখোপাধ্য়ায় পরিবারের সদস্যরা ৷ অর্পিতার সৌজন্যেই বাকি সকলে এই পরিবারের সদস্যদের সমঝে চলতেন ৷ এমনকী, অর্পিতার মাসতুতো দাদা এলাকার বহু বেকার যুবক-যুবতীকে চাকরি পাইয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন ! স্মৃতি অবশ্য এই সমস্ত বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ৷ তাঁর চিন্তা শুধুমাত্র বোনঝিকে নিয়ে ৷

অর্পিতার মুখোপাধ্য়ায়ের মাসির বাড়িতে ইটিভি ভারতের প্রতিনিধি ৷

অর্পিতার কথা বলতে গিয়ে স্মৃতি জানান, তাঁর বোনঝি ছোটবেলা থেকেই মডেলিং করতেন ৷ প্রায় 20 বছর মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন অর্পিতা ৷ তিনি অবিবাহিতা ৷ ডায়মন্ড সিটির ফ্ল্যাটে একা থাকেন ৷ অন্যদিকে, তাঁর মা থাকেন বেলঘড়িয়ার বাড়িতে ৷ একমাত্র বোনেরও ওই এলাকাতেই বিয়ে হয়েছে ৷ তিনি ব্যস্ত রয়েছেন তাঁর সংসার নিয়ে ৷

হাওড়া, 24 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitmen Scam) মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) 'ঘনিষ্ঠ' সহযোগী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) গ্রেফতার হতেই প্রবল বিড়ম্বনায় পড়েছে হাওড়ার (Howrah) ডোমজুড়ের ঘোষপাড়ার মুখোপাধ্য়ায় পরিবার ৷ এই পরিবারের অন্যতম সদস্য স্মৃতি মুখোপাধ্য়ায় (Smriti Mukherjee) সম্পর্কে অর্পিতার মাসি ৷ এলাকায় কান পাতলে শোনা যায়, অর্পিতার সৌজন্যেই নাকি সুদিন দেখেছেন এই পরিবারের সদস্যরা ! স্মৃতি নিজে জানিয়েছেন, তাঁর ছেলে রাজ্য সরকারের আওতাভুক্ত কোনও সংস্থায় কাজ করেন ৷ চাকরি পেয়েছেন 2012 সালে ৷ তবে, ছেলের কর্মস্থল সম্পর্কে নির্দিষ্ট কোনও ধারণা নেই বৃদ্ধার ৷ যদিও পরিচয় গোপন রাখার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা জানালেন, অর্পিতার মাসতুতো দাদা নবান্নের কোনও বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন ৷ এবং অর্পিতাই নাকি তাঁকে চাকরি পাইয়ে দিয়েছেন ! যদিও এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্মৃতি ৷ প্রসঙ্গত, ইটিভি ভারতের প্রতিনিধি অর্পিতার মাসতুতো দাদার দেখা পাননি ৷

ইটিভি ভারতের প্রতিনিধিকে স্মৃতি জানিয়েছেন, শনিবার সকাল থেকেই তাঁর চোখ ছিল টিভি-র পর্দায় ৷ একরাশ উৎকণ্ঠা নিয়ে সারাক্ষণ খবর দেখে গিয়েছেন ৷ রাতে জানতে পারেন, তাঁর বোনঝিকে গ্রেফতার করা হয়েছে ৷ এই একটি সংবাদই মন ভেঙে দিয়েছে বৃদ্ধার ৷ তারপর থেকে আর দিদির সঙ্গে (অর্পিতার মা) যোগাযোগ করতে পারেননি তিনি ৷ স্মৃতির দাবি, "অর্পিতা খুব ভালো মেয়ে ৷" তাই তাঁকে কেন গ্রেফতার করা হল, বুঝে উঠতে পারছেন না বৃদ্ধা !

আরও পড়ুন: Arpita Mukherjee: আইন আইনের পথে চলবে, মেডিক্যাল টেস্টে গিয়ে বললেন অর্পিতা; আজ আদালতে পেশ

ক্যামেরার সামনে স্মৃতি মুখোপাধ্য়ায় বলেছেন, অর্পিতা বা তাঁর মা এবং বোনের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল না ৷ কিন্তু, বছর খানেক আগে অর্পিতার দাদামশাই তাঁর মাসির ডোমজুড়ের বাড়িতে এসে ওঠেন ৷ তিনি কিডনির অসুখে আক্রান্ত ৷ তারপর থেকেই মাঝেমধ্যে মাসির বাড়ি আসতেন অর্পিতা ৷ দাদুকে দেখতে নিজের গাড়ি নিয়ে আসতেন তিনি ৷ তবে, খুব বেশিক্ষণ থাকতেন না ৷ কিছুক্ষণের মধ্যেই ফিরে যেতেন ৷

অন্যদিকে, ঘোষপাড়ার বাসিন্দারা জানালেন, এখন গুটিয়ে গেলেও এই ঘটনা ঘটার আগে পর্যন্ত পাড়ায় দাপটের সঙ্গে থাকতেন মুখোপাধ্য়ায় পরিবারের সদস্যরা ৷ অর্পিতার সৌজন্যেই বাকি সকলে এই পরিবারের সদস্যদের সমঝে চলতেন ৷ এমনকী, অর্পিতার মাসতুতো দাদা এলাকার বহু বেকার যুবক-যুবতীকে চাকরি পাইয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন ! স্মৃতি অবশ্য এই সমস্ত বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ৷ তাঁর চিন্তা শুধুমাত্র বোনঝিকে নিয়ে ৷

অর্পিতার মুখোপাধ্য়ায়ের মাসির বাড়িতে ইটিভি ভারতের প্রতিনিধি ৷

অর্পিতার কথা বলতে গিয়ে স্মৃতি জানান, তাঁর বোনঝি ছোটবেলা থেকেই মডেলিং করতেন ৷ প্রায় 20 বছর মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন অর্পিতা ৷ তিনি অবিবাহিতা ৷ ডায়মন্ড সিটির ফ্ল্যাটে একা থাকেন ৷ অন্যদিকে, তাঁর মা থাকেন বেলঘড়িয়ার বাড়িতে ৷ একমাত্র বোনেরও ওই এলাকাতেই বিয়ে হয়েছে ৷ তিনি ব্যস্ত রয়েছেন তাঁর সংসার নিয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.