ETV Bharat / city

হাওড়ায় চোর সন্দেহে মারধর, মৃত ব্যক্তি - সিসিটিভি ফুটেজ

হাওড়ায় চোর সন্দেহে মারধর ৷ মৃত অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ৷ যদিও পুলিশের বক্তব্য, এটা গণপিটুনির ঘটনা নয় ৷ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ CCTV ফুটেজ দেখে বাকিদের খোঁজ চলছে ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Oct 13, 2019, 2:50 PM IST

Updated : Oct 13, 2019, 3:09 PM IST

হাওড়া , 13 অক্টোবর : চোর সন্দেহে মারধরে মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ৷ উত্তর হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ঘটনা ৷ যদিও পুলিশের বক্তব্য, এটা গণপিটুনির ঘটনা নয় ৷ ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

আজ ভোর সাড়ে চারটে নাগাদ ওই ব্যক্তিকে সালকিয়ার বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মাঠের কাছে একটি ইলেকট্রনিকস সামগ্রীর গোডাউনের সামনে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যায় ৷ স্থানীয় কয়েকজনের তাঁকে দেখে চোর বলে সন্দেহ হয় ৷ অভিযোগ, ক্লাবের পিছনে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় ৷ পরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় ৷ মারধরের জেরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ এরপর পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে জয়সওয়াল হাসপাতালে পাঠায় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ পাশাপাশি DC নর্থের নেতৃত্বে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ বাকি অভিযুক্তদের ধরতে এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের ৷ এছাড়া মৃত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ৷

এ বিষয়ে DC নর্থ ওয়াই রঘুবংশী বলেন, "একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ CCTV ফুটেজ খতিয়ে দেখে আরও তিন-চার জনের নাম পেয়েছি ৷ আশা করছি খুব শীঘ্র আমরা বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারব ৷ তদন্তের স্বার্থে এই মুহূর্তে বেশি কিছু বলতে চাই না ৷ মৃত ব্যক্তি এই এলাকার নাও হতে পারেন ৷ তবে যারা জিনিসপত্র আনা-নেওয়া করে তাদের মধ্যেই কেউ হবে ৷ এটা গণপিটুনির ঘটনা নয় ৷ ওঁদের মধ্যে কোনও সমস্যার কারণে এই ঘটনা ৷ সম্ভবত ওই ব্যক্তি পূর্বপরিচিত ছিল ৷ তবে তদন্ত চলছে ৷ "

হাওড়া , 13 অক্টোবর : চোর সন্দেহে মারধরে মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ৷ উত্তর হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ঘটনা ৷ যদিও পুলিশের বক্তব্য, এটা গণপিটুনির ঘটনা নয় ৷ ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

আজ ভোর সাড়ে চারটে নাগাদ ওই ব্যক্তিকে সালকিয়ার বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মাঠের কাছে একটি ইলেকট্রনিকস সামগ্রীর গোডাউনের সামনে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যায় ৷ স্থানীয় কয়েকজনের তাঁকে দেখে চোর বলে সন্দেহ হয় ৷ অভিযোগ, ক্লাবের পিছনে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় ৷ পরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় ৷ মারধরের জেরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ এরপর পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে জয়সওয়াল হাসপাতালে পাঠায় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ পাশাপাশি DC নর্থের নেতৃত্বে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ বাকি অভিযুক্তদের ধরতে এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের ৷ এছাড়া মৃত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ৷

এ বিষয়ে DC নর্থ ওয়াই রঘুবংশী বলেন, "একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ CCTV ফুটেজ খতিয়ে দেখে আরও তিন-চার জনের নাম পেয়েছি ৷ আশা করছি খুব শীঘ্র আমরা বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারব ৷ তদন্তের স্বার্থে এই মুহূর্তে বেশি কিছু বলতে চাই না ৷ মৃত ব্যক্তি এই এলাকার নাও হতে পারেন ৷ তবে যারা জিনিসপত্র আনা-নেওয়া করে তাদের মধ্যেই কেউ হবে ৷ এটা গণপিটুনির ঘটনা নয় ৷ ওঁদের মধ্যে কোনও সমস্যার কারণে এই ঘটনা ৷ সম্ভবত ওই ব্যক্তি পূর্বপরিচিত ছিল ৷ তবে তদন্ত চলছে ৷ "

Intro:চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। আজ ভোরে ঘটনাটি ঘটে উত্তর হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায়। মৃত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই এই ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে হাওড়া পুলিশ। পাশাপাশি, ডিসি নর্থের নেতৃত্বে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে হাওড়া পুলিশ। বাকি অভিযুক্তদের নাগাল পেতে খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এছাড়াও গণপিটুনিতে মৃত্যু হওয়া ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোরবেলা সাড়ে চারটে নাগাদ ওই ব্যক্তিকে সালকিয়ার বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মাঠে একটি ইলেকট্রনিক্স গুডসের গোডাউনের সামনে ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই ব্যক্তিকে। ঠিক তখন স্থানীয় চার পাঁচজনের ওই ব্যক্তিকে চোর হিসাবে সন্দেহ হয়। অভিযোগ, ক্লাবের পিছনের একটি জায়গার গাছে বেঁধে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এরপর লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয় তাকে। এই গণপিটুনিতে মাটিতে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি। ঘটনাস্থানেই মৃত্যু হয় তার।এরপর সকালে গোটা বিষয়টি সকলের নজরে আসলে পুলিশে খবর দেওয়া হয়। মালিপাঁচঘড়া থানা দেহ উদ্ধার করে জয়সওয়াল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মধ্যবয়স্ক ওই ব্যক্তিকে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। Conclusion:
Last Updated : Oct 13, 2019, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.