হাওড়া , 13 অক্টোবর : চোর সন্দেহে মারধরে মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ৷ উত্তর হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ঘটনা ৷ যদিও পুলিশের বক্তব্য, এটা গণপিটুনির ঘটনা নয় ৷ ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
আজ ভোর সাড়ে চারটে নাগাদ ওই ব্যক্তিকে সালকিয়ার বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মাঠের কাছে একটি ইলেকট্রনিকস সামগ্রীর গোডাউনের সামনে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যায় ৷ স্থানীয় কয়েকজনের তাঁকে দেখে চোর বলে সন্দেহ হয় ৷ অভিযোগ, ক্লাবের পিছনে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় ৷ পরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় ৷ মারধরের জেরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ এরপর পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে জয়সওয়াল হাসপাতালে পাঠায় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ পাশাপাশি DC নর্থের নেতৃত্বে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ বাকি অভিযুক্তদের ধরতে এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের ৷ এছাড়া মৃত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ৷
এ বিষয়ে DC নর্থ ওয়াই রঘুবংশী বলেন, "একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ CCTV ফুটেজ খতিয়ে দেখে আরও তিন-চার জনের নাম পেয়েছি ৷ আশা করছি খুব শীঘ্র আমরা বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারব ৷ তদন্তের স্বার্থে এই মুহূর্তে বেশি কিছু বলতে চাই না ৷ মৃত ব্যক্তি এই এলাকার নাও হতে পারেন ৷ তবে যারা জিনিসপত্র আনা-নেওয়া করে তাদের মধ্যেই কেউ হবে ৷ এটা গণপিটুনির ঘটনা নয় ৷ ওঁদের মধ্যে কোনও সমস্যার কারণে এই ঘটনা ৷ সম্ভবত ওই ব্যক্তি পূর্বপরিচিত ছিল ৷ তবে তদন্ত চলছে ৷ "