উলুবেড়িয়া, 22 অগস্ট : জলাশয় বুজিয়ে বহুতল নির্মাণ করার কিছুদিনের মধ্যেই হেলে পড়ল আবাসন ৷ ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে আবাসিকদের মধ্যে । প্রশাসনিক ভাবে জানানো হয়েছে, উপযুক্ত ব্যবস্থা না নিলে বহুতলটি ভেঙে ফেলা হবে ৷ তবে প্রোমোটার জানিয়েছেন, তার প্রয়োজন পড়বে না ৷ কারণ তার আগেই তিনি আবাসন সোজা করানোর ব্যবস্থা করছেন ৷
উলুবেড়িয়া পৌরসভা অফিসের ঢিল ছোড়া দূরত্বে হেলে পড়েছে একটি পাঁচতলা আবাসন । প্রায় 500 মিলিমিটার কাত হয়ে গিয়েছে আবাসনটি । বহুতলের নিচের অংশে দেখা দিয়েছে চওড়া ফাটল । চরম আতঙ্কে রয়েছেন বহুতলের আবাসিক থেকে শুরু করে আশপাশের বাসিন্দারা । তাঁদের দাবি, দিন দিন আরও হেলে পড়ছে বহুতলটি । দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে তাঁদের । কার্যত নিদ্রাহীন রাত যাপন করতে হচ্ছে ৷ তাঁদের দাবি, যে জায়গায় বহুতলটি তৈরি হয়েছে তার একদিকে একটি ডোবা ছিল । তার উপর বছর তিন-চার আগে তৈরি হয়েছিল বহুতলটি । কয়েক মাস আগে থেকেই সেটি হেলে পড়তে শুরু করে । তাঁদের অভিযোগ, কোনও ভাবে আবাসনটি ভেঙে পড়লে সেটি আশপাশের বাড়ির উপরই পড়বে । ফলত বহু মানুষের প্রাণহানি হওয়ার আশঙ্কা রয়েছে । ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা । কিন্তু প্রশাসনের কাছ থেকে এর কোনও সদুত্তর পাননি বলে অভিযোগ ৷
এই প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস জানান, তাঁদের কাছে ইতিমধ্যেই এই বিষয়ে একটি নির্দিষ্ট অভিযোগ এসেছে । সংশ্লিষ্ট প্রোমোটারের কাছে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে । তিনি যদি অবিলম্বে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বা বিল্ডিং ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করা হবে । তাঁর দাবি, সয়েল টেস্টের গাফিলতির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে ।
যদিও প্রোমোটার অর্ণব ঘোষ বলেন, "বিল্ডিংটি হেলে পড়েছে । তবে ভেঙে পড়ার কোনও সম্ভাবনা নেই । ইতিমধ্যেই হরিয়ানার একটি সংস্থার সঙ্গে কথাবার্তা হয়েছে । মাসখানেকের মধ্যে বিশেষ পদ্ধতিতে বিল্ডিংটি আবার আগের অবস্থানে ফিরিয়ে দেওয়া হবে ।"
গোটা ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা প্রত্যুষ মণ্ডল বলেন, "গোটা উলুবেড়িয়া জুড়ে অবৈধ ভাবে ব্যাঙের ছাতার মতো একের পর এক বহুতল গড়ে উঠছে । বেশিরভাগ ক্ষেত্রেই কোনও নিয়ম-নীতির তোয়াক্কা করা হয় না । কোথাও পুকুর বুজিয়ে, কোথাও বা নিকাশি নালার উপর নির্মাণ গড়ে তোলা হচ্ছে । ফলত এই ধরনের ঘটনা ঘটছে ।" পাশাপাশি তাঁর অভিযোগ, পুলিশ-প্রশাসন, তৃণমূল ও প্রোমোটারদের অশুভ আঁতাতের ফলে দীর্ঘদিন ধরে এই কাজ চলছে । অবিলম্বে এগুলো বন্ধ করার দাবি জানান তিনি ।
আরও পড়ুন : Raniganj : আদিবাসীদের জমি দখল করতে আসা মাফিয়াদের বেধড়ক মার, রানিগঞ্জে ধুন্ধুমার