ETV Bharat / city

আমডাঙায় ব্যক্তিকে কুপিয়ে খুন, দোষ স্বীকার ছেলের - north 24 pargana murder

প্রায়দিনই বাড়িতে মদ খেয়ে ফিরে ছেলে সুকান্তর সঙ্গে ঝামেলা করত শ্রীবাস । গতকাল বিকেলেও সে মদ খেয়ে ফেরে । তা নিয়ে বাবা-ছেলের বচসা শুরু হয় । সেই বচসা গড়ায় হাতাহাতিতে । তারপরই খুনের ঘটনা ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 11, 2019, 6:35 AM IST

আমডাঙা, 11 মে : কুপিয়ে খুন করা হল ব্যক্তিকে । মৃতের নাম শ্রীবাস মণ্ডল (38) । খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শ্রীবাসের ছেলে সুকান্ত মণ্ডলকে । সুকান্তর বিরুদ্ধে আমডাঙা থানায় অভিযোগ দায়ের করে তারই পরিবারের লোকজন । অভিযোগের ভিত্তিতে সুকান্তকে গ্রেপ্তার করে পুলিশ ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, প্রায়দিনই বাড়িতে মদ খেয়ে ফিরে ছেলে সুকান্তর সঙ্গে ঝামেলা করত শ্রীবাস । গতকাল বিকেলেও সে মদ খেয়ে ফেরে । তা নিয়ে বাবা-ছেলের বচসা শুরু হয় । সেই বচসা গড়ায় হাতাহাতিতে । তারপরই খুনের ঘটনা । পরিবারের লোকজন জানিয়েছে, মদ্যপ অবস্থায় শ্রীবাস সুকান্তকে মারতে উদ্যত হয় । বাবাকে থামানোর চেষ্টা করে সুকান্ত । কিন্তু, বিরত করা যায়নি শ্রীবাসকে । মেজাজ হারায় সুকান্ত । মেঝেতে পড়ে থাকা দা হাতে তুলে নিয়ে শ্রীবাসকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে সে । রক্তাক্ত শ্রীবাসকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

এই ঘটনার পর এলাকায় আসে পুলিশ । অভিযুক্ত সুকান্তকে আটক করে থানায় নিয়ে যায় । সুকান্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে তারই বাড়ির লোকজন । সুকান্তকে গ্রেপ্তার করে আমডাঙা থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, খুনে ব্যবহৃত অস্ত্রটি বাজেয়াপ্ত হয়েছে । সুকান্ত জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে ।

আমডাঙা, 11 মে : কুপিয়ে খুন করা হল ব্যক্তিকে । মৃতের নাম শ্রীবাস মণ্ডল (38) । খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শ্রীবাসের ছেলে সুকান্ত মণ্ডলকে । সুকান্তর বিরুদ্ধে আমডাঙা থানায় অভিযোগ দায়ের করে তারই পরিবারের লোকজন । অভিযোগের ভিত্তিতে সুকান্তকে গ্রেপ্তার করে পুলিশ ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, প্রায়দিনই বাড়িতে মদ খেয়ে ফিরে ছেলে সুকান্তর সঙ্গে ঝামেলা করত শ্রীবাস । গতকাল বিকেলেও সে মদ খেয়ে ফেরে । তা নিয়ে বাবা-ছেলের বচসা শুরু হয় । সেই বচসা গড়ায় হাতাহাতিতে । তারপরই খুনের ঘটনা । পরিবারের লোকজন জানিয়েছে, মদ্যপ অবস্থায় শ্রীবাস সুকান্তকে মারতে উদ্যত হয় । বাবাকে থামানোর চেষ্টা করে সুকান্ত । কিন্তু, বিরত করা যায়নি শ্রীবাসকে । মেজাজ হারায় সুকান্ত । মেঝেতে পড়ে থাকা দা হাতে তুলে নিয়ে শ্রীবাসকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে সে । রক্তাক্ত শ্রীবাসকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

এই ঘটনার পর এলাকায় আসে পুলিশ । অভিযুক্ত সুকান্তকে আটক করে থানায় নিয়ে যায় । সুকান্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে তারই বাড়ির লোকজন । সুকান্তকে গ্রেপ্তার করে আমডাঙা থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, খুনে ব্যবহৃত অস্ত্রটি বাজেয়াপ্ত হয়েছে । সুকান্ত জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.