ETV Bharat / city

খুনের হুমকি দিয়ে যুবতিকে ধর্ষণ, অভিযুক্ত স্বামীর 2 বন্ধু - ashokenagar

স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন এক যুবতি । যুবতির অভিযোগ, তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় । 2 অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে ।

physical harrasment
যুবতিকে ধর্ষণ
author img

By

Published : Mar 15, 2020, 8:36 AM IST

অশোকনগর, 15 মার্চ : খুনের হুমকি দিয়ে যুবতিকে ধর্ষণের অভিযোগ স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে । অশোকনগর থানা এলাকার ঘটনা । নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে । ধৃতদের নাম সেলিম মণ্ডল ও বাবুসোনা মণ্ডল ।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই স্বামীর অনুপস্থিতিতে যুবতিকে ওই দুই যুবক কুপ্রস্তাব দিত । যুবতির অভিযোগ, একমাস আগে বর্ধমানে যুবতির স্বামী গিয়েছিলেন । বাড়িতে তিনি একাই ছিলেন । সেই সুযোগে সেলিম ও বাবুসোনা বাড়িতে ঢুকে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করে । পুলিশকে জানালে ভালো হবে না বলে তারা যুবতিকে ভয় দেখায় । তারপর যুবতি দিন তিনেক পর পালিয়ে নিজের বাপের বাড়ি চলে যান । সেখান থেকে অশোকনগর থানায় ওই দুই যুবকের নামে অভিযোগ দায়ের করেন ।

ঘটনার পর থেকে ওই দুই অভিযুক্ত পলাতক ছিল । শুক্রবার রাতে অশোকনগরের একটি গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে । শনিবার তাদের বারাসত আদালতে তোলা হয় । বিচারক তাদের 5 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে ।

অশোকনগর, 15 মার্চ : খুনের হুমকি দিয়ে যুবতিকে ধর্ষণের অভিযোগ স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে । অশোকনগর থানা এলাকার ঘটনা । নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে । ধৃতদের নাম সেলিম মণ্ডল ও বাবুসোনা মণ্ডল ।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই স্বামীর অনুপস্থিতিতে যুবতিকে ওই দুই যুবক কুপ্রস্তাব দিত । যুবতির অভিযোগ, একমাস আগে বর্ধমানে যুবতির স্বামী গিয়েছিলেন । বাড়িতে তিনি একাই ছিলেন । সেই সুযোগে সেলিম ও বাবুসোনা বাড়িতে ঢুকে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করে । পুলিশকে জানালে ভালো হবে না বলে তারা যুবতিকে ভয় দেখায় । তারপর যুবতি দিন তিনেক পর পালিয়ে নিজের বাপের বাড়ি চলে যান । সেখান থেকে অশোকনগর থানায় ওই দুই যুবকের নামে অভিযোগ দায়ের করেন ।

ঘটনার পর থেকে ওই দুই অভিযুক্ত পলাতক ছিল । শুক্রবার রাতে অশোকনগরের একটি গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে । শনিবার তাদের বারাসত আদালতে তোলা হয় । বিচারক তাদের 5 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.