ETV Bharat / city

"CPI(M) করা মানে শেষজীবনে বিষ খেয়ে মৃত্যু,'' মজিদ মাস্টার ফেরায় মন্তব্য জ্যোতিপ্রিয়র - HABRA

বৃহস্পতিবার রাতে হাবড়ায় চারুকলা প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক । মজিদ মাস্টারের দীর্ঘসময় পর বাড়ি ফেরায় তা নিয়ে কটাক্ষ করেন তিনি ৷

reaction of jyotipriyo mallik
চারুকলা প্রদর্শনীতে প্রধান অতিথি জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By

Published : Jan 24, 2020, 10:16 AM IST

Updated : Jan 24, 2020, 10:52 AM IST

হাবড়া, 24 জানুয়ারি: 'শাসনের ত্রাস' বলা হত মজিদ মাস্টারকে । রয়েছে খুনের সঙ্গে যুক্ত অভিযোগও ৷ দীর্ঘ 8 বছর বাড়ির বাইরে ছিল সে । সম্প্রতি সে নিজের বাড়ি ফিরেছে । তার বাড়ি ফেরা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ৷ গতকাল রাতে হাবড়া পৌরসভার উদ্যোগে আয়োজিত চারুকলা প্রদর্শনীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "CPI(M) করা মানেই শেষ জীবনে বিষ খেয়ে মৃত্যু । মজিদ মাস্টারেরও তাই হবে ।"

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "মজিদ মাস্টারের আমলে লুঠ, রাহাজানি থেকে শুরু করে খুন সবই হয়েছিল । তার দল তাকে ছেড়ে দিয়েছে । কাজ ফুরিয়েছে বলে । তবে আমাদের কোনও নেতা ও কর্মী তাকে বাড়ি ছাড়া করবে না ।" তাঁর কথায়, "আদালতে গিয়ে মজিদ মাস্টারকে জানাতে হবে যে সে কোনও মামলার সঙ্গে জড়িত নয় । তবেই সে সকলের কাছে মাস্টার হবে । তা নইলে সারাজীবন 'খুনি' শব্দ বহন করতে হবে । চুল থেকে পায়ের নখ পর্যন্ত রক্ত লেগে রয়েছে ।"

মজিদ মাস্টারকে কটাক্ষ জ্যোতিপ্রিয় মল্লিকের

বৃহস্পতিবার রাতে হাবড়া অ্যাথলেটিক ক্লাবের মাঠে চারুকলা প্রদর্শনীর আয়োজন করা হয় । প্রধান অতিথি হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । অনুষ্ঠানে শববাহী যান উদ্বোধন করেন তিনি । দুস্থ ব্যক্তিদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় । এছাড়া হাবড়া থানা এলাকার 10 জনকে বিশেষ কৃতিত্বের জন্য সম্মানপ্রদান করা হয়।

হাবড়া, 24 জানুয়ারি: 'শাসনের ত্রাস' বলা হত মজিদ মাস্টারকে । রয়েছে খুনের সঙ্গে যুক্ত অভিযোগও ৷ দীর্ঘ 8 বছর বাড়ির বাইরে ছিল সে । সম্প্রতি সে নিজের বাড়ি ফিরেছে । তার বাড়ি ফেরা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ৷ গতকাল রাতে হাবড়া পৌরসভার উদ্যোগে আয়োজিত চারুকলা প্রদর্শনীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "CPI(M) করা মানেই শেষ জীবনে বিষ খেয়ে মৃত্যু । মজিদ মাস্টারেরও তাই হবে ।"

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "মজিদ মাস্টারের আমলে লুঠ, রাহাজানি থেকে শুরু করে খুন সবই হয়েছিল । তার দল তাকে ছেড়ে দিয়েছে । কাজ ফুরিয়েছে বলে । তবে আমাদের কোনও নেতা ও কর্মী তাকে বাড়ি ছাড়া করবে না ।" তাঁর কথায়, "আদালতে গিয়ে মজিদ মাস্টারকে জানাতে হবে যে সে কোনও মামলার সঙ্গে জড়িত নয় । তবেই সে সকলের কাছে মাস্টার হবে । তা নইলে সারাজীবন 'খুনি' শব্দ বহন করতে হবে । চুল থেকে পায়ের নখ পর্যন্ত রক্ত লেগে রয়েছে ।"

মজিদ মাস্টারকে কটাক্ষ জ্যোতিপ্রিয় মল্লিকের

বৃহস্পতিবার রাতে হাবড়া অ্যাথলেটিক ক্লাবের মাঠে চারুকলা প্রদর্শনীর আয়োজন করা হয় । প্রধান অতিথি হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । অনুষ্ঠানে শববাহী যান উদ্বোধন করেন তিনি । দুস্থ ব্যক্তিদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় । এছাড়া হাবড়া থানা এলাকার 10 জনকে বিশেষ কৃতিত্বের জন্য সম্মানপ্রদান করা হয়।

Intro:সিপিএম করা মানেই শেষ জীবনে বিষ খেয়ে মৃত্যু।মজিদ মাস্টারেরও তাই হবে।দীর্ঘ ৮ বছর পর ঘরছাড়া মজিদ মাস্টারের শাসনের বাড়িতে ফেরার প্রসঙ্গে এমনই বিতর্কিত মন্তব্য করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। Body:হাবরাঃসিপিএম করা মানেই শেষ জীবনে বিষ খেয়ে মৃত্যু।মজিদ মাস্টারেরও তাই হবে।দীর্ঘ ৮ বছর পর ঘরছাড়া মজিদ মাস্টারের শাসনের বাড়িতে ফেরার প্রসঙ্গে এমনই মন্তব্য করেন জেলা তৃনমূলের সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।আজ রাতে হারবা পৌরসভার উদ্যোগে স্থানীয় অ্যাথলেটিক ক্লাবের মাঠে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি।সেখান থেকে বেরনোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বলেন,"সিপিএম যারা করে তাদের শেষ জীবনে বিষ খেয়ে মরতে হবে।মজিদ মাস্টার প্রথম জীবনে যা করেছে,ওকেও শেষ জীবনে বিষ খেয়ে মরতে হবে।গায়ে কালি লাগিয়ে দিয়েছে।মজিদের চুল থেকে পায়ের নখ পর্যন্ত রক্ত।তাই,ওকে শেষ জীবনে বিষ খেয়ে মরতে হবে।সিপিএম করা মানেই শেষ জীবনে বিষ খেয়ে মৃত্যু"।মজিদ মাস্টারের ঘরে ফেরার প্রসঙ্গে তিনি আরও বলেন,"ও(মজিদ মাস্টার)পরিবার নিয়ে নিজের বাড়িতে থাকবে,তাতে আমাদের কোনও আপত্তি নেই।কিন্তু ওকে মুক্ত হতে হবে।ওর বিরুদ্ধে যত মামলা আছে,সেই মামলা থেকে খালাস হতে হবে।আদালতে গিয়ে মজিদকে বলতে হবে,যে ওর বিরুদ্ধে যত মামলা আছে,সেই মামলার সঙ্গে সে জড়িত নয়।আদালত যদি ওকে মুক্ত করে,তখন ওকে সবাই সত্যিকারের মাস্টার বলবে।না হলে সারাজীবন ওকে 'খুনি' শব্দ বহন করতে হবে।মজিদ মাস্টারের পরিবর্তে ওকে মজিদ খুনি বলে সবাই জানবে"।জ্যোতিপ্রিয়র কথায়,সিপিএম দলটা ৫ বছর আগেই মজিদ মাস্টার ছেড়ে দিয়েছে।সিপিএমের সদস্যপদও ও রিনুয়াল করায়নি।ও আগেই বলেছে,সিপিএম দলটা করা যায়না।এই দলটা গুন্ডাদের দল।ওকে দিয়ে সিপিএম গুন্ডামি,লুঠতরাজ করিয়েছে।কাজ হয়ে যাওয়ার পর সিপিএম মজিদকে ছুড়ে ফেলে দিয়েছে।আমাদের কোনও নেতা ও কর্মী ওকে বাড়ি ছাড়া করবে না।ও এলাকাতেই থাকবে।আমরা বিজেপির মতো নই।যে বাড়িঘর ভাঙচুর করে তাড়িয়ে দেবো"।ব্যারাকপুরে বোমাবাজির ঘটনায় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগকে কটাক্ষ করে তিনি বলেন,"অর্জুন দিলীপের দ্বিতীয় সংস্করণ।দিলীপ প্রথম পাগল।আর অর্জুন দ্বিতীয়।দিলীপ রাঁচির পাগলা গারদ থেকে কিভাবে বেরলো,তা বুঝতে পারছি না।অর্জুন সিং ব্যারাকপুরের পাগলা গারদে ছিলেন।ওকে কেন আমরা খুন করতে যাব।আমরা জেলার ৬টি পৌরসভাই পুনর্দখল করেছি।পাগলকে কিছু বললেই কামড়ে দেবে।যেমন কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয়,তেমনই বিজপি নেতাদের পাগলাতঙ্ক হয়েছে।পাগলা গারদ থেকে বেরিয়ে পাগলের প্রলাপ বকছে"।এই অনুষ্ঠানের উদ্ধোধনও করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।অনুষ্ঠান মঞ্চ থেকে কয়েকশো দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।এছাড়া হাবরা থানা এলাকার ১০ জনকে বিশেষ কৃতিত্বের জন্য তুলে দেওয়া হয় শ্রেষ্ঠত্বের সম্মান। Conclusion:প্রসঙ্গত,এর আগেও সিপিএম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তাদের বিষধর সাপের সঙ্গে তুলনা করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।এমনকি,সেই বিষধর সাপকে লাঠি দিয়ে মারার উপদেশও দিয়েছিলেন তিনি।যা নিয়ে জলঘোলা কম হয়নি।এবারও তার মন্তব্য নিয়ে বিতর্ক যে বাড়বে তা বলাই বাহুল্য।
Last Updated : Jan 24, 2020, 10:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.