ETV Bharat / city

Adyashakti Mahapith Durgapur: ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দিরে পিতৃপক্ষে দেবী দুর্গার আরাধনা

দুর্গাপুরের ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দিরে পিতৃপক্ষের সূচনায় দেবী দুর্গার আরাধনা ৷ দুর্গাপুজোর প্রায় একমাস আগে থেকে মাতৃ আরাধনায় মেতে উঠেছেন স্থানীয়রা ৷ ঢাকের বাদ্যিতে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই শুরু হয় এই দুর্গাপুজো ৷ দুর্গাপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় এই আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দিরেই একমাত্র কুমারী পুজো করা হয় ৷

Worship of Goddess Durga on Pitru Paksha in Indra Prastha Adyashakit Mahapith Durgapur
http://10.10.50.85//west-bengal/22-September-2021/wb-dur-01-pujospecialstory-durgapujastartinanraidurgapur-7204345_22092021141848_2209f_1632300528_81.jpg
author img

By

Published : Sep 23, 2021, 5:42 PM IST

দুর্গাপুর, 23 সেপ্টেম্বর : মহালয়ার দিন দেবীপক্ষের সূচনায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের শুভারম্ভ হয় ৷ কিন্তু, দুর্গাপুরের ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির ও সেবাশ্রম সঙ্ঘে প্রতিবছর আয়োজিত হয় এক ব্যতিক্রমী পুজোর ৷ যেখানে পিতৃপক্ষের সূচনার একদিন পর থেকেই দুর্গাপুজোর সূচনা হয়ে যায় ৷ দুর্গাপুজোর প্রায় একমাস আগে থেকে শুরু হওয়া এই মাতৃ আরাধনায় মেতে উঠেছেন স্থানীয়রা ৷ মন্দিরের প্রধান সেবায়েত এবং অন্যান্য পুরোহিতরা মিলে হোমযজ্ঞের মাধ্যমে এই পুজোর সূচনা করেন ৷

মন্দিরের প্রধান সেবায়েত শ্রী শ্রী অমৃত দাস মহারাজ জানান, ঘি-এর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই পুজো শুরু হয় ৷ আগামী মাসে দুর্গাপুজোর শুরু হওয়ার পরেও এই প্রদীপ জ্বলবে ৷ দশমীর পর একাদশীর দিন এই মঙ্গল প্রদীপ নেভানো হবে ৷ দ্বিতীয়া তিথি থেকে এই পুজোর শুভ সূচনা করেন পুরোহিতরা ৷ ঢাকের বাদ্যিতে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই শুরু হয় এই দুর্গাপুজো ৷ পিতৃপক্ষের সূচনালগ্নেই এই মন্দিরে দেবী পূজিত হন বলে জানিয়েছেন মন্দিরের প্রধান সেবায়েত ৷

আরও পড়ুন : Durga Puja : দু'বছর ধরে ভাটা, বিদেশি বরাত মিলছে না সুরুলের শোলা শিল্পীদের

স্থানীয় মহিলারা জানালেন অনেকদিন আগে থেকেই তাঁদের পুজো শুরু হয়ে যায় ৷ যে মঙ্গলপ্রদীপ মন্দিরে জ্বালানো হয়েছে, তা দুর্গাপুজোর একাদশীর দিন নেভানো হয় ৷ দুর্গাপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় এই আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দিরেই একমাত্র কুমারী পুজো করা হয় ৷ অষ্টমী ও নবমীতে নরনারায়ণ সেবার আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ ৷ ইন্দ্রপ্রস্থ, পূর্বাচল আবাসন, ঋষি অরবিন্দ নগর সহ সংলগ্ন এলাকার বাসিন্দারা এই মন্দিরের পুজোয় উপস্থিত থাকেন সপরিবারে ৷

আরও পড়ুন : Durga Puja : শোলা শিল্পে মন্দা, পুজোর মরশুমেও রোজগারে টান চন্দ্রকোণার মালাকারদের

শুধুমাত্র এই এলাকার মানুষ নন ৷ ভিন রাজ্য যেমন ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন জায়গার মানুষ পিতৃপক্ষের এই দুর্গাপুজো দেখতে আসেন ৷ এই অঞ্চলের মানুষের বাড়তি পাওনা, দুর্গোৎসবের সূচনার বহুদিন আগেই মা তাঁদের মধ্যে চলে আসেন ৷ মা দুর্গাকে তাঁরা বেশি সময় ধরে এবং অনেকটা বেশি আপন করে নিজেদের মধ্যে পান ৷ সপরিবার মা দুর্গা এই মন্দিরে সারাবছর ধরে পূজিত হন বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিতরা ৷ যেখানে মায়ের নিত্য আরতি করা হয় ৷ প্রসঙ্গত, এই মন্দিরের দুর্গা মূর্তি পরিবর্তিত হয় পিতৃপক্ষের মহাষষ্ঠীর দিন ৷

দুর্গাপুর, 23 সেপ্টেম্বর : মহালয়ার দিন দেবীপক্ষের সূচনায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের শুভারম্ভ হয় ৷ কিন্তু, দুর্গাপুরের ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির ও সেবাশ্রম সঙ্ঘে প্রতিবছর আয়োজিত হয় এক ব্যতিক্রমী পুজোর ৷ যেখানে পিতৃপক্ষের সূচনার একদিন পর থেকেই দুর্গাপুজোর সূচনা হয়ে যায় ৷ দুর্গাপুজোর প্রায় একমাস আগে থেকে শুরু হওয়া এই মাতৃ আরাধনায় মেতে উঠেছেন স্থানীয়রা ৷ মন্দিরের প্রধান সেবায়েত এবং অন্যান্য পুরোহিতরা মিলে হোমযজ্ঞের মাধ্যমে এই পুজোর সূচনা করেন ৷

মন্দিরের প্রধান সেবায়েত শ্রী শ্রী অমৃত দাস মহারাজ জানান, ঘি-এর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই পুজো শুরু হয় ৷ আগামী মাসে দুর্গাপুজোর শুরু হওয়ার পরেও এই প্রদীপ জ্বলবে ৷ দশমীর পর একাদশীর দিন এই মঙ্গল প্রদীপ নেভানো হবে ৷ দ্বিতীয়া তিথি থেকে এই পুজোর শুভ সূচনা করেন পুরোহিতরা ৷ ঢাকের বাদ্যিতে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই শুরু হয় এই দুর্গাপুজো ৷ পিতৃপক্ষের সূচনালগ্নেই এই মন্দিরে দেবী পূজিত হন বলে জানিয়েছেন মন্দিরের প্রধান সেবায়েত ৷

আরও পড়ুন : Durga Puja : দু'বছর ধরে ভাটা, বিদেশি বরাত মিলছে না সুরুলের শোলা শিল্পীদের

স্থানীয় মহিলারা জানালেন অনেকদিন আগে থেকেই তাঁদের পুজো শুরু হয়ে যায় ৷ যে মঙ্গলপ্রদীপ মন্দিরে জ্বালানো হয়েছে, তা দুর্গাপুজোর একাদশীর দিন নেভানো হয় ৷ দুর্গাপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় এই আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দিরেই একমাত্র কুমারী পুজো করা হয় ৷ অষ্টমী ও নবমীতে নরনারায়ণ সেবার আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ ৷ ইন্দ্রপ্রস্থ, পূর্বাচল আবাসন, ঋষি অরবিন্দ নগর সহ সংলগ্ন এলাকার বাসিন্দারা এই মন্দিরের পুজোয় উপস্থিত থাকেন সপরিবারে ৷

আরও পড়ুন : Durga Puja : শোলা শিল্পে মন্দা, পুজোর মরশুমেও রোজগারে টান চন্দ্রকোণার মালাকারদের

শুধুমাত্র এই এলাকার মানুষ নন ৷ ভিন রাজ্য যেমন ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন জায়গার মানুষ পিতৃপক্ষের এই দুর্গাপুজো দেখতে আসেন ৷ এই অঞ্চলের মানুষের বাড়তি পাওনা, দুর্গোৎসবের সূচনার বহুদিন আগেই মা তাঁদের মধ্যে চলে আসেন ৷ মা দুর্গাকে তাঁরা বেশি সময় ধরে এবং অনেকটা বেশি আপন করে নিজেদের মধ্যে পান ৷ সপরিবার মা দুর্গা এই মন্দিরে সারাবছর ধরে পূজিত হন বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিতরা ৷ যেখানে মায়ের নিত্য আরতি করা হয় ৷ প্রসঙ্গত, এই মন্দিরের দুর্গা মূর্তি পরিবর্তিত হয় পিতৃপক্ষের মহাষষ্ঠীর দিন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.