ETV Bharat / city

বাংলার আবহাওয়ায় শীতের দেশের ফল চাষ, পরিদর্শনে কৃষি আধিকারিকরা - জাপানের জাতীয় ফল

শীতপ্রধান দেশের ফল বাংলার গরম আবহাওয়ায় চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন দুর্গাপুরের কাঁকসার মলানদিঘির বাসিন্দা হরিসাধন গড়াই ৷ আজ তাঁর বাগান পরিদর্শন করলেন কৃষি দফতরের আধিকারিকরা ৷

Winter fruit cultivation in Bengals climate in kanksa durgapur Agriculture Department on inspection
বাংলার আবহাওয়ায় শীতের দেশের ফল চাষ, পরিদর্শনে কৃষি দফতরের আধিকারিকরা
author img

By

Published : Jun 11, 2021, 7:05 PM IST

দুর্গাপুর, 11 জুন : কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুরের যুবক হরিসাধন গড়াই নিজের উদ্যোগে আপেল, জাপানের জাতীয় ফল পরসিমন সহ বিভিন্ন ফলের বাগান তৈরি করে তাক লাগিয়েছেন । খুব কম সময়ে তাঁর করা বাগানের গাছে ফল আসতে শুরু করেছে । কয়েকদিন আগেই এই খবর তুলে ধরা হয়েছিল সংবাদমাধ্যমে । সেখান থেকেই জানতে পেরে হরিসাধন গড়াইয়ের বাগান পরিদর্শন করতে গেলেন কৃষি দফতরের আধিকারিকরা ৷

বাংলার আবহাওয়ায় শীতের দেশের ফল চাষ, পরিদর্শনে কৃষি দফতরের আধিকারিকরা

আরও পড়ুন : হোটেলের জমিতে সবজি চাষ করে বিকল্প রুজির সুলুক

শীতপ্রধান দেশের ফল বাংলার গরম আবহাওয়ার চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন দুর্গাপুরের কাঁকসার মলানদিঘির বাসিন্দা হরিসাধন গড়াই ৷ তাঁর এই কৃতিত্বের খবর পেয়েছে কৃষি দফতর ৷ তাই শুক্রবার হরিসাধন গড়াইয়ের বাগান পরিদর্শন করলেন কাঁকসা ব্লকের কৃষি উন্নয়ন কর্মকর্তা অনির্বাণ বিশ্বাস এবং কৃষি আধিকারিক কাঞ্চন রায় ৷ তাঁরা গোটা বাগানটি ঘুরে দেখেন ৷ তাঁরা জানিয়েছেন, কাঁকসা ব্লক তো দূর, জেলাতেও কোথাও এমন নজির নেই ৷ সেই সঙ্গে হরিসাধন গড়াইকে তাঁর বাগানের জন্য আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন খাদ্য দফতরের আধিকারিকরা ৷

দুর্গাপুর, 11 জুন : কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুরের যুবক হরিসাধন গড়াই নিজের উদ্যোগে আপেল, জাপানের জাতীয় ফল পরসিমন সহ বিভিন্ন ফলের বাগান তৈরি করে তাক লাগিয়েছেন । খুব কম সময়ে তাঁর করা বাগানের গাছে ফল আসতে শুরু করেছে । কয়েকদিন আগেই এই খবর তুলে ধরা হয়েছিল সংবাদমাধ্যমে । সেখান থেকেই জানতে পেরে হরিসাধন গড়াইয়ের বাগান পরিদর্শন করতে গেলেন কৃষি দফতরের আধিকারিকরা ৷

বাংলার আবহাওয়ায় শীতের দেশের ফল চাষ, পরিদর্শনে কৃষি দফতরের আধিকারিকরা

আরও পড়ুন : হোটেলের জমিতে সবজি চাষ করে বিকল্প রুজির সুলুক

শীতপ্রধান দেশের ফল বাংলার গরম আবহাওয়ার চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন দুর্গাপুরের কাঁকসার মলানদিঘির বাসিন্দা হরিসাধন গড়াই ৷ তাঁর এই কৃতিত্বের খবর পেয়েছে কৃষি দফতর ৷ তাই শুক্রবার হরিসাধন গড়াইয়ের বাগান পরিদর্শন করলেন কাঁকসা ব্লকের কৃষি উন্নয়ন কর্মকর্তা অনির্বাণ বিশ্বাস এবং কৃষি আধিকারিক কাঞ্চন রায় ৷ তাঁরা গোটা বাগানটি ঘুরে দেখেন ৷ তাঁরা জানিয়েছেন, কাঁকসা ব্লক তো দূর, জেলাতেও কোথাও এমন নজির নেই ৷ সেই সঙ্গে হরিসাধন গড়াইকে তাঁর বাগানের জন্য আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন খাদ্য দফতরের আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.