ETV Bharat / city

Mamata Banerjee: দুর্গা পুজোর আগেই দুর্গাপুর সফরে মমতা ? - পশ্চিম বর্ধমানের খবর

দুর্গা পুজোর (Durga Puja 2022) আগেই কি দুর্গাপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? সূত্রের খবর, আগামী 20 তারিখ দুর্গাপুর যাচ্ছেন তিনি (Mamata Banerjee visits Durgapur)৷

Will Mamata Banerjee visit Durgapur before Durga Puja
দুর্গা পুজোর আগেই দুর্গাপুর সফরে মমতা ?
author img

By

Published : Sep 15, 2022, 12:17 PM IST

দুর্গাপুর, 15 সেপ্টেম্বর: দুর্গা পুজোর (Durga Puja 2022) আগে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে যাচ্ছেন ? পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তৎপরতা সেই ইঙ্গিতই দিচ্ছে ৷ স্থান এখনও ঠিক না হলেও চলতি মাসের 20 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুর্গাপুরে যাচ্ছেন - এই কথা মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে (Mamata Banerjee visits Durgapur)।

রাজ্যে সম্প্রতি চাকরিপ্রার্থীদের বিভিন্ন ছোট-বড় কলকারখানা-সহ আইটি সেক্টরগুলিতে নিয়োগের উদ্যোগ রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হয়েছে । সেই সমস্ত নিয়োগকে সামনে রেখেই এবং আরও বিভিন্ন কল্যাণকর প্রকল্পগুলির সুবিধা গ্রাহকদের হাতে তুলে দিতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ।

সাম্প্রতিক বেশকিছু ঘটনার জেরে অস্বস্তিতে রয়েছে রাজ্য সরকার । বিশেষ করে শিক্ষা দুর্নীতি, কয়লা ও গরু পাচার কাণ্ডে অনেকটাই ব্যাকফুটে শাসকদল । সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর জেলায় জেলায় বেকার যুবক-যুবতীদের নিয়োগ সংক্রান্ত সুবিধা প্রদানের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । তার উপর সামনেই পঞ্চায়েত নির্বাচন । তার আগে মুখ্যমন্ত্রীর জেলায় জেলায় এই কর্মসূচি যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে 878.5 কোটি টাকার 95 প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

যদিও মুখ্যমন্ত্রীর দুর্গাপুর সফর সম্পর্কে বিস্তারিত কোনও কিছু এখনও জানানো হয়নি পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে । তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে, দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে সম্ভাব্য এই কর্মসূচি পালিত হবে । সাধারণ মানুষের এই কর্মসূচিতে প্রবেশাধিকার থাকবে না বলেও জানানো হচ্ছে সূত্রের তরফে । প্রশাসনিক কর্তা-ব্যক্তিরা সকলেই থাকবেন । হঠাৎ করে মুখ্যমন্ত্রীর পুজোর আগেই সফরকে ঘিরে উৎফুল্ল শাসক শিবির । তৃণমূল কংগ্রেস ভেতরে-ভেতরে প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে খবর ৷

দুর্গাপুর, 15 সেপ্টেম্বর: দুর্গা পুজোর (Durga Puja 2022) আগে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে যাচ্ছেন ? পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তৎপরতা সেই ইঙ্গিতই দিচ্ছে ৷ স্থান এখনও ঠিক না হলেও চলতি মাসের 20 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুর্গাপুরে যাচ্ছেন - এই কথা মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে (Mamata Banerjee visits Durgapur)।

রাজ্যে সম্প্রতি চাকরিপ্রার্থীদের বিভিন্ন ছোট-বড় কলকারখানা-সহ আইটি সেক্টরগুলিতে নিয়োগের উদ্যোগ রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হয়েছে । সেই সমস্ত নিয়োগকে সামনে রেখেই এবং আরও বিভিন্ন কল্যাণকর প্রকল্পগুলির সুবিধা গ্রাহকদের হাতে তুলে দিতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ।

সাম্প্রতিক বেশকিছু ঘটনার জেরে অস্বস্তিতে রয়েছে রাজ্য সরকার । বিশেষ করে শিক্ষা দুর্নীতি, কয়লা ও গরু পাচার কাণ্ডে অনেকটাই ব্যাকফুটে শাসকদল । সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর জেলায় জেলায় বেকার যুবক-যুবতীদের নিয়োগ সংক্রান্ত সুবিধা প্রদানের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । তার উপর সামনেই পঞ্চায়েত নির্বাচন । তার আগে মুখ্যমন্ত্রীর জেলায় জেলায় এই কর্মসূচি যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে 878.5 কোটি টাকার 95 প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

যদিও মুখ্যমন্ত্রীর দুর্গাপুর সফর সম্পর্কে বিস্তারিত কোনও কিছু এখনও জানানো হয়নি পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে । তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে, দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে সম্ভাব্য এই কর্মসূচি পালিত হবে । সাধারণ মানুষের এই কর্মসূচিতে প্রবেশাধিকার থাকবে না বলেও জানানো হচ্ছে সূত্রের তরফে । প্রশাসনিক কর্তা-ব্যক্তিরা সকলেই থাকবেন । হঠাৎ করে মুখ্যমন্ত্রীর পুজোর আগেই সফরকে ঘিরে উৎফুল্ল শাসক শিবির । তৃণমূল কংগ্রেস ভেতরে-ভেতরে প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.