ETV Bharat / city

INTTUC Factionalism at Durgapur : শিল্পাঞ্চল দুর্গাপুরে আইএনটিটিইউসি-র নতুন কমিটি কি অন্তর্দ্বন্দ্ব বৃদ্ধি করবে ? - Latest News on Durgapur

শিল্পাঞ্চল দুর্গাপুর অতীতে বারবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অন্তর্দ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়েছে (INTTUC Factionalism at Durgapur) ৷ এবার কি কোন্দলের পরিমাণ বাড়তে চলেছে, উঠছে প্রশ্ন (Will INTTUC factionalism increase after formation of new committee?) ৷

will inttuc factionalism increase after formation of new committee
INTTUC Factionalism at Durgapur : শিল্পাঞ্চল দুর্গাপুরে আইএনটিটিইউসি-র নতুন কমিটি কি অন্তর্দ্বন্দ্ব বৃদ্ধি করবে ?
author img

By

Published : Apr 30, 2022, 7:38 PM IST

দুর্গাপুর, 30 এপ্রিল : শিল্পাঞ্চল দুর্গাপুরে একসময় একাধিপত্য ছিল বাম শ্রমিক সংগঠন সিটুর ৷ তৃণমূল জমানায় সেই পরিসর দখল করে নিয়েছে আইএনটিটিইউসি (INTTUC) ৷ সিটুর আমলে অবশ্য কিছুটা হলেও জায়গা ছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন ইনটাকের ৷ কিন্তু এখন তাদের অস্তিত্বই নেই কার্যত ৷

দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত, রাজ্য সরকারের অধীনস্থ এবং বেসরকারি কারখানা রয়েছে অনেক ৷ 2011 সালের পর থেকে এই সমস্ত কলকারখানাগুলিতে শ্রমিক সংগঠনের রাশ আইএনটিটিইউসি-র হাতে চলে যায় । তবে দুর্গাপুরে বিভিন্ন কারখানায় এই ঠিকা শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বারবার উত্তপ্ত হয়েছে দুর্গাপুর (INTTUC Factionalism at Durgapur) । রক্তক্ষরণ হয়েছে বহুবার । বোমাবাজি, শ্রমিক নেতাকে গুলি, কার্যালয় ভাঙচুর, দখলদারির রাজনীতিতে অতিষ্ঠ হয়েছে স্বাভাবিক জনজীবন ।

শিল্পাঞ্চলের শ্রমিক আন্দোলনের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বক্তব্য হল - 2011 থেকে শাসকদলের শ্রমিক সংগঠনের রাশ ছিল তৎকালীন অবিভক্ত বর্ধমান জেলার আইএনটিটিইউসি-র সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়ের হাতে । দোলা সেন ঘনিষ্ঠ এই শ্রমিক নেতা বর্তমানে দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ । প্রভাতবাবুকে সরিয়ে পশ্চিম বর্ধমান জেলার শাসক দলের শ্রমিক সংগঠনের সভাপতি করা হয় প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকে ।

কিন্তু বিশ্বনাথ পাড়িয়াল ও প্রভাত চট্টোপাধ্যায়ের মধ্যে ‘ঠান্ডা লড়াই’ চলতে শুরু করে বলে অভিযোগ ৷ শ্রমিকদের একাংশের দাবি, রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা-সহ বেশ কিছু কারখানায় প্রভাত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিটি বদল করতে পারেননি বিশ্বনাথ পাড়িয়াল । এর জেরে বেশ কয়েকবার এই দুই নেতার অনুগামীদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই দেখেছে দুর্গাপুর । তার জেরে বিরোধীরা সুর চড়িয়েছে ।

এতদিন পর্যন্ত দুর্গাপুর মহকুমায় বিশ্বনাথ পাড়িয়াল বনাম প্রভাত চট্টোপাধ্যায়ের অনুগামীরা নিজেদের মধ্যে কারখানা কাদের দখলে থাকবে, তাই নিয়ে লড়াই চালিয়েছে । এবার আবার শ্রমিক সংগঠনের ছড়ি হাতে তৃতীয় নেতার আগমন হয়েছে । মন্ত্রী মলয় ঘটকের ভাই তথা আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটককে করা হয়েছে আইএনটিটিইউসি-র সভাপতি । অন্যদিকে দোলা সেনকে সরিয়ে রাজ্য সভাপতি হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ।

ফলে দুর্গাপুর শিল্পাঞ্চলেও শাসকদলের শ্রমিক সংগঠনে এবার তৃতীয় শক্তির আগমন ঘটেছে । শ্রমিকদের একাংশের দাবি, অভিজিৎ ঘটক ঘনিষ্ঠরা কোমর বেঁধে নেমে পড়েছেন আসরে, যাতে এবার তাদের হাতে থাকে বিভিন্ন কারখানার শ্রমিক সংগঠনের রাশ । কিন্তু যে যে নেতাদের অনুগামীরা এতদিন পর্যন্ত বিভিন্ন কারখানায় আইএনটিটিইউসি-র কমিটিতে পোক্ত আসনে বসে আছেন, তারা কি সহজেই ছেড়ে দেবেন নিজেদের জায়গা ?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ ভাবমূর্তি তুলে ধরতে দুর্গাপুরে আড্ডা (আসানসোল-দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি)-র কনফারেন্স রুমে মাত্র কয়েকদিন আগেই বিভিন্ন কারখানার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন । সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিইউসি-র জেলা সভাপতি অভিজিৎ ঘটক, বিধায়ক প্রদীপ মজুমদার-সহ অন্যান্যরা ।রাজ্য সভাপতি স্পষ্ট বলেন, নতুন করে কমিটি তৈরি হয়েছে ।

সূত্র মারফত জানা গিয়েছে, সেই কমিটিতে দুর্গাপুরের এক মেয়র পারিষদ-সহ অনেক নতুনদের রাখা হয়েছে । কিন্তু প্রভাত চট্টোপাধ্যায়ের অনুগামীরা কি তাঁদের মেনে নেবেন ? নাকি আবার রক্তক্ষরণ ঘটবে শাসকদলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ?

ইতিমধ্যে কয়েকদিন আগেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারকে কড়া বার্তা দিতে দেখা যায়, যাতে কলকারখানাগুলিতে তোলাবাজি বা কোনওরকম অসুবিধা না হয় সেই বিষয়ে । কিন্তু মুখ্যমন্ত্রীর নবান্নে বসে বলা কথা কি এসে পৌঁছাবে কলকারখানায় বসে থাকা আইএনটিটিইউসি-র প্রতিনিধিদের কানে ?

INTTUC Factionalism at Durgapur : শিল্পাঞ্চল দুর্গাপুরে আইএনটিটিইউসি-র নতুন কমিটি কি অন্তর্দ্বন্দ্ব বৃদ্ধি করবে ?

অতীতেও মুখ্যমন্ত্রীকে কড়া ধমক দিতে দেখা গিয়েছিল শ্রমিক সংগঠনের নেতাদের ৷ কিন্তু তারপরও ছবি বদলায়নি । এবার তো আবার তৃতীয় শক্তির আগমণ দুর্গাপুরে । কালো মেঘ জমছে শিল্পাঞ্চলে শাসকদলের শ্রমিক সংগঠনের আকাশে । এতদিন প্রভাত চট্টোপাধ্যায় বনাম বিশ্বনাথ পাড়িয়াল গোষ্ঠীর লড়াই এবার দুর্গাপুরে অনেকটা ব্যাকফুটে চলে যাওয়া শাসকদলের দুর্গাপুর শিল্পাঞ্চলে নতুন শক্তি অভিজিৎ ঘটকদের তৈরি কমিটির সঙ্গে । কিন্তু তাতে কি দুর্গাপুরে শাসকদল তাদের হারানো জমি পুনরুদ্ধার করতে সক্ষম হবে ? নাকি শাসকদলের এবার ত্রিমুখী লড়াই আরও মারাত্মক চেহারা নেবে ? উঠছে প্রশ্ন ৷

আরও পড়ুন : Indian Oil Bottling Plant Problem : দুর্গাপুরে বটলিং প্ল্যান্টে নতুন গাড়িকে ঢুকতে বাধা, তোলাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দুর্গাপুর, 30 এপ্রিল : শিল্পাঞ্চল দুর্গাপুরে একসময় একাধিপত্য ছিল বাম শ্রমিক সংগঠন সিটুর ৷ তৃণমূল জমানায় সেই পরিসর দখল করে নিয়েছে আইএনটিটিইউসি (INTTUC) ৷ সিটুর আমলে অবশ্য কিছুটা হলেও জায়গা ছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন ইনটাকের ৷ কিন্তু এখন তাদের অস্তিত্বই নেই কার্যত ৷

দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত, রাজ্য সরকারের অধীনস্থ এবং বেসরকারি কারখানা রয়েছে অনেক ৷ 2011 সালের পর থেকে এই সমস্ত কলকারখানাগুলিতে শ্রমিক সংগঠনের রাশ আইএনটিটিইউসি-র হাতে চলে যায় । তবে দুর্গাপুরে বিভিন্ন কারখানায় এই ঠিকা শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বারবার উত্তপ্ত হয়েছে দুর্গাপুর (INTTUC Factionalism at Durgapur) । রক্তক্ষরণ হয়েছে বহুবার । বোমাবাজি, শ্রমিক নেতাকে গুলি, কার্যালয় ভাঙচুর, দখলদারির রাজনীতিতে অতিষ্ঠ হয়েছে স্বাভাবিক জনজীবন ।

শিল্পাঞ্চলের শ্রমিক আন্দোলনের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বক্তব্য হল - 2011 থেকে শাসকদলের শ্রমিক সংগঠনের রাশ ছিল তৎকালীন অবিভক্ত বর্ধমান জেলার আইএনটিটিইউসি-র সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়ের হাতে । দোলা সেন ঘনিষ্ঠ এই শ্রমিক নেতা বর্তমানে দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ । প্রভাতবাবুকে সরিয়ে পশ্চিম বর্ধমান জেলার শাসক দলের শ্রমিক সংগঠনের সভাপতি করা হয় প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকে ।

কিন্তু বিশ্বনাথ পাড়িয়াল ও প্রভাত চট্টোপাধ্যায়ের মধ্যে ‘ঠান্ডা লড়াই’ চলতে শুরু করে বলে অভিযোগ ৷ শ্রমিকদের একাংশের দাবি, রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা-সহ বেশ কিছু কারখানায় প্রভাত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিটি বদল করতে পারেননি বিশ্বনাথ পাড়িয়াল । এর জেরে বেশ কয়েকবার এই দুই নেতার অনুগামীদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই দেখেছে দুর্গাপুর । তার জেরে বিরোধীরা সুর চড়িয়েছে ।

এতদিন পর্যন্ত দুর্গাপুর মহকুমায় বিশ্বনাথ পাড়িয়াল বনাম প্রভাত চট্টোপাধ্যায়ের অনুগামীরা নিজেদের মধ্যে কারখানা কাদের দখলে থাকবে, তাই নিয়ে লড়াই চালিয়েছে । এবার আবার শ্রমিক সংগঠনের ছড়ি হাতে তৃতীয় নেতার আগমন হয়েছে । মন্ত্রী মলয় ঘটকের ভাই তথা আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটককে করা হয়েছে আইএনটিটিইউসি-র সভাপতি । অন্যদিকে দোলা সেনকে সরিয়ে রাজ্য সভাপতি হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ।

ফলে দুর্গাপুর শিল্পাঞ্চলেও শাসকদলের শ্রমিক সংগঠনে এবার তৃতীয় শক্তির আগমন ঘটেছে । শ্রমিকদের একাংশের দাবি, অভিজিৎ ঘটক ঘনিষ্ঠরা কোমর বেঁধে নেমে পড়েছেন আসরে, যাতে এবার তাদের হাতে থাকে বিভিন্ন কারখানার শ্রমিক সংগঠনের রাশ । কিন্তু যে যে নেতাদের অনুগামীরা এতদিন পর্যন্ত বিভিন্ন কারখানায় আইএনটিটিইউসি-র কমিটিতে পোক্ত আসনে বসে আছেন, তারা কি সহজেই ছেড়ে দেবেন নিজেদের জায়গা ?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ ভাবমূর্তি তুলে ধরতে দুর্গাপুরে আড্ডা (আসানসোল-দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি)-র কনফারেন্স রুমে মাত্র কয়েকদিন আগেই বিভিন্ন কারখানার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন । সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিইউসি-র জেলা সভাপতি অভিজিৎ ঘটক, বিধায়ক প্রদীপ মজুমদার-সহ অন্যান্যরা ।রাজ্য সভাপতি স্পষ্ট বলেন, নতুন করে কমিটি তৈরি হয়েছে ।

সূত্র মারফত জানা গিয়েছে, সেই কমিটিতে দুর্গাপুরের এক মেয়র পারিষদ-সহ অনেক নতুনদের রাখা হয়েছে । কিন্তু প্রভাত চট্টোপাধ্যায়ের অনুগামীরা কি তাঁদের মেনে নেবেন ? নাকি আবার রক্তক্ষরণ ঘটবে শাসকদলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ?

ইতিমধ্যে কয়েকদিন আগেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারকে কড়া বার্তা দিতে দেখা যায়, যাতে কলকারখানাগুলিতে তোলাবাজি বা কোনওরকম অসুবিধা না হয় সেই বিষয়ে । কিন্তু মুখ্যমন্ত্রীর নবান্নে বসে বলা কথা কি এসে পৌঁছাবে কলকারখানায় বসে থাকা আইএনটিটিইউসি-র প্রতিনিধিদের কানে ?

INTTUC Factionalism at Durgapur : শিল্পাঞ্চল দুর্গাপুরে আইএনটিটিইউসি-র নতুন কমিটি কি অন্তর্দ্বন্দ্ব বৃদ্ধি করবে ?

অতীতেও মুখ্যমন্ত্রীকে কড়া ধমক দিতে দেখা গিয়েছিল শ্রমিক সংগঠনের নেতাদের ৷ কিন্তু তারপরও ছবি বদলায়নি । এবার তো আবার তৃতীয় শক্তির আগমণ দুর্গাপুরে । কালো মেঘ জমছে শিল্পাঞ্চলে শাসকদলের শ্রমিক সংগঠনের আকাশে । এতদিন প্রভাত চট্টোপাধ্যায় বনাম বিশ্বনাথ পাড়িয়াল গোষ্ঠীর লড়াই এবার দুর্গাপুরে অনেকটা ব্যাকফুটে চলে যাওয়া শাসকদলের দুর্গাপুর শিল্পাঞ্চলে নতুন শক্তি অভিজিৎ ঘটকদের তৈরি কমিটির সঙ্গে । কিন্তু তাতে কি দুর্গাপুরে শাসকদল তাদের হারানো জমি পুনরুদ্ধার করতে সক্ষম হবে ? নাকি শাসকদলের এবার ত্রিমুখী লড়াই আরও মারাত্মক চেহারা নেবে ? উঠছে প্রশ্ন ৷

আরও পড়ুন : Indian Oil Bottling Plant Problem : দুর্গাপুরে বটলিং প্ল্যান্টে নতুন গাড়িকে ঢুকতে বাধা, তোলাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.