ETV Bharat / city

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ - আটক স্ত্রী

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ ৷ দুর্গাপুরের ঘটনায় আটক মৃতের স্ত্রী ও তাঁর বোন ৷ আটক করা হয়েছে স্ত্রীর প্রেমিককেও ৷ মৃতের পরিবারের দাবি, প্রেমিক ও বোনের সাহায্যেই স্বামীকে পিটিয়ে মেরেছেন মহিলা ৷

wb_dur_03_ murder allegation in Durgapur _7204345
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ
author img

By

Published : May 19, 2021, 10:01 PM IST

দুর্গাপুর, 19 মে : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ৷ মৃতের পরিবারের দাবি, খুনে ওই মহিলাকে সাহায্য করেছেন তাঁর বোন ও প্রেমিক ৷ দুর্গাপুরের ঘটনায় অভিযুক্ত তিনজনকেই আটক করেছে পুলিশ ৷

স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম জানে আলম মির্দা ৷ তাঁর স্ত্রী সোফিয়া মির্দা ৷ দুর্গাপুরের রামানুজম এলাকার ইস্পাত কারখানার শ্রমিক আবাসনে ভাড়া থাকেন সোফিয়া ৷ মাঝমধ্য়ে সেখানে তাঁর সঙ্গে দেখা করতে আসতেন স্বামী জানে আলম ৷

জানে আলমের পরিবারের সদস্যদের দাবি, স্বামীর অনুপস্থিতিতে পিরু আনসারি নামে এক ব্য়ক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান সোফিয়া ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সম্পর্কের জেরেই স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয় সোফিয়ার ৷ আর তার ফলেই প্রেমিক ও বোনের সহযোগিতায় স্বামীকে খুন করেন তিনি ৷

খুনের অভিযোগে আটক মৃতের স্ত্রী-সহ তিন ৷

মঙ্গলবার রাতে শ্রমিক আবাসনের কাছেই একটি গাছে জানে আলমের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ তাঁর স্ত্রীর দাবি, তিনি আত্মঘাতী হয়েছেন ৷ যদিও মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ জানে আলমকে পিটিয়ে মারা হয়েছে দাবি করেছেন প্রতিবেশীদের একাংশও ৷

আরও পড়ুন :

ঘটনার পর মৃতের পরিবারের তরফে গোটা বিষয়টি জানানো হয় পুলিশকে ৷ স্থানীয় ফাঁড়িতে লিখিত অভিযোগও দায়ের করা হয় ৷ পরে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ৷ অভিযুক্ত তিনজনকে আটক করে তারা ৷ ঘটনার তদন্ত চলছে ৷

দুর্গাপুর, 19 মে : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ৷ মৃতের পরিবারের দাবি, খুনে ওই মহিলাকে সাহায্য করেছেন তাঁর বোন ও প্রেমিক ৷ দুর্গাপুরের ঘটনায় অভিযুক্ত তিনজনকেই আটক করেছে পুলিশ ৷

স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম জানে আলম মির্দা ৷ তাঁর স্ত্রী সোফিয়া মির্দা ৷ দুর্গাপুরের রামানুজম এলাকার ইস্পাত কারখানার শ্রমিক আবাসনে ভাড়া থাকেন সোফিয়া ৷ মাঝমধ্য়ে সেখানে তাঁর সঙ্গে দেখা করতে আসতেন স্বামী জানে আলম ৷

জানে আলমের পরিবারের সদস্যদের দাবি, স্বামীর অনুপস্থিতিতে পিরু আনসারি নামে এক ব্য়ক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান সোফিয়া ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সম্পর্কের জেরেই স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয় সোফিয়ার ৷ আর তার ফলেই প্রেমিক ও বোনের সহযোগিতায় স্বামীকে খুন করেন তিনি ৷

খুনের অভিযোগে আটক মৃতের স্ত্রী-সহ তিন ৷

মঙ্গলবার রাতে শ্রমিক আবাসনের কাছেই একটি গাছে জানে আলমের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ তাঁর স্ত্রীর দাবি, তিনি আত্মঘাতী হয়েছেন ৷ যদিও মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ জানে আলমকে পিটিয়ে মারা হয়েছে দাবি করেছেন প্রতিবেশীদের একাংশও ৷

আরও পড়ুন :

ঘটনার পর মৃতের পরিবারের তরফে গোটা বিষয়টি জানানো হয় পুলিশকে ৷ স্থানীয় ফাঁড়িতে লিখিত অভিযোগও দায়ের করা হয় ৷ পরে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ৷ অভিযুক্ত তিনজনকে আটক করে তারা ৷ ঘটনার তদন্ত চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.