ETV Bharat / city

দুর্গাপুরে মন্দিরের ঘরে আগুন, তৃণমূল ও BJP-র চাপানউতোর

দুর্গাপুরের গোগলা অঞ্চলের হনুমান মন্দিরের একটি ঘরে আগুন । BJP-র অভিযোগ আগুন লাগিয়েছে তৃণমূলের কর্মী-সমর্থকরা । অন্যদিকে, তৃণমূলের অভিযোগ শাসকদলের ভাবমূর্তি নষ্ট করতে BJP-কর্মীরাই আগুন লাগিয়েছে ।

হনুমান মন্দিরে আগুন
author img

By

Published : Jun 4, 2019, 2:26 PM IST

Updated : Jun 4, 2019, 3:12 PM IST

দুর্গাপুর, 4 জুন: নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা । কোথাও তৃণমূল-BJP সংঘর্ষ, কোথাও পার্টি অফিস দখলকে কেন্দ্র করে অশান্তি । এরই মধ্যে গতকাল দুর্গাপুরের ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে চলে বোমাবাজি । তারপর আগুন লেগে যায় স্থানীয় হনুমান মন্দিরের একটি ঘরে । BJP-র অভিযোগ, এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরাই ঘটনাটি ঘটিয়েছে । অন্যদিকে তৃণমূলের অভিযোগ, শাসকদলের ভাবমূর্তি নষ্ট করতে BJP-কর্মীরা নিজেরাই আগুন লাগিয়েছে ।

সোমবার বিকেলে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাধাইপুর এলাকায় BJP-র পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল । BJP-র অভিযোগ, সভাস্থানে দলীয় পতাকা লাগাতে গেলে বাধা দেয় ফরিদপুর থানার পুলিশ । কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক BJP কর্মী-সমর্থকদের জড়ো হতে দেখে সরে যায় পুলিশ । পুলিশ চলে গেলে পতাকা লাগিয়ে সভা করা হয় । বিজয় মিছিলেও পা মেলান কর্মীরা । BJP-র আরও অভিযোগ, সন্ধ্যায় ফরিদপুর ব্লক তৃণমূল সভাপতি সুজিত মুখার্জি, তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি দুর্জয় বিশ্বাস ও পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারির মদতে এলাকায় তৃণমূলের কর্মী-সমর্থকরা জড়ো হয়ে শুরু করে বোমাবাজি । কাছেই একটি হনুমান মন্দিরের একটি ঘরে আগুন লাগিয়ে দেয় ।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দুর্জয় বিশ্বাসের অভিযোগ, গতকাল মিছিল শেষে তাদের পার্টি অফিসের সামনে বোমাবাজি করে BJP । বিষয়টি ব্লক সভাপতিকে ফোন করে জানানো হয়েছিল । মন্দির লাগোয়া কুঁড়েঘরে BJP আগুন লাগিয়ে দিয়েছিল । এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ।

আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ACP (পূর্ব) আরিশ বিলাল জানান, কে বা কারা আগুন লাগিয়েছে তার তদন্ত চলছে । এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে ।

দুর্গাপুর, 4 জুন: নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা । কোথাও তৃণমূল-BJP সংঘর্ষ, কোথাও পার্টি অফিস দখলকে কেন্দ্র করে অশান্তি । এরই মধ্যে গতকাল দুর্গাপুরের ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে চলে বোমাবাজি । তারপর আগুন লেগে যায় স্থানীয় হনুমান মন্দিরের একটি ঘরে । BJP-র অভিযোগ, এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরাই ঘটনাটি ঘটিয়েছে । অন্যদিকে তৃণমূলের অভিযোগ, শাসকদলের ভাবমূর্তি নষ্ট করতে BJP-কর্মীরা নিজেরাই আগুন লাগিয়েছে ।

সোমবার বিকেলে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাধাইপুর এলাকায় BJP-র পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল । BJP-র অভিযোগ, সভাস্থানে দলীয় পতাকা লাগাতে গেলে বাধা দেয় ফরিদপুর থানার পুলিশ । কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক BJP কর্মী-সমর্থকদের জড়ো হতে দেখে সরে যায় পুলিশ । পুলিশ চলে গেলে পতাকা লাগিয়ে সভা করা হয় । বিজয় মিছিলেও পা মেলান কর্মীরা । BJP-র আরও অভিযোগ, সন্ধ্যায় ফরিদপুর ব্লক তৃণমূল সভাপতি সুজিত মুখার্জি, তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি দুর্জয় বিশ্বাস ও পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারির মদতে এলাকায় তৃণমূলের কর্মী-সমর্থকরা জড়ো হয়ে শুরু করে বোমাবাজি । কাছেই একটি হনুমান মন্দিরের একটি ঘরে আগুন লাগিয়ে দেয় ।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দুর্জয় বিশ্বাসের অভিযোগ, গতকাল মিছিল শেষে তাদের পার্টি অফিসের সামনে বোমাবাজি করে BJP । বিষয়টি ব্লক সভাপতিকে ফোন করে জানানো হয়েছিল । মন্দির লাগোয়া কুঁড়েঘরে BJP আগুন লাগিয়ে দিয়েছিল । এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ।

আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ACP (পূর্ব) আরিশ বিলাল জানান, কে বা কারা আগুন লাগিয়েছে তার তদন্ত চলছে । এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে ।

Intro:ফরিদপুর থানার বনগ্রামে হনুমান মন্দির লাগোয়া ভোগমন্দিরে আগুন । এলাকায় ব্যাপক উত্তেজনা । অভিযোগের তীর তৃণমূলের দিকে

দুর্গাপুরঃ পাণ্ডবেশ্বর বিধান সভার অন্তর্গত মাধাইপুর এলাকায় গতকাল বিকালে বিজেপি র একটা সভা ছিল। সেখানে বিজেপির পতাকা উত্তোলন করতে বাধা দেয় ফরিদপুর থানার পুলিশ বলে অভিযোগ বিজেপির । পরে প্রচুর বিজেপি কর্মী সমর্থক এলাকায় জড়ো হলে পিছু হাটতে বাধ্য হয় পুলিশ । পতাকা লাগানো হয় এবং বিজয় মিছিল ও সভাও করা হয়।
এরপর সন্ধ্যায় তৃণমূলের জেলাপরিষদের খাদ্য কর্মধ্যক্ষ তথা ফরিদপুর ব্লকের টিএমসি সভাপতি সুজিত মুখার্জি,ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের টিএমসি র অঞ্চল সভাপতি দুর্জয় বিশ্বাস ও পান্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিয়ারিরর মদতে এলাকায় তৃণমূলের লোকেরা প্রচুর সংখ্যক জড়ো হয়ে শুরু করে বোমাবাজি।ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয় স্থানীয় একটা হনুমান মন্দির লাগোয়া ভোগমন্দিরে বলে বিজেপির অভিযোগ ।
গোগলা পঞ্চায়েত এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূল বলে অভিযোগ বিজেপির। যদিও টিএমসি র পক্ষ থেকে দুর্জয় বিশ্বাসের অভিযোগ যে,"" এই এলাকায় উন্নয়নের কাজ যেভাবে হয়েছে তাতে মানুষ খুশি। এই এলাকাগুলিতে টিএমসি এবার ভোটে ভালো ফল করেছে।বিজেপি তাই শাসকদলকে কালিমালিপ্ত করতে ওই মন্দির লাগোয়া কুঁড়েঘরে নিজেরাই আগুন লাগিয়ে এই নোংরা রাজনীতি করছে।এই ঘটনার সাথে কোনও টিএমসি কর্মী জড়িত নয়।ধর্মীয় শুড়শুড়ি দিয়ে রাজনীতি করছে বিজেপি। ""গোগলা অঞ্চলে চাপা উত্তেজনা রয়েছে।চলছে পুলিশি টহল।Body:কপিConclusion:কপি
Last Updated : Jun 4, 2019, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.