দুর্গাপুর, 30 জুন : পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় বৃদ্ধা মহিলার মৃতদেহ ৷ দুর্গাপুরের ফরিদপুর থানার কুচডিহি গ্রামের লাউদোহার ঘটনা ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।
জানা গিয়েছে গতকাল সকাল 10টা কুচডিহি গ্রামের ওই পুকুরে স্থানীয় বাসিন্দারা প্রথমে দেহটি ভাসতে দেখেন । খবর দেওয়া হয় ফরিদপুর থানার পুলিশকে । ঘটনাস্থানে পুলিশ গিয়ে পুকুর থেকে উদ্ধার করে দেহটি ৷ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য । জানা গিয়েছে মহিলা ওই এলাকার বাসিন্দা নয় । তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি ৷ পুলিশের অনুমান ওই বৃদ্ধার বয়স আনুমানিক 65 বছর ।
ফরিদপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে । খুন না কী আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ ৷