ETV Bharat / city

ডিপিএল-কে বাঁচাতে বকেয়া বিল আদায়ের আসরে নামল বিদ্যুৎ দফতর - দুর্গাপুর

দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডকে বাঁচাতে এবার আসরে নামল বিদ্যুৎ দফতর ৷ আজ আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পরিষদ ভবনে ডিপিএল এর অধীনস্থ এলাকায় জল এবং বিদ্যুতের বকেয়া টাকা আদায় করতে জরুরি বৈঠক হয় ৷

To save DPL Namal Power Department is in the process of collecting arrears
ডিপিএল-কে বাঁচাতে বকেয়া বিল আদায়ের আসরে নামল বিদ্যুৎ দফতর
author img

By

Published : Jul 6, 2021, 8:46 PM IST

দুর্গাপুর, 6 জুলাই : ধুঁকতে থাকা তাপবিদ্যুৎ কেন্দ্র দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড-কে (DPL) বাঁচানোর উদ্যোগ নিল রাজ্য সরকার ৷ আজ আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পরিষদ ভবনে ডিপিএল এর অধীনস্থ এলাকায় জল এবং বিদ্যুতের বকেয়া টাকা আদায় করতে জরুরি বৈঠক হয় । এদিন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিটি সেন্টারের ভবনে এ নিয়ে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷

রাজ্যের বিদ্যুৎ সচিব এস সুরেশ কুমার এই বৈঠকে নেতৃত্ব দেন ৷ তিনি ছাড়াও দুর্গাপুর পৌরনিগমের মেয়র দিলীপকুমার অগস্থি, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এমডি গৌতম বিশ্বাস, পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল সহ উচ্চপদস্থ আধিকারিরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ৷ ডিপিএলের অধীনস্থ এলাকা থেকে প্রায় 60 কোটি টাকার জল এবং বিদ্যুতের বিল বকেয়া আছে বলে আজকের বৈঠকে জানান এমডি গৌতম বিশ্বাস । এছাড়াও দুর্গাপুরের বণিকসভার বিভিন্ন দাবি-দাওয়াগুলিও এদিনের বৈঠকে আধিকারিকরা শোনেন ।

আরও পড়ুন : কৃষি আইন বাতিল ও বিদ্যুৎ বিল মকুবের দাবিতে বিক্ষোভ বর্ধমানে

পশ্চিম বর্ধমান জেলায় কোথাও বেশি, তো কোথাও কম পরিমাণ বিদ্যুৎ সরবরাহ হচ্ছে ৷ এই সমস্যার জেরে পশ্চিম বর্ধমানের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সমস্যা হচ্ছে ৷ করোনা সংক্রান্ত প্রচারের জন্য স্বাস্থ্য কর্মীরা প্রত্যন্ত এলাকাগুলিতে যেতে পারছেন না ৷ এই সব অভিযোগ নিয়ে আজকের বৈঠকে আলচনা করা হয় বলে জানান পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক বিভু গোয়েল । যদিও আজকের এই বৈঠক নিয়ে বিদ্যুৎ সচিব কোনও মন্তব্য করতে চাননি ৷

দুর্গাপুর, 6 জুলাই : ধুঁকতে থাকা তাপবিদ্যুৎ কেন্দ্র দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড-কে (DPL) বাঁচানোর উদ্যোগ নিল রাজ্য সরকার ৷ আজ আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পরিষদ ভবনে ডিপিএল এর অধীনস্থ এলাকায় জল এবং বিদ্যুতের বকেয়া টাকা আদায় করতে জরুরি বৈঠক হয় । এদিন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিটি সেন্টারের ভবনে এ নিয়ে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷

রাজ্যের বিদ্যুৎ সচিব এস সুরেশ কুমার এই বৈঠকে নেতৃত্ব দেন ৷ তিনি ছাড়াও দুর্গাপুর পৌরনিগমের মেয়র দিলীপকুমার অগস্থি, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এমডি গৌতম বিশ্বাস, পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল সহ উচ্চপদস্থ আধিকারিরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ৷ ডিপিএলের অধীনস্থ এলাকা থেকে প্রায় 60 কোটি টাকার জল এবং বিদ্যুতের বিল বকেয়া আছে বলে আজকের বৈঠকে জানান এমডি গৌতম বিশ্বাস । এছাড়াও দুর্গাপুরের বণিকসভার বিভিন্ন দাবি-দাওয়াগুলিও এদিনের বৈঠকে আধিকারিকরা শোনেন ।

আরও পড়ুন : কৃষি আইন বাতিল ও বিদ্যুৎ বিল মকুবের দাবিতে বিক্ষোভ বর্ধমানে

পশ্চিম বর্ধমান জেলায় কোথাও বেশি, তো কোথাও কম পরিমাণ বিদ্যুৎ সরবরাহ হচ্ছে ৷ এই সমস্যার জেরে পশ্চিম বর্ধমানের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সমস্যা হচ্ছে ৷ করোনা সংক্রান্ত প্রচারের জন্য স্বাস্থ্য কর্মীরা প্রত্যন্ত এলাকাগুলিতে যেতে পারছেন না ৷ এই সব অভিযোগ নিয়ে আজকের বৈঠকে আলচনা করা হয় বলে জানান পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক বিভু গোয়েল । যদিও আজকের এই বৈঠক নিয়ে বিদ্যুৎ সচিব কোনও মন্তব্য করতে চাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.