দুর্গাপুর, 28 ফেব্রুয়ারি : এক মহিলা ও তাঁর ছেলের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল নেতার ভাইপোর বিরুদ্ধে ৷ দুর্গাপুরের কমলপুর এলাকার বাসিন্দা নীলমণি মাড্ডি ও তাঁর ছেলে রঞ্জন মাড্ডিকে আক্রমণের অভিযোগে গতকাল থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। পরে অভিযুক্ত অর্ণব নায়েককে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ ৷
ঘটনার সূত্রপাত 24 ফেব্রুয়ারি ৷ দুর্গাপুর থানার কমলপুরের নীলমণি মাড্ডি ও তাঁর ছেলে রঞ্জন মাড্ডির উপর আক্রমণের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা নিখিল নায়েকের আত্মীয়ের বিরুদ্ধে ৷ নীলমণি মাড্ডির অভিযোগ, তাঁদের বাড়ির সদর দরজার সামনে পাঁচিল তুলে দিয়েছেন নিখিল নায়েকের আত্মীয়রা ৷ এনিয়ে প্রতিবাদ করা হলে তাঁদের উপর চড়াও হয় অভিযুক্ত ৷
ঘটনার পর দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন নীলমণি মাড্ডি ৷ কিন্তু, প্রথমে 72 ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের ধরতে ব্যর্থ হয় পুলিশ ৷ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবিতে গতকাল দুর্গাপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন নীলমণি ৷ সেই সময় আদিবাসী গাঁওতা-র নেতা সুনীল সোরেন হুঁশিয়ারি দেন, অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বিক্ষোভ উঠবে না৷
এদিকে বিক্ষোভের মুখে সাড়ে আট ঘণ্টা পর রাত 10টা 40 মিনিট নাগাদ দুর্গাপুর থানার OC রাজশেখর মুখোপাধ্যায় আশ্বাস দেন, রবিবারের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে ৷ পুলিশি আশ্বাসের পর বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা ৷ বিক্ষোভ উঠে যাওয়ার 10 মিনিটের মধ্যেই মূল অভিযুক্ত অর্ণব নায়েককে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ ৷