ETV Bharat / city

জিতলেন আলুওয়ালিয়া, পুনর্গণনার দাবি তৃণমূলের - বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পুনর্গণনার দাবি করল তৃণমূল । লিখিতভাবে রিটার্নিং অফিসারকে এই দাবি জানানো হয়েছে ।

তৃণমূল কংগ্রেসের পুনর্গণনার দাবি
author img

By

Published : May 23, 2019, 10:48 PM IST

দুর্গাপুর, 23 মে : বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে পুনর্গণনা করা হোক । লিখিতভাবে রিটার্নিং অফিসারের কাছে এই দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল নেতৃত্ব । রাতে জেলা শাসকের অফিসের সামনে মন্ত্রী স্বপন দেবনাথের নেতৃত্বে অবস্থান শুরু হয়েছে ।

সকাল থেকেই এই কেন্দ্রে কখনও তৃণমূল ও BJP প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় । কিন্তু শেষ পর্যন্ত এই কেন্দ্রে গণনা শেষে দেখা যায় 2439 ভোটে জিতেছেন BJP-র সুরিন্দর সিং আলুওয়ালিয়া । জেতার পর তাঁকে নির্বাচন কমিশনের তরফে সার্টিফিকেটও দেওয়া হয় । কিন্তু যখন সুরিন্দর সিং আলুওয়ালিয়া 1839 ভোটে এগিয়ে ছিলেন তখনই তৃণমূলের পক্ষ থেকে এই কেন্দ্রে পুনর্গণনার দাবি জানানো হয় ।

বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতা অরূপ দাস অভিযোগ করেন, "8টি EVM-এর সিল খোলা যায়নি । যদিও সেগুলির VVPAT গণনা করা হয়েছে । কিন্তু আমরা মনে করছি এই কেন্দ্রে যে সমস্ত EVM ছিল তার অনেকগুলিতে গন্ডগোল ছিল । সুতরাং এই ফল আমাদের মনঃপূত হয়নি । তাই আমরা এই কেন্দ্রের সমস্ত ভোটের পুনর্গণনার দাবি জানিয়েছি।" তৃণমূলের কর্মী-সমর্থকরা গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে পুনর্গণনার দাবিতে স্লোগানও তোলেন । রিটার্নিং অফিসার অনুরাগ শ্রীবাস্তব এই বিষয়ে এখনও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি ।

দুর্গাপুর, 23 মে : বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে পুনর্গণনা করা হোক । লিখিতভাবে রিটার্নিং অফিসারের কাছে এই দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল নেতৃত্ব । রাতে জেলা শাসকের অফিসের সামনে মন্ত্রী স্বপন দেবনাথের নেতৃত্বে অবস্থান শুরু হয়েছে ।

সকাল থেকেই এই কেন্দ্রে কখনও তৃণমূল ও BJP প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় । কিন্তু শেষ পর্যন্ত এই কেন্দ্রে গণনা শেষে দেখা যায় 2439 ভোটে জিতেছেন BJP-র সুরিন্দর সিং আলুওয়ালিয়া । জেতার পর তাঁকে নির্বাচন কমিশনের তরফে সার্টিফিকেটও দেওয়া হয় । কিন্তু যখন সুরিন্দর সিং আলুওয়ালিয়া 1839 ভোটে এগিয়ে ছিলেন তখনই তৃণমূলের পক্ষ থেকে এই কেন্দ্রে পুনর্গণনার দাবি জানানো হয় ।

বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতা অরূপ দাস অভিযোগ করেন, "8টি EVM-এর সিল খোলা যায়নি । যদিও সেগুলির VVPAT গণনা করা হয়েছে । কিন্তু আমরা মনে করছি এই কেন্দ্রে যে সমস্ত EVM ছিল তার অনেকগুলিতে গন্ডগোল ছিল । সুতরাং এই ফল আমাদের মনঃপূত হয়নি । তাই আমরা এই কেন্দ্রের সমস্ত ভোটের পুনর্গণনার দাবি জানিয়েছি।" তৃণমূলের কর্মী-সমর্থকরা গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে পুনর্গণনার দাবিতে স্লোগানও তোলেন । রিটার্নিং অফিসার অনুরাগ শ্রীবাস্তব এই বিষয়ে এখনও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি ।

Intro:বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ফল ঘোষণা নিয়ে বারংবার নাটকীয় মোড় দেখা যায়। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 1839 ভোটে এগিয়ে ছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। কিন্তু এর পরেই বাধল বিপত্তি। জয় পরাজয় যখন একেবারে নিশ্চিত হয়ে গেছে তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সমস্ত ভোট পুনর্গণনার লিখিত দাবি জানানো হলো বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার অনুরাগ শ্রীবাস্তব এর কাছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন এই কেন্দ্রের বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করার মুখে, ঠিক সেইসময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ আনা হয়। বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ দাস অভিযোগ করেন, আটটি ই ভি এম মেশিন খোলা যায়নি। যদিও সেগুলির ভিভিপাড গণনা করা হয়েছে। কিন্তু আমরা মনে করছি এই কেন্দ্রের প্রায় সমস্ত বিধানসভার যে ইভিএম মেশিন রয়েছে তার অনেক গুলিতে গন্ডগোল ছিল। সুতরাং এই ফল আমাদের মনঃপুত হয়নি। তাই আমরা এই কেন্দ্রের সমস্ত ভোটের পুনর্গণনার দাবি জানিয়েছি।"" যদিও রিটার্নিং অফিসার অনুরাগ শ্রীবাস্তব এই বিষয়ে এখনো সংবাদমাধ্যমের কাছে কোন কথাই জানাননি। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কে দেখা যায় পুনর্গণনার দাবিতে ভোট গণনা কেন্দ্রের বাইরে স্লোগান দিতে।Body:CopyConclusion:Copy
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.