ETV Bharat / city

দুর্গাপুরে খাদি মেলার উদ্বোধনে বিধায়কের বদলে সাংসদ, শুরু বিতর্ক

author img

By

Published : Dec 16, 2019, 10:45 PM IST

মেলার উদ্যোক্তা কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক হলেও তা আয়োজনের ভার দেওয়া হয় রানিগঞ্জ বণিকসভাকে । কিন্তু ঠিক কী কারণে উদ্বোধনের দিন ও অতিথি বদল হল ? রানিগঞ্জ বণিকসভার এক কর্তা সঞ্জয় ভালোটিয়া বলেন, "আমরা এই বিষয়ে জানি না । মেলার আয়োজনের জন্য আমরা শুধুমাত্র ইভেন্ট ম্যানেজমেন্ট করছি । উদ্যোক্তা খাদি বোর্ড, তাঁরাই বলতে পারবেন ।"

TMC-BJP clash
খাদি মেলার উদ্বোধন ঘিরে রাজনৈতিক তরজা

দুর্গাপুর, 16 ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী স্বরোজগার যোজনা-র অধীনে দুর্গাপুরে খাদি মেলার আয়োজন ঘিরে শুরু রাজনৈতিক তরজা । গত 14 ডিসেম্বর এই মেলা উদ্বোধনের জন্য পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি ও দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থির আসার কথা ছিল । কার্ডও বিলি করা হয়েছিল সেদিনের অনুষ্ঠানের । কিন্তু সেই অনুষ্ঠান 2 দিন পিছিয়ে যায় । আজ মেলার উদ্বোধন করেন বর্ধমান-দুর্গাপুরের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া । আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক ।

মেলার উদ্যোক্তা কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক হলেও তা আয়োজনের ভার দেওয়া হয় রানিগঞ্জ বণিকসভাকে । কিন্তু ঠিক কী কারণে উদ্বোধনের দিন ও অতিথি বদল হল ? রানিগঞ্জ বণিকসভার এক কর্তা সঞ্জয় ভালোটিয়া বলেন, "আমরা এই বিষয়ে জানি না । মেলার আয়োজনের জন্য আমরা শুধুমাত্র ইভেন্ট ম্যানেজমেন্ট করছি । উদ্যোক্তা খাদি বোর্ড, তাঁরাই বলতে পারবেন ।"

শুনুন ETV ভারতের প্রতিনিধি কী বলছেন ।

অনুষ্ঠানে উপস্থিত পশ্চিম বর্ধমান জেলা BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "একটা ভুল বোঝাবুঝি হয়েছে । সাংসদ ব্যস্ত ছিলেন । এটা কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান । তাই সাংসদ থাকবেন এটাই তো স্বাভাবিক ।" যদিও এই রাজনৈতিক বিতর্ক নিয়ে খাদি বোর্ডের কেউ মুখ খুলতে চাননি । অন্যদিকে, তৃণমূল বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি বলেন, "এতে যদি দুর্গাপুরের মানুষের ভালো হয় তো হোক । সুরিন্দরবাবুর নাক উঁচু থাক, আমরা নীচেই থাকলাম । এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে BJP-র সিংহভাগ নেতা-নেত্রীর উপস্থিতিই প্রমাণ করল যে এখন সরকারি মেলাতেও রাজনৈতিক দাদাগিরি চলছে ।"

দুর্গাপুর, 16 ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী স্বরোজগার যোজনা-র অধীনে দুর্গাপুরে খাদি মেলার আয়োজন ঘিরে শুরু রাজনৈতিক তরজা । গত 14 ডিসেম্বর এই মেলা উদ্বোধনের জন্য পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি ও দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থির আসার কথা ছিল । কার্ডও বিলি করা হয়েছিল সেদিনের অনুষ্ঠানের । কিন্তু সেই অনুষ্ঠান 2 দিন পিছিয়ে যায় । আজ মেলার উদ্বোধন করেন বর্ধমান-দুর্গাপুরের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া । আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক ।

মেলার উদ্যোক্তা কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক হলেও তা আয়োজনের ভার দেওয়া হয় রানিগঞ্জ বণিকসভাকে । কিন্তু ঠিক কী কারণে উদ্বোধনের দিন ও অতিথি বদল হল ? রানিগঞ্জ বণিকসভার এক কর্তা সঞ্জয় ভালোটিয়া বলেন, "আমরা এই বিষয়ে জানি না । মেলার আয়োজনের জন্য আমরা শুধুমাত্র ইভেন্ট ম্যানেজমেন্ট করছি । উদ্যোক্তা খাদি বোর্ড, তাঁরাই বলতে পারবেন ।"

শুনুন ETV ভারতের প্রতিনিধি কী বলছেন ।

অনুষ্ঠানে উপস্থিত পশ্চিম বর্ধমান জেলা BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "একটা ভুল বোঝাবুঝি হয়েছে । সাংসদ ব্যস্ত ছিলেন । এটা কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান । তাই সাংসদ থাকবেন এটাই তো স্বাভাবিক ।" যদিও এই রাজনৈতিক বিতর্ক নিয়ে খাদি বোর্ডের কেউ মুখ খুলতে চাননি । অন্যদিকে, তৃণমূল বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি বলেন, "এতে যদি দুর্গাপুরের মানুষের ভালো হয় তো হোক । সুরিন্দরবাবুর নাক উঁচু থাক, আমরা নীচেই থাকলাম । এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে BJP-র সিংহভাগ নেতা-নেত্রীর উপস্থিতিই প্রমাণ করল যে এখন সরকারি মেলাতেও রাজনৈতিক দাদাগিরি চলছে ।"

Intro:কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী swarojgar yojona তে দুর্গাপুরে khadi মেলা আয়োজন কে ঘিরে রাজনৈতিক বিতর্ক, গত 14th ডিসেম্বর এই মেলা উদ্বোধনের জন্য পান্ডবেশ্বরের টিএমসি বিধায়ক Jitendra তিওয়ারি র,দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থির উপস্থিতির কথা ছিল।সেই অনুষ্ঠানের কার্ড বিলি করা হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠান 2 দিন পিছিয়ে গিয়ে সোমবার উদ্বোধন করলেন বিজেপি র বর্ধমান-দুর্গাপুর এর বিজেপি র সাংসদ সুরিন্দর সিংহ আহ্লূওয়ালিয়া।আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।এই মেলার উদ্যোক্তা কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর হলেও তা আয়োজনের ভার দেওয়া হয় রাণীগঞ্জ বনিকসভা।কি কারনে উদ্বোধন এর দিন ও অতিথি বদল? রাণিগঞ্জ বনিক সভার কর্তাব্যাক্তি সঞ্জয় ভালোটিয়া জানান,আমরা এই বিষয়ে জানিনা।আমরা আয়োজন এর জন্য শুধুমাত্র ইভেন্ট ম্যানেজমেন্ট করছি।উদ্যোক্তা খাদি বোর্ড তারাই বলতে পারবেন।অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষন ঘোড়ুই বলেন,একটা ভুলবোঝাবুঝি হয়।সাংসদ ব্যাস্ত ছিলেন।এটা কেন্দ্রীয় সরকারের সংস্থার অনুষ্ঠান। তাই সাংসদ থাকবেন এটাই তো স্বাভাবিক।যদিও এও রাজনৈতিক বিতর্ক নিয়ে খাদি বোর্ডের কেও মুখ খুলতে চাননি।জীতেন্দ্র তিওয়ারি বলেন,আমরা বলছি এতে যদি দুর্গাপুরের মানুষের ভালো হয় তো হোক।সুরিন্দিরবাবুর নাক উঁচু থাক আমরা নীচেই থাকলাম।এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি র সিংহভাগ নেতা-নেত্রীদের উপস্থিতিই প্রমান করল যে এখন সরকারি মেলাতেও রাজনৈতিক "" দাদাগিরি""অব্যাহত।Body:গConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.