ETV Bharat / city

Durgapur Marriage: মূক ও বধির তরুণীর বিয়ে দিলেন 3 গৃহবধূ - বিবাহ

মূক ও বধির এক তরুণীর বিয়ে (Deaf and Dumb Girl Marriage) দিলেন তিনজন গৃহবধূ ৷ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের (Durgapur) ঘটনা ৷ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷

three housewives arranged the marriage for a Deaf and Dumb Girl in Durgapur
Durgapur Marriage: মূক ও বধির তরুণীর বিয়ে দিলেন তিন গৃহবধূ
author img

By

Published : Jul 10, 2022, 3:33 PM IST

দুর্গাপুর, 10 জুলাই: দুস্থ পরিবারের এক মূক ও বধির তরুণীর বিয়ে (Deaf and Dumb Girl Marriage) দিতে এগিয়ে এলেন তিন গৃহবধূ ৷ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের (Durgapur) ঘটনা ৷

যে তিন গৃহবধূ এই বিয়ের উদ্যোগ নিয়েছেন, তাঁরা হলেন মণি চৌধুরী, বুলা মণ্ডল ও শম্পা গিরি ৷ সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন, 34 বছরের ওই মূক ও বধির তরুণী তাঁর মায়ের সঙ্গে থাকেন ৷ তাঁদের অভাবের সংসার ৷ মেয়েটির মা তাঁর বিয়ের চেষ্টা করলেও কোনও লাভ হয়নি ৷ ওই তরুণী মূক ও বধির হওয়ায় কেউই তাঁকে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না বলে দাবি পরিবারের ৷

আরও পড়ুন: Child Marriage: পড়তে চাই ! থানায় গিয়ে নিজের বিয়ে রুখল নাবালিকা

এ কথা জানার পরই ওই তরুণীর জন্য পাত্র খুঁজতে শুরু করেন মণি, বুলারা ৷ তাঁরা এক ব্যক্তিকে আগে থেকেই চিনতেন ৷ তাঁর সঙ্গেই ওই তরুণীর বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন ৷ পাত্র-পাত্রীর পরিবারের সঙ্গে কথা বলা থেকে শুরু করে বিয়ের বাজার-সহ সমস্ত ব্য়বস্থাপনা এই তিন গৃহবধূই সামাল দেন ৷

নতুন জীবনে পদার্পণ মূক ও বধির তরুণীর ৷

শনিবার উলটো রথের দিন চার হাত এক হয় ৷ বিয়ের উদ্যোক্তা তিন গৃহবধূ জানালেন, এই বিয়েতে পাত্রপক্ষ কোনও পণ নেয়নি ৷ পাত্রীর শারীরিক সমস্যা জেনেও তাঁকে বিয়ে করতে রাজি হয়েছেন পাত্র ৷ সকলেরই আশা, নবদম্পতির আগামী জীবন সুখের হবে ৷ এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ৷

দুর্গাপুর, 10 জুলাই: দুস্থ পরিবারের এক মূক ও বধির তরুণীর বিয়ে (Deaf and Dumb Girl Marriage) দিতে এগিয়ে এলেন তিন গৃহবধূ ৷ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের (Durgapur) ঘটনা ৷

যে তিন গৃহবধূ এই বিয়ের উদ্যোগ নিয়েছেন, তাঁরা হলেন মণি চৌধুরী, বুলা মণ্ডল ও শম্পা গিরি ৷ সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন, 34 বছরের ওই মূক ও বধির তরুণী তাঁর মায়ের সঙ্গে থাকেন ৷ তাঁদের অভাবের সংসার ৷ মেয়েটির মা তাঁর বিয়ের চেষ্টা করলেও কোনও লাভ হয়নি ৷ ওই তরুণী মূক ও বধির হওয়ায় কেউই তাঁকে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না বলে দাবি পরিবারের ৷

আরও পড়ুন: Child Marriage: পড়তে চাই ! থানায় গিয়ে নিজের বিয়ে রুখল নাবালিকা

এ কথা জানার পরই ওই তরুণীর জন্য পাত্র খুঁজতে শুরু করেন মণি, বুলারা ৷ তাঁরা এক ব্যক্তিকে আগে থেকেই চিনতেন ৷ তাঁর সঙ্গেই ওই তরুণীর বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন ৷ পাত্র-পাত্রীর পরিবারের সঙ্গে কথা বলা থেকে শুরু করে বিয়ের বাজার-সহ সমস্ত ব্য়বস্থাপনা এই তিন গৃহবধূই সামাল দেন ৷

নতুন জীবনে পদার্পণ মূক ও বধির তরুণীর ৷

শনিবার উলটো রথের দিন চার হাত এক হয় ৷ বিয়ের উদ্যোক্তা তিন গৃহবধূ জানালেন, এই বিয়েতে পাত্রপক্ষ কোনও পণ নেয়নি ৷ পাত্রীর শারীরিক সমস্যা জেনেও তাঁকে বিয়ে করতে রাজি হয়েছেন পাত্র ৷ সকলেরই আশা, নবদম্পতির আগামী জীবন সুখের হবে ৷ এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.