দুর্গাপুর, 17 মে : রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও । কিন্তু তারপরও হুঁশ ফিরছে না পানাগড়ের বাসিন্দাদের । কার্যত লকডাউনের নির্দেশিকা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে বেশ কয়েকজনকে গ্রেফতার করল পুলিশ ৷ করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে রবিবার থেকে শুরু হয়েছে কার্যত লকডাউন ।
আরও পড়ুন : ফিরহাদ হাকিমদের গ্রেফতারের ঘটনায় প্রতিবাদে উত্তাল পূর্ব বর্ধমান
আজ সকাল 10টার পরেও পানাগড় বাজারে অধিকাংশ দোকানই খোলা ছিল । তাই লকডাউন কার্যকর করতে সোমবার পানাগড় বাজারে পথে নামল কাঁকসা থানার পুলিশ । এদিন পানাগড় বাজারের অধিকাংশ ব্যবসায়ী এবং ক্রেতারা যাঁরা মাক্স না পরে দোকানে গিয়েছিলেন তাঁদের আটক করা হয় ৷ পাশাপাশি অনেকে মাস্ক না পড়ে বাইরে অযথা ঘুরে বেড়াচ্ছিলেন ৷ তাঁদেরও পুলিশ গ্রেফতার করেছে ৷ এভাবেই পুলিশকে সারাদিন ধরে পানাগড়ে সক্রিয় হতে দেখা গেল ।