ETV Bharat / city

আট বন্ধুর অনন্য 'প্রচেষ্টা', উপকৃত দরিদ্র, অসহায় মানুষ - durgapur

দুর্গাপুরের B-জ়োন কাশীরাম দাস স্ট্রীট সংলগ্ন বাসস্ট্যান্ড ৷ এখানে বসেই আড্ডা দিতেন আট বন্ধু ৷ গত রবিবার এখানেই তাঁরা দরিদ্রদের হাতে তুলে দেন বস্ত্র ৷ আজও একইভাবে অসহায় মানুষের হাতে জামা-কাপড় তুলে দিলেন 'প্রচেষ্টা'-র সদস্যরা ৷ সেইসঙ্গে দিলেন চা, জল, বিস্কুট ও মিষ্টির প্যাকেট ৷

story of Prachesta of Durgapur
প্রচেষ্টা
author img

By

Published : Dec 8, 2019, 11:36 PM IST

Updated : Dec 9, 2019, 12:08 AM IST

দুর্গাপুর, 8 ডিসেম্বর : সারাদিনের কর্মব্যস্ততার পর বাসস্ট্যান্ডে আড্ডা ৷ আর আড্ডা মারতে মারতেই ভাবনা, সমাজের জন্য ভালো কিছু যদি করা যায় ৷ আর সেই ভাবনার বাস্তবায়ন 'প্রচেষ্টা' ৷ প্রতিবেশী-পরিচিতদের বাড়ি বাড়ি গিয়ে আবেদন, "ব্যবহার করেন না এমন বস্ত্র দিন ৷ " সেই বস্ত্র সংগ্রহ করে দরিদ্রদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন ওরা ৷

দুর্গাপুরের B-জ়োন কাশীরাম দাস স্ট্রীট সংলগ্ন বাসস্ট্যান্ড ৷ এখানে বসেই আড্ডা দিতেন আট বন্ধু ৷ গত রবিবার এখানেই তাঁরা দরিদ্রদের হাতে তুলে দেন বস্ত্র ৷ আজও একইভাবে অসহায় মানুষের হাতে জামা-কাপড় তুলে দিলেন 'প্রচেষ্টা'-র সদস্যরা ৷ সেইসঙ্গে দিলেন চা, জল, বিস্কুট ও মিষ্টির প্যাকেট ৷

দেখুন ভিডিয়ো...

'প্রচেষ্টা'-র অন্যতম সদস্য কৌশিক মুখার্জি বলেন, "আমরা সাত-আটজন বন্ধু মিলে কাজের পর এখানে আড্ডা দিতাম ৷ হঠাৎ সবার মাথায় এল কিছু করা দরকার ৷ শীত আসছে ৷ অনেকেই শীতে গরম পোশাক পরতে পারে না ৷ সেই ভেবে প্রথমে আমরা নিজেরা কিছু জামা-কাপড় সংগ্রহ করলাম ৷ তারপর পাড়ায় পাড়ায় গিয়ে ক্যাম্পেন করলাম ৷ সাড়া পেলাম ৷ এরপর এক জায়গায় সব জামা-কাপড় সংগ্রহ করলাম ৷ অনেকে নতুন শাড়ি, জামা তুলে দিয়েছেন ৷ আমরা জামা-কাপড়ের সঙ্গে একটু চা, জল, বিস্কুট, মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছি ৷ আজ দ্বিতীয় রবিবার আমরা সবার হাতে এগুলো তুলে দিচ্ছি ৷ " তিনি আরও বলেন, "আমরা চেষ্টা করছি, আগামীদিনে যেন আরও প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের হাতে জামা-কাপড় তুলে দিতে পারি ৷ "

'প্রচেষ্টা'-র সদস্যদের তরফে জানা গেল, আটজন বন্ধু মিলে শুরু করেছিলেন এই কাজ ৷ কিন্তু এখন তাঁদের পাশে রয়েছেন আরও 100 জন ৷ অনেকে নানা ভাবে সাহায্য করছেন ৷

দুর্গাপুর, 8 ডিসেম্বর : সারাদিনের কর্মব্যস্ততার পর বাসস্ট্যান্ডে আড্ডা ৷ আর আড্ডা মারতে মারতেই ভাবনা, সমাজের জন্য ভালো কিছু যদি করা যায় ৷ আর সেই ভাবনার বাস্তবায়ন 'প্রচেষ্টা' ৷ প্রতিবেশী-পরিচিতদের বাড়ি বাড়ি গিয়ে আবেদন, "ব্যবহার করেন না এমন বস্ত্র দিন ৷ " সেই বস্ত্র সংগ্রহ করে দরিদ্রদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন ওরা ৷

দুর্গাপুরের B-জ়োন কাশীরাম দাস স্ট্রীট সংলগ্ন বাসস্ট্যান্ড ৷ এখানে বসেই আড্ডা দিতেন আট বন্ধু ৷ গত রবিবার এখানেই তাঁরা দরিদ্রদের হাতে তুলে দেন বস্ত্র ৷ আজও একইভাবে অসহায় মানুষের হাতে জামা-কাপড় তুলে দিলেন 'প্রচেষ্টা'-র সদস্যরা ৷ সেইসঙ্গে দিলেন চা, জল, বিস্কুট ও মিষ্টির প্যাকেট ৷

দেখুন ভিডিয়ো...

'প্রচেষ্টা'-র অন্যতম সদস্য কৌশিক মুখার্জি বলেন, "আমরা সাত-আটজন বন্ধু মিলে কাজের পর এখানে আড্ডা দিতাম ৷ হঠাৎ সবার মাথায় এল কিছু করা দরকার ৷ শীত আসছে ৷ অনেকেই শীতে গরম পোশাক পরতে পারে না ৷ সেই ভেবে প্রথমে আমরা নিজেরা কিছু জামা-কাপড় সংগ্রহ করলাম ৷ তারপর পাড়ায় পাড়ায় গিয়ে ক্যাম্পেন করলাম ৷ সাড়া পেলাম ৷ এরপর এক জায়গায় সব জামা-কাপড় সংগ্রহ করলাম ৷ অনেকে নতুন শাড়ি, জামা তুলে দিয়েছেন ৷ আমরা জামা-কাপড়ের সঙ্গে একটু চা, জল, বিস্কুট, মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছি ৷ আজ দ্বিতীয় রবিবার আমরা সবার হাতে এগুলো তুলে দিচ্ছি ৷ " তিনি আরও বলেন, "আমরা চেষ্টা করছি, আগামীদিনে যেন আরও প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের হাতে জামা-কাপড় তুলে দিতে পারি ৷ "

'প্রচেষ্টা'-র সদস্যদের তরফে জানা গেল, আটজন বন্ধু মিলে শুরু করেছিলেন এই কাজ ৷ কিন্তু এখন তাঁদের পাশে রয়েছেন আরও 100 জন ৷ অনেকে নানা ভাবে সাহায্য করছেন ৷

Intro:সারাদিন কাজের পরে বাসস্ট্যান্ড এ বসে আটজন বন্ধুর আড্ডা থেকেই হটাৎ ভাবনা সমাজের জন্য ভালো কিছু করার।আর সেইদিনেই "" প্রচেষ্টা""নামকরণ করে বেরিয়ে পড়া পাড়ায় পাড়ায় পরিচিতদের কাছে প্রথমে তারপর পরিচিতদের পরিচিতদের বাড়ি বাড়ি। সবার কাছে আবেদন আপনাদের বাড়ির সদস্যরা ব্যাবহার করেন না এমন বস্ত্র দিন।আর গত দুই রবিবার ছুটির দিনে দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোন কাশীরাম দাস স্ট্রীটে বাসস্ট্যান্ড যেখানে তারা আড্ডা দেয়, সেখানেই চলছে দীন-দরিদ্র মানুষদের সেই বস্ত্র দান।
আটজনের "" প্রচেষ্টা "" দীন-দরিদ্র অসহায় বহু মানুষ এই শীতের সময় বস্ত্রহীন থাকার কারনে দারুন কষ্টে কাটান।তাই গত রবিবার তারা স্থানীয় বস্তীর বাসিন্দাদের বস্ত্র দিয়েছিলেন,সাথে চা-বিস্কুট এবং মিষ্টির প্যাকেট। আর এই রবিবার তাদের এক বন্ধুর বাসে বসিয়ে দুর-দুরান্ত থেকে দরিদ্র মানুষদের এনে তাদের কে দিলেন বস্ত্র।ওই আটজন বৃহস্পতিবার থেকে শনিবার কাজের ফাঁকে বস্ত্র জোগাড় করছেন।তা পরিষ্কার করে রবিবার সেই বস্ত্র তুলে দিচ্ছেন মানুষের হাতে।সেই বস্ত্র ঝুলিয়ে দেওয়া হচ্ছে বাসস্ট্যান্ড এ।সেখান থেকে নিজেরাই বাছাই করছে সেই বস্ত্র।প্রচেষ্টার অন্যতম সদস্য কৌশিক মুখার্জি জানালেন,""আমরা আটজন আছি কিন্তু আমাদের সাথে ১০০ জনের বেশি আছেন যারা সাহায্য করছেন। কারো কাছে অর্থসাহায্য চাইছি না।সবাইকে বলছি শুধু আপনার বাড়ির ব্যাবহার করেন না এমন বস্ত্র দিন।অনেকেই নতুন বস্ত্র দিয়ে দিচ্ছেন।দুই রবিবার এই বস্ত্রদান হল।এই কাজ চলবে।""Body:গConclusion:গ
Last Updated : Dec 9, 2019, 12:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.