ETV Bharat / city

প্রচারে বাধা সত্ত্বেও জয়ী সৌমিত্র - durgapur

আদালতের নির্দেশে জেলায় প্রচার করতে না পারলেও বিষ্ণুপুর থেকে জয়ী BJP প্রার্থী সৌমিত্র খাঁ ।

সৌমিত্র খাঁ
author img

By

Published : May 23, 2019, 9:27 PM IST

দুর্গাপুর, 23 মে : আদালতের নির্দেশে নিজের জেলায় ঢুকতে পারেননি। পারেননি প্রচার করতেও । কিন্তু তা সত্ত্বেও বিপুল জয় পেলেন বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁ । যা এককথায় অভাবনীয় বলে মনে করছে রাজনৈতিক মহল । সাম্প্রতিক অতীতে রাজ্যে এর আগে এমন দৃষ্টান্ত আর কোনও প্রার্থীর ক্ষেত্রে রয়েছে বলে মনে করতে পারছে না কেউ ।

মুকুল রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন সৌমিত্র । দলত্যাগের পরেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা করা হয় বাঁকুড়া জেলার বিভিন্ন থানায় । এই সমস্ত মামলার জেরে বাঁকুড়া জেলায় তাঁর প্রবেশ নিষিদ্ধ করে হাইকোর্ট ।

এবার লোকসভা ভোটে বিষ্ণুপুর কেন্দ্র থেকে BJP-র প্রার্থী হন তিনি । কিন্তু আদালতের নির্দেশের জেরে নিজের জেলায় ঢুকতে পারেননি তিনি । বিষ্ণুপুর কেন্দ্রটির সিংহভাগ বাঁকুড়া জেলায় । তাই নিজের কেন্দ্রের অধিকাংশ এলাকায় তিনি ভোটের আগে প্রচার করতে পারেননি ।

দুর্গাপুরের একটি হোটেলে থেকে প্রচারের কাজ সামলেছেন তিনি । আর তাঁর হয়ে বিষ্ণুপুর কেন্দ্রে দিন-রাত প্রচার করে গেছেন স্ত্রী সুজাতা । আজ ফল প্রকাশের পর দেখা গেল বিষ্ণুপুরের মানুষ প্রচারে সৌমিত্র খাঁকে কাছে না পেলেও ঝুলি উপুড় করে ভোট দিয়েছেন । সৌমিত্র খাঁ আজ তাঁর জয়ের পর দুর্গাপুরের হোটেলে বসে বলেন, "বিষ্ণুপুরের মানুষকে নতমস্তকে প্রণাম জানাই ।"

দুর্গাপুর, 23 মে : আদালতের নির্দেশে নিজের জেলায় ঢুকতে পারেননি। পারেননি প্রচার করতেও । কিন্তু তা সত্ত্বেও বিপুল জয় পেলেন বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁ । যা এককথায় অভাবনীয় বলে মনে করছে রাজনৈতিক মহল । সাম্প্রতিক অতীতে রাজ্যে এর আগে এমন দৃষ্টান্ত আর কোনও প্রার্থীর ক্ষেত্রে রয়েছে বলে মনে করতে পারছে না কেউ ।

মুকুল রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন সৌমিত্র । দলত্যাগের পরেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা করা হয় বাঁকুড়া জেলার বিভিন্ন থানায় । এই সমস্ত মামলার জেরে বাঁকুড়া জেলায় তাঁর প্রবেশ নিষিদ্ধ করে হাইকোর্ট ।

এবার লোকসভা ভোটে বিষ্ণুপুর কেন্দ্র থেকে BJP-র প্রার্থী হন তিনি । কিন্তু আদালতের নির্দেশের জেরে নিজের জেলায় ঢুকতে পারেননি তিনি । বিষ্ণুপুর কেন্দ্রটির সিংহভাগ বাঁকুড়া জেলায় । তাই নিজের কেন্দ্রের অধিকাংশ এলাকায় তিনি ভোটের আগে প্রচার করতে পারেননি ।

দুর্গাপুরের একটি হোটেলে থেকে প্রচারের কাজ সামলেছেন তিনি । আর তাঁর হয়ে বিষ্ণুপুর কেন্দ্রে দিন-রাত প্রচার করে গেছেন স্ত্রী সুজাতা । আজ ফল প্রকাশের পর দেখা গেল বিষ্ণুপুরের মানুষ প্রচারে সৌমিত্র খাঁকে কাছে না পেলেও ঝুলি উপুড় করে ভোট দিয়েছেন । সৌমিত্র খাঁ আজ তাঁর জয়ের পর দুর্গাপুরের হোটেলে বসে বলেন, "বিষ্ণুপুরের মানুষকে নতমস্তকে প্রণাম জানাই ।"

Intro:দুর্গাপুর : বাইরে থেকে ভোট লড়েও বিপুল জয় পেলেন বিষ্ণুপুরের বিদ্রোহী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তৃণমূল কংগ্রেস বিদায়ী সাংসদ মুকুল রায়ের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান সৌমিত্র খাঁ। কিন্তু তারপর একের পর এক মামলা তার বিরুদ্ধে করা হয় বাঁকুড়া জেলার বিভিন্ন থানায়। শেষমেষ হাইকোর্টের নির্দেশে বাঁকুড়া জেলায় তার প্রবেশ অধিকার বন্ধ ছিল। বিজেপির পক্ষ থেকে তাকেই বিষ্ণুপুরের প্রার্থী করা হয় এবারের লোকসভা নির্বাচনে। ভোট প্রচার করতে যেতে পারেননি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিংহভাগ এলাকায়। দুর্গাপুরের বেসরকারি হোটেলে বসে দিন রাত কাটিয়েছেন ডাকাবুকো এই নেতা। তার হয়ে প্রচারে নামছে দেখা গিয়েছিল তার স্ত্রী সুজাতা খাঁ কে।সৌমিত্র খাঁ শেষমেষ সাফল্য পেলেন। বিষ্ণুপুরের মানুষ প্রচারে সৌমিত্র খাঁ কে কাছে না পেলেও দুহাত ভরে আশীর্বাদ করলেন। সৌমিত্র খাঁ আজ তার জয়ের পর দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে বসে বিষ্ণুপুরের মানুষকে নত মস্তকে প্রণাম জানালেন।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.