দুর্গাপুর, 23 মে : আদালতের নির্দেশে নিজের জেলায় ঢুকতে পারেননি। পারেননি প্রচার করতেও । কিন্তু তা সত্ত্বেও বিপুল জয় পেলেন বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁ । যা এককথায় অভাবনীয় বলে মনে করছে রাজনৈতিক মহল । সাম্প্রতিক অতীতে রাজ্যে এর আগে এমন দৃষ্টান্ত আর কোনও প্রার্থীর ক্ষেত্রে রয়েছে বলে মনে করতে পারছে না কেউ ।
মুকুল রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন সৌমিত্র । দলত্যাগের পরেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা করা হয় বাঁকুড়া জেলার বিভিন্ন থানায় । এই সমস্ত মামলার জেরে বাঁকুড়া জেলায় তাঁর প্রবেশ নিষিদ্ধ করে হাইকোর্ট ।
এবার লোকসভা ভোটে বিষ্ণুপুর কেন্দ্র থেকে BJP-র প্রার্থী হন তিনি । কিন্তু আদালতের নির্দেশের জেরে নিজের জেলায় ঢুকতে পারেননি তিনি । বিষ্ণুপুর কেন্দ্রটির সিংহভাগ বাঁকুড়া জেলায় । তাই নিজের কেন্দ্রের অধিকাংশ এলাকায় তিনি ভোটের আগে প্রচার করতে পারেননি ।
দুর্গাপুরের একটি হোটেলে থেকে প্রচারের কাজ সামলেছেন তিনি । আর তাঁর হয়ে বিষ্ণুপুর কেন্দ্রে দিন-রাত প্রচার করে গেছেন স্ত্রী সুজাতা । আজ ফল প্রকাশের পর দেখা গেল বিষ্ণুপুরের মানুষ প্রচারে সৌমিত্র খাঁকে কাছে না পেলেও ঝুলি উপুড় করে ভোট দিয়েছেন । সৌমিত্র খাঁ আজ তাঁর জয়ের পর দুর্গাপুরের হোটেলে বসে বলেন, "বিষ্ণুপুরের মানুষকে নতমস্তকে প্রণাম জানাই ।"