ETV Bharat / city

দীর্ঘদিন পর বাজারে দোকানপাট খুলতেই উধাও সামাজিক দূরত্ব - Orange Zone

যেগুলি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান সেগুলিকে "এ" ক্যাটাগরিতে ফেলা হয় । ওই দোকানগুলি দুপুর দু'টো পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

Durgapur
ছবি
author img

By

Published : May 6, 2020, 8:23 PM IST

দুর্গাপুর, 6 মে : দীর্ঘ লকডাউনে বাজার-হাট প্রায় বন্ধ ছিল । নিত্যপ্রয়োজনীয় নয়, এমন সামগ্রীর দোকান এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল । শেষে শর্তসাপেক্ষে আজ থেকে খুলে গেল দোকানগুলি । আর দোকান খুলতেই হেলায় উড়িয়ে দিতে দেখা গেল সামাজিক দূরত্ব । দুর্গাপুরের পানাগড় বাজার থেকে শুরু করে বেনাচিতি বাজার সর্বত্রই ছবিটা ছিল একইরকম ।

দেশজুড়ে কোরোনা সংক্রমণ ঠেকানোর জন্য লকডাউনের পথে যেতে হয় কেন্দ্র ও রাজ্যগুলিকে । আর এই লকডাউনের জেরে বাজার-হাট বন্ধ রাখতে হয় মাসাধিককাল । কোরোনা ভাইরাস সংক্রমণের নিরিখে রেড ,অরেঞ্জ ও গ্রিন জ়োনে ভাগ করা হয় বিভিন্ন জেলাগুলিকে। পশ্চিম বর্ধমান জেলা অরেঞ্জ জ়োনে চিহ্নিত হয় ।

গতকাল বিভিন্ন বণিকসভার সঙ্গে দুর্গাপুর মহকুমা প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের আলোচনার পর দুর্গাপুরে বিভিন্ন বাজারগুলিতে দু'টি ক্যাটাগরিতে দোকানগুলিকে ভাগ করা হয় । যেগুলি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান সেগুলিকে "এ" ক্যাটাগরিতে ফেলা হয় । ওই দোকানগুলি দুপুর দু'টো পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে । অন্যদিকে "এ" ক্যাটাগরিভুক্ত হয় এতদিন পর্যন্ত যে দোকানগুলি বন্ধ ছিল যেমন, হার্ডওয়ার এন্ড ইলেকট্রিক, স্পেয়ার পার্টস ও বিভিন্ন ধরনের শোরুমগুলি ।

দুপুর দু'টো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা হয়"" বি"" ক্যাটাগরিভুক্ত দোকানগুলি । রেফ্রিজারেটর, TV , AC , সোনা, মোবাইল, পেপার গুডস ,প্রিন্টিং প্রেস, ঘড়ির এবং ফার্নিচারের দোকান এই ক্যাটেগরিভুক্ত । শুধুমাত্র সেলুন ,স্পা, বিউটি পার্লার এবং লন্ড্রি বন্ধ রাখতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে । বন্ধ রাখা হবে চা ,পান ,বিড়ির দোকানও ।

প্রশাসনিক নির্দেশিকা মেনেই আজ দুর্গাপুর মহকুমার বিভিন্ন বাজার গুলি খুলে যায় । মূলত দুপুরের পর থেকে দুর্গাপুরের পানাগড় বাজারে দেখা যায় মানুষের ভিড় । দুর্গাপুরের বেনাচিতি বাজারে ভিড় ছিল চোখে পড়ার মতো । কিন্তু দোকান খোলার পর আর সামাজিক দূরত্ব মানল না আমজনতা । প্রশাসনের নির্দেশিকা, যদি কোনও দোকানে সামাজিক দূরত্ব না মানা হয় তাহলে, সেই দোকান প্রশাসন বন্ধ করে দেবে । তবে বাজারগুলিতে আজ দুপুরের পর থেকে প্রশাসনকে নীরব দর্শকের ভূমিকাতেই দেখা গেল ।

দুর্গাপুর, 6 মে : দীর্ঘ লকডাউনে বাজার-হাট প্রায় বন্ধ ছিল । নিত্যপ্রয়োজনীয় নয়, এমন সামগ্রীর দোকান এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল । শেষে শর্তসাপেক্ষে আজ থেকে খুলে গেল দোকানগুলি । আর দোকান খুলতেই হেলায় উড়িয়ে দিতে দেখা গেল সামাজিক দূরত্ব । দুর্গাপুরের পানাগড় বাজার থেকে শুরু করে বেনাচিতি বাজার সর্বত্রই ছবিটা ছিল একইরকম ।

দেশজুড়ে কোরোনা সংক্রমণ ঠেকানোর জন্য লকডাউনের পথে যেতে হয় কেন্দ্র ও রাজ্যগুলিকে । আর এই লকডাউনের জেরে বাজার-হাট বন্ধ রাখতে হয় মাসাধিককাল । কোরোনা ভাইরাস সংক্রমণের নিরিখে রেড ,অরেঞ্জ ও গ্রিন জ়োনে ভাগ করা হয় বিভিন্ন জেলাগুলিকে। পশ্চিম বর্ধমান জেলা অরেঞ্জ জ়োনে চিহ্নিত হয় ।

গতকাল বিভিন্ন বণিকসভার সঙ্গে দুর্গাপুর মহকুমা প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের আলোচনার পর দুর্গাপুরে বিভিন্ন বাজারগুলিতে দু'টি ক্যাটাগরিতে দোকানগুলিকে ভাগ করা হয় । যেগুলি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান সেগুলিকে "এ" ক্যাটাগরিতে ফেলা হয় । ওই দোকানগুলি দুপুর দু'টো পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে । অন্যদিকে "এ" ক্যাটাগরিভুক্ত হয় এতদিন পর্যন্ত যে দোকানগুলি বন্ধ ছিল যেমন, হার্ডওয়ার এন্ড ইলেকট্রিক, স্পেয়ার পার্টস ও বিভিন্ন ধরনের শোরুমগুলি ।

দুপুর দু'টো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা হয়"" বি"" ক্যাটাগরিভুক্ত দোকানগুলি । রেফ্রিজারেটর, TV , AC , সোনা, মোবাইল, পেপার গুডস ,প্রিন্টিং প্রেস, ঘড়ির এবং ফার্নিচারের দোকান এই ক্যাটেগরিভুক্ত । শুধুমাত্র সেলুন ,স্পা, বিউটি পার্লার এবং লন্ড্রি বন্ধ রাখতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে । বন্ধ রাখা হবে চা ,পান ,বিড়ির দোকানও ।

প্রশাসনিক নির্দেশিকা মেনেই আজ দুর্গাপুর মহকুমার বিভিন্ন বাজার গুলি খুলে যায় । মূলত দুপুরের পর থেকে দুর্গাপুরের পানাগড় বাজারে দেখা যায় মানুষের ভিড় । দুর্গাপুরের বেনাচিতি বাজারে ভিড় ছিল চোখে পড়ার মতো । কিন্তু দোকান খোলার পর আর সামাজিক দূরত্ব মানল না আমজনতা । প্রশাসনের নির্দেশিকা, যদি কোনও দোকানে সামাজিক দূরত্ব না মানা হয় তাহলে, সেই দোকান প্রশাসন বন্ধ করে দেবে । তবে বাজারগুলিতে আজ দুপুরের পর থেকে প্রশাসনকে নীরব দর্শকের ভূমিকাতেই দেখা গেল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.