দুর্গাপুর, 1 অক্টোবর: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে বয়স্ক নাগরিকদের জন্য 'নমন' নামের পরিষেবা বহু আগেই শুরু হয়েছে । আজ ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে-তে দুর্গাপুর সিটি সেন্টার চতুরঙ্গ ময়দানে প্রবীণ নাগরিকদের সম্মান জানানো হল দুর্গাপুর মহিলা থানার উদ্যোগে । পাশাপাশি চতুরঙ্গ ময়দানে বসানো CCTV ও তার কন্ট্রোলরুমের উদ্বোধন হল একই সঙ্গে ।
সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে প্রবীণ নাগরিকদের নিয়ে 'নমন' অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সচেতনতা শিবিরের আয়োজন করা হয় আজ । উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP(পুর্ব) অভিষেক গুপ্তা, দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে, দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়সহ প্রশাসনিক আধিকারিকরা । আজ সকল প্রবীণ নাগরিকদের কোরোনা নিয়ে সচেতন করা হয় । পাশাপাশি দুর্গা পুজোয় কীভাবে সচেতন থাকতে হবে তা নিয়েও আলোচনা হয় ।সিটি সেন্টার এলাকায় অসামাজিক কার্যকলাপ রুখতে চতুরঙ্গ ময়দান চত্বরে ছয়টি CCTV-র কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয় । উদ্বোধন করেন অভিষেক গুপ্তা ।
প্রবীণ দম্পতি বা কোনও একাকি প্রবীণ কোনওরকম অসুবিধায় পড়লে পুলিশের পক্ষ থেকে সমস্ত পরিষেবা দেওয়া হয় । 'নমন' আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক অভিনব উদ্যোগ । এই পরিষেবার মধ্যে দিয়ে বহু অসহায় প্রবীণ নাগরিককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকর্মীরা ।