দুর্গাপুর, 15 ডিসেম্বর : দুর্গাপুর নিউটাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর ফুলঝোড় মোড় সংলগ্ন শরৎপল্লি এলাকা ৷ সেখানেই একটি আবাসনে দু'টি ঘর ভাড়া নিয়ে থাকেন এক মহিলা ৷ পেশায় মেক-আপ আর্টিস্ট ৷ স্থানীয়দের অভিযোগ, রোজ রাতে ওই দু'টি ঘরে বসে মধুচক্রের আসর ৷ মাঝরাত পর্যন্ত অচেনা ব্যক্তিদের আনাগোনা লেগে থাকে ৷ বিষয়টি বারবার আবাসনের মালিককে জানানো হয়েছে। কিন্তু, তিনি আমল দেননি বলে অভিযোগ ৷ এরপরই গতরাতে ফের একই ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়েন আবাসনের ভাড়াটিয়ারা ৷
রাতে ওই মহিলাকে আবাসন থেকে সরানোর দাবিতে সরব হন আবাসিকরা ৷ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে যান আবাসনের মালিক ৷ তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান আবাসিকরা ৷ ফুলঝোড় মোড়ের কাছে দীর্ঘক্ষণ রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হয় । প্রায় আধ ঘণ্টা রাস্তায় বাঁশ, চেয়ার রেখে বিক্ষোভ চলে ৷ শরৎপল্লির বাসিন্দাদের অভিযোগ, "ওই মহিলা আবাসনে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসায় ৷ যার জেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ।"
অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে আসে নিউটাউনশিপ থানার পুলিশ । যদিও, পুলিশ আসার আগেই ঘটনাস্থান থেকে পালিয়ে যায় ওই মহিলা । বিক্ষোভকারীরা পুলিশকে জানায় যতক্ষণ না পর্যন্ত ওই মহিলাকে আবাসন থেকে তাড়ানো হবে ততক্ষণ রাস্তা অবরোধ করে থাকবেন তাঁরা । অবশেষে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে ।
আরও পড়ুন : মধুচক্র চালানোর অভিযোগে পোস্টার বিজেপি নেতার বিরুদ্ধে
দুর্গাপুর সিটিসেন্টার এলাকায় বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসা চালানোর অভিযোগ রয়েছে ওই মহিলার বিরুদ্ধে । সিটিসেন্টারের বেশ কিছু পার্লারে চলে দেহ ব্যাবসার রমরমা কারবার ৷ কিন্তু স্থানীয়দের অভিযোগ, লকডাউনের জেরে দীর্ঘ সময় পার্লার বন্ধ থাকায় সেই আসর এখন উঠে এসেছে বাড়িতে ।