ETV Bharat / city

Renu wants to meet Mamata : ‘তুমি মায়ের মতোই ভাল’, মমতাময়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান রেণু

মায়ের মতো পাশে দাঁড়ানোর কথা শুনে রীতিমতো আপ্লুত রেণু এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করলেন (Renu Khatun wants to meet Mamata Banerjee) ৷

Renu wants to meet Mamata Update
মমতাময়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান রেণু
author img

By

Published : Jun 9, 2022, 7:03 PM IST

Updated : Jun 9, 2022, 8:58 PM IST

দুর্গাপুর, 8 জুন : ‘‘আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই ।’’ মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে রীতিমতো আপ্লুত রেণু খাতুন ৷ এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করলেন তিনি (Renu Khatun wants to meet Mamata Banerjee) ৷

পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা রেণু খাতুন ৷ তিনি সরকারি নার্সের চাকরি পেয়েছেন ৷ কিন্তু চাকরি করলে তিনি সংসার করবেন এই সন্দেহের বশে তাঁর স্বামী হাত কেটে নেন ৷ বুধবার এই নিয়ে মুখ্যমন্ত্রী জানান, মোট তিনভাবে রেণুকে সাহায্য করা হবে । প্রথমত, রেণুকে একটি কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা করা হবে ৷ পাশাপাশি যেহেতু প্যানেলে তাঁর নাম 22 নম্বরে আছে, ফলে এক জায়গায় বসে তিনি কাজ করতে পারবেন, এমন কোনও কাজই তাঁকে দেওয়া হবে । আর তাঁর চিকিৎসার খরচ ফিরিয়ে দেওয়া হবে সরকারের তরফে ৷

তা শুনে রেণুও বলেছিলেন, ‘‘তিনি (মুখ্যমন্ত্রী) মায়ের মতো আমার কষ্ট, যন্ত্রণা অনুভব করেছেন । আমি চাই দোষীদের কঠোর শাস্তি ।’’ ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর থেকে রেনুর কাছে জানতে চাওয়া হয়েছে, কোথায় কিসের চাকরি করতে চান তিনি ? সেইমতো তাঁকে নিয়োগপত্রও পাঠানো হবে ৷

আরও পড়ুন : মায়ের মতো মুখ্যমন্ত্রী ‘হাত’ ধরায় আপ্লুত রেণু

রেনুর চিকিৎসা করছেন যে অর্থোপেডিক সার্জেন, তিনি জানান রেণুর সুস্থ হতে আরও 1 মাস লাগবে । তাঁকে কিছু শারীরিক ব্যায়াম করতে হবে । থেরাপি করাতে হবে । মুখ্যমন্ত্রী কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা করবেন শুনে অত্যন্ত খুশী চিকিৎসক ।

দুর্গাপুর, 8 জুন : ‘‘আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই ।’’ মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে রীতিমতো আপ্লুত রেণু খাতুন ৷ এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করলেন তিনি (Renu Khatun wants to meet Mamata Banerjee) ৷

পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা রেণু খাতুন ৷ তিনি সরকারি নার্সের চাকরি পেয়েছেন ৷ কিন্তু চাকরি করলে তিনি সংসার করবেন এই সন্দেহের বশে তাঁর স্বামী হাত কেটে নেন ৷ বুধবার এই নিয়ে মুখ্যমন্ত্রী জানান, মোট তিনভাবে রেণুকে সাহায্য করা হবে । প্রথমত, রেণুকে একটি কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা করা হবে ৷ পাশাপাশি যেহেতু প্যানেলে তাঁর নাম 22 নম্বরে আছে, ফলে এক জায়গায় বসে তিনি কাজ করতে পারবেন, এমন কোনও কাজই তাঁকে দেওয়া হবে । আর তাঁর চিকিৎসার খরচ ফিরিয়ে দেওয়া হবে সরকারের তরফে ৷

তা শুনে রেণুও বলেছিলেন, ‘‘তিনি (মুখ্যমন্ত্রী) মায়ের মতো আমার কষ্ট, যন্ত্রণা অনুভব করেছেন । আমি চাই দোষীদের কঠোর শাস্তি ।’’ ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর থেকে রেনুর কাছে জানতে চাওয়া হয়েছে, কোথায় কিসের চাকরি করতে চান তিনি ? সেইমতো তাঁকে নিয়োগপত্রও পাঠানো হবে ৷

আরও পড়ুন : মায়ের মতো মুখ্যমন্ত্রী ‘হাত’ ধরায় আপ্লুত রেণু

রেনুর চিকিৎসা করছেন যে অর্থোপেডিক সার্জেন, তিনি জানান রেণুর সুস্থ হতে আরও 1 মাস লাগবে । তাঁকে কিছু শারীরিক ব্যায়াম করতে হবে । থেরাপি করাতে হবে । মুখ্যমন্ত্রী কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা করবেন শুনে অত্যন্ত খুশী চিকিৎসক ।

Last Updated : Jun 9, 2022, 8:58 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.