ETV Bharat / city

82 জন প্রফিশিয়েন্সি নার্স নিয়োগ হবে DSP-র হাসপাতালে - proficiency nurse

দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালে প্রফিশিয়েন্সি নার্স নিয়োগ করবে SAIL । এই নিয়োগের জন্য ইন্টারভিউ হবে অনলাইনে ।

চাকরির খবর
চাকরির খবর
author img

By

Published : Sep 16, 2020, 7:01 AM IST

স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের (SAIL) অধীন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালে 82 জন প্রফিশিয়েন্সি ট্রেনি নার্স নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন । ইন্টারভিউও হবে অনলাইনেই ।

আসন সংখ্যা : এই পদের জন্য মোট 82 জনকে নিয়োগ করা হবে ।

শিক্ষাগত যোগ্যতা :

  • আবেদনকারীর B.Sc (নার্সিং) পাশ বা জেনেরাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা থাকতে হবে ।
  • ইন্টার্নশিপ সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) থাকতে হবে ।
  • রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে । শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে 26 সেপ্টেম্বর 2020 তারিখের মধ্যে।

বয়সসীমা : 26 সেপ্টেম্বর, 2020 তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড : ট্রেনিংয়ের সময়সীমা 18 মাস, প্রতি মাসে 8,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে 7,020 টাকা ভাতা । প্রতি দিন আট ঘণ্টার শিফট থাকবে, প্রতি সপ্তাহে এক দিন করে ছুটি থাকবে।

আবেদনের পদ্ধতি : স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইট (www.sail.co.in) থেকে আবেদনপত্র ডাউনলোড করে এবং সেটাকে পূরণ করে, অন্যান্য নথির স্ক্যান কপিসহ প্রার্থীর নিজের ইমেল আইডি থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে dspintake@saildsp.co.in আইডিতে । বিস্তারিত তথ্য জানা যাবে www.sail.co.in ওয়েবসাইটে ।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : 26.09.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ৷

স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের (SAIL) অধীন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালে 82 জন প্রফিশিয়েন্সি ট্রেনি নার্স নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন । ইন্টারভিউও হবে অনলাইনেই ।

আসন সংখ্যা : এই পদের জন্য মোট 82 জনকে নিয়োগ করা হবে ।

শিক্ষাগত যোগ্যতা :

  • আবেদনকারীর B.Sc (নার্সিং) পাশ বা জেনেরাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা থাকতে হবে ।
  • ইন্টার্নশিপ সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) থাকতে হবে ।
  • রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে । শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে 26 সেপ্টেম্বর 2020 তারিখের মধ্যে।

বয়সসীমা : 26 সেপ্টেম্বর, 2020 তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড : ট্রেনিংয়ের সময়সীমা 18 মাস, প্রতি মাসে 8,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে 7,020 টাকা ভাতা । প্রতি দিন আট ঘণ্টার শিফট থাকবে, প্রতি সপ্তাহে এক দিন করে ছুটি থাকবে।

আবেদনের পদ্ধতি : স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইট (www.sail.co.in) থেকে আবেদনপত্র ডাউনলোড করে এবং সেটাকে পূরণ করে, অন্যান্য নথির স্ক্যান কপিসহ প্রার্থীর নিজের ইমেল আইডি থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে dspintake@saildsp.co.in আইডিতে । বিস্তারিত তথ্য জানা যাবে www.sail.co.in ওয়েবসাইটে ।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : 26.09.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.