দুর্গাপুর, 26 অগস্ট: পাচার হওয়ার আগেই কাঁকসায় উদ্ধার হল প্রচুর টিয়া পাখি (Parrots Recovered)। টিয়া পাখি পাচারের ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে । আটক করা হয়েছে একটি গাড়ি (Parrots recovery in Durgapur)।
পানাগড় বন বিভাগের রেঞ্জার সুভাষচন্দ্র পাল জানিয়েছেন, আব্দুল কাদের এবং মহম্মদ ফুলবা নামে দুই ব্যক্তি আসানসোল থেকে একটি ছোট গাড়িতে করে টিয়া পাখিগুলিকে বর্ধমানের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন । তাঁরা দুজনেই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বাসিন্দা (Durgapur news)।
![parrots recovered from Durgapur, 2 smugglers arrested](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-dur-01-hugeparrotsrecoveryindurgapur-7204345_26082022112657_2608f_1661493417_360.jpg)
সূত্র মারফত খবর পেয়ে দু'নম্বর জাতীয় সড়কের উপর বাঁশকোপা টোল প্লাজার কাছে গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয় ৷ তখনই 205টি টিয়া পাখি এবং দুটো হরিয়াল ঘুঘু উদ্ধার করা হয় । ধৃত দুজনকে শুক্রবার মহকুমা আদালতে পেশ করেন বন দফতরের আধিকারিকরা ।
আরও পড়ুন: কয়লাপাচার তদন্তে তিন পুলিশ আধিকারিককে তলব সিআইডির