ETV Bharat / city

সাধুবেশে ছেলেধরা ? গণপিটুনি, লাঠিচার্জ - ছেলে

ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল । পরে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে । ঘটনায় আটক করা হয় 25 জনকে ৷

গণপিটুনি
author img

By

Published : Sep 25, 2019, 9:10 AM IST

Updated : Sep 25, 2019, 1:21 PM IST

কোকওভেন, 25 সেপ্টেম্বর : ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল । পরে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে । আহত ব্যক্তিকে ভরতি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপতালে । ঘটনাটি কোকওভেন থানা এলাকার ।

গতকাল সন্ধ্যায় দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকায় সাধুবেশে ঘুরে বেড়াচ্ছিলেন ওই ব্যক্তি । স্থানীয়দের সন্দেহ হয় । শুরু হয় প্রশ্ন । অসংলগ্ন কথা বলায় ঘিরে ধরে জনতা । খবর পেয়ে আসে পুলিশ । এলাকার মানুষ ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় । কয়েকজন সিভিক ভলান্টিয়ারের সঙ্গে পায়ে হেঁটেই কোকওভেন থানায় যাচ্ছিলেন তিনি । স্টেশন বাজারের পাশে লিলুয়াবাঁধ বস্তির কয়েকজন মত্ত যুবক তাঁদের ফের একবার ঘিরে ধরে । শুরু হয় মারধর । "সাধু"-কে বাঁচাতে গিয়ে মার খেতে হয় সিভিক ভলান্টিয়ারদেরও । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । শুরু হয় লাঠিচার্জ । প্রথমে আটক করা হয় 27 জনকে । ঘটনার সঙ্গে যোগ না থাকায় পরে ছেড়ে দেওয়া হয় 21 জনকে । গ্রেপ্তার করা হয় ছ'জনকে । আজ তাদের আদালতে তোলা হয় ।

দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় ছেলেধরা গুজব মারাত্মক আকার ধারণ করেছে । ব্যানার, পোস্টার লাগিয়ে সচেতনতার বার্তা দিচ্ছে পুলিশ । কাজের কাজ হচ্ছে না । শুধু তাই নয়, গণপিটুনি রুখতে কঠোর হয়েছে সরকারও । আনা হয়েছে প্রিভেনশন অফ মব লিনচিং অ্যাক্ট । সেখানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড । তা সত্ত্বেও গণপিটুনি চলছে অনবরত ।

এদিকে, এই ঘটনা প্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং বলেন, "এই ট্রেন্ড 15-20 দিন আগে খুব বেশি ছিল । আমরা গ্রামে গ্রামে গিয়ে সচেতন করছি । এটাও বলছি, আপনারা সন্দেহজনক কাউকে ধরলে থানায় জানান । মানুষ জানাচ্ছেও । তাই, অনেকটাই আটকানো যাচ্ছে । যারা আইন হাতে নিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে ।"

কোকওভেন, 25 সেপ্টেম্বর : ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল । পরে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে । আহত ব্যক্তিকে ভরতি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপতালে । ঘটনাটি কোকওভেন থানা এলাকার ।

গতকাল সন্ধ্যায় দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকায় সাধুবেশে ঘুরে বেড়াচ্ছিলেন ওই ব্যক্তি । স্থানীয়দের সন্দেহ হয় । শুরু হয় প্রশ্ন । অসংলগ্ন কথা বলায় ঘিরে ধরে জনতা । খবর পেয়ে আসে পুলিশ । এলাকার মানুষ ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় । কয়েকজন সিভিক ভলান্টিয়ারের সঙ্গে পায়ে হেঁটেই কোকওভেন থানায় যাচ্ছিলেন তিনি । স্টেশন বাজারের পাশে লিলুয়াবাঁধ বস্তির কয়েকজন মত্ত যুবক তাঁদের ফের একবার ঘিরে ধরে । শুরু হয় মারধর । "সাধু"-কে বাঁচাতে গিয়ে মার খেতে হয় সিভিক ভলান্টিয়ারদেরও । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । শুরু হয় লাঠিচার্জ । প্রথমে আটক করা হয় 27 জনকে । ঘটনার সঙ্গে যোগ না থাকায় পরে ছেড়ে দেওয়া হয় 21 জনকে । গ্রেপ্তার করা হয় ছ'জনকে । আজ তাদের আদালতে তোলা হয় ।

দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় ছেলেধরা গুজব মারাত্মক আকার ধারণ করেছে । ব্যানার, পোস্টার লাগিয়ে সচেতনতার বার্তা দিচ্ছে পুলিশ । কাজের কাজ হচ্ছে না । শুধু তাই নয়, গণপিটুনি রুখতে কঠোর হয়েছে সরকারও । আনা হয়েছে প্রিভেনশন অফ মব লিনচিং অ্যাক্ট । সেখানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড । তা সত্ত্বেও গণপিটুনি চলছে অনবরত ।

এদিকে, এই ঘটনা প্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং বলেন, "এই ট্রেন্ড 15-20 দিন আগে খুব বেশি ছিল । আমরা গ্রামে গ্রামে গিয়ে সচেতন করছি । এটাও বলছি, আপনারা সন্দেহজনক কাউকে ধরলে থানায় জানান । মানুষ জানাচ্ছেও । তাই, অনেকটাই আটকানো যাচ্ছে । যারা আইন হাতে নিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে ।"

Intro:কোকওভেন থানা এলাকা ফের উত্তপ্ত শিশুচোর সন্দেহে এক সাধু গনপিটুনির জেরে।পুলিশকে লাঠিচার্জ করতে হল এবং ২৫ জনকে আটক করেছে পুলিশ।আহত ওই সাধুকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।।

কোকওভেন থানার দুর্গাপুর স্টেশন বাজারে মঙ্গলবার সন্ধ্যায় এক সাধুকে ঘুরে বেড়াতে দেখে ছেলেধরা সন্দেহে তাকে স্থানীয়দের প্রশ্নবানের মুখে পড়তে হয়।এরপরে ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ খবর পেয়ে গেলে ওই এলাকার মানুষ সাধু কে পুলিশের হাতে তুলে দেয়।কয়েকজন সিভিক ভলেন্টিয়ারদের সাথে যখন ওই সাধু পায়ে হেঁটে সামনেই কোকওভেন থানায় আসছিল তখন স্টেশন বাজারের পাশের লিলুয়াবাঁধ বস্তির কয়েকজন মদ্যপ অবস্থায় ওই সাধুকে মারতে থাকে।বাধা দিতে গেলে সিভিক ভলেন্টিয়ারদের সাথেও হাতাহাতি হয়।খবর পেয়ে পুলিশ এসে ওই সাধুকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।কিন্তু লিলুয়াবাঁধ বস্তিতে কয়েকদিন ধরেই ছেলেধরা গুজব ওঠায় তারা জটলা করতে থাকে এলাকায়।এরপরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে এবং ২৮ জনকে আটক করে। পরে ৩ জনকে ছেড়ে দেওয়া হয়।পুলিশ সুত্রে জানা গেছে যখন ওই সাধুকে সিভিক ভলেন্টিয়াররা নিয়ে আসছিল তখন এরা সিভিক ভলেন্টিয়ারদের হাত থেকে সাধুকে ছিনিয়ে নিয়ে গনপিটুনি দেয়।বাধা দিলে সিভিক ভলেন্টিয়ারদের মারে।দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় ছেলেধরা গুজব সবথেকে মারাত্মক আকার ধারন করেছে।পুলিশের পক্ষ থেকে ব্যানার,পোষ্টার লাগানোর পরেও কাজ না হওয়ার কারনে মঙ্গলবার থেকেই দুর্গাপুর পুরসভার প্রতিটি ওয়ার্ডে এই বিষয়ে মানুষকে সচেতন করতে ওয়ার্ড মিটিং শুরু হয়েছে।Body:হConclusion:হ
Last Updated : Sep 25, 2019, 1:21 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.