পাণ্ডবেশ্বর, 2 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখে দেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ সবার কাছে। নিজেকে সচেতন রাখার সঙ্গে এলাকাকেও কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত রাখতে পাণ্ডবেশ্বরে জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু হল। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নির্দেশে এই কাজ শুরু হল আজ থেকে।
কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আজ থেকে পাণ্ডবেশ্বর এলাকায় জীবাণুনাশক ছড়ানোর কাজ শুরু হতেই খুশি এলাকাবাসী। আসানসোলের মেয়র তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নির্দেশে হরিপুর থেকে এই কাজ শুরু হয়। জিতেন্দ্র তিওয়ারি বলেন, কোরোনা ভাইরাসের সংক্রমণ যাতে এই এলাকায় ছড়িয়ে না পড়ে তাই পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রতিটি এলাকাকে জীবাণুমুক্ত করা হবে। তবে জনগণকে সচেতন হতে হবে।"
বিধায়কের এই পদক্ষেপে খুশি বাসিন্দারা ।