দুর্গাপুর, 4 মে : 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ ৷ তা সত্ত্বেও একের পর এক নাবালিকা বিবাহের ঘটনা সামনে আসছে কিছুদিন অন্তর অন্তর ৷ বিশেষত জেলা থেকে এরকম ঘটনার খোঁজ বেশি পাওয়া যাচ্ছে ৷ কিছুদিন আগে পশ্চিম বর্ধমানের কাঁকসায় নাবালিকার বিয়ে আটকায় পুলিশ ৷ এবার দুর্গাপুরের শংকরপুর এলাকায় মঙ্গলবার রাত্রিতে বিয়ের মণ্ডপে পৌঁছে নাবালিকার বিয়ে রুখল স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড লাইন এবং প্রশাসনিক আধিকারিকরা (Minor Marriage stopped in Durgapur)।
বিয়ের জন্য সব তৈরি ছিল । খবর পেয়ে ব্লক প্রশাসন তড়িঘড়ি গিয়ে আটকায় বিয়ে ৷ শংকরপুর এলাকার ওই নাবালিকার বিয়ে হচ্ছিল বাঁকুড়ার যুবকের সঙ্গে । দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থার সমাজসেবিকা শিল্পী পাল গোপন সূত্রে খবর পায় মেয়েটি এখনও নাবালিকা । তারপর তিনি খবর দেন দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রশাসনকে । ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর-ফরিদপুর ব্লকের যুগ্ম-বিডিও প্রসেনজিৎ সামন্ত । এছাড়ও পৌঁছয় চাইল্ড লাইন এবং নিউটাউনশিপ থানার পুলিশ । কেন 18 বছরের আগে বিয়ে দিচ্ছিল ওই নাবালিকাকে, তা নিয়ে পরিবার-পরিজনকে সচেতন করা হয় প্রশাসন ও পুলিশের তরফে । বাবা-মাকে থানায় নিয়ে গিয়ে লেখানো হয় মুচলেখাও ।
প্রসঙ্গত, সোমবার দুপুরে কাঁকসার আড়া মোড়ে নাবালিকার বিয়ে আটকে ছিল স্বেচ্ছাসেবী সংস্থার সমাজসেবিকা এবং পুলিশ প্রশাসন । ফের পাশের এলাকায় নাবালিকার বিয়ে রুখে সদর্থক ভূমিকা নিল পুলিশ, স্বেচ্ছাসেবী সংস্থা, ব্লক প্রশাসন এবং চাইল্ড লাইন একযোগে বলে গ্রামের মানুষের মত ।
আরও পড়ুন : Police stopped Minor Marriage : কাঁকসায় নাবালিকার বিয়ে রুখল পুলিশ