দুর্গাপুর, 28 জুলাই : করোনার তৃতীয় ঢেউকে রুখে দিতে এবার রাত 9 টার পরে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় পুলিশি অভিযান চলল মঙ্গলবার । আসানসোল-দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তার নেতৃত্বে দুর্গাপুর থানার পুলিশ এই অভিযান চালিয়ে প্রায় 10 জনকে আটক করে ।
পুলিশের দাবি, এরা কোনও কারণ ছাড়াই বিপর্যয় মোকাবিলা আইনকে না মেনে রাস্তায় নেমেছিলেন । তাঁদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হয় ।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়ে আসানসোলে অবরোধ ছাত্রীদের
দুর্গাপুরে এই মুহূর্তে করোনার দাপট একেবারে তলানিতে থাকলেও পুলিশ কিন্তু তাতে স্বস্তিতে থাকতে নারাজ । তাই দুর্গাপুরের বেনাচিতি, চণ্ডীদাস, মামড়া, স্টেশন বাজার-সহ বিভিন্ন বড় বড় ও ছোট বাজারগুলিতেও নজরদারি চালাচ্ছে পুলিশ ৷ যাতে সবাই মাস্ক পরে বাইরে বেরোন । তার জন্য দুর্গাপুর পুলিশ, দুর্গাপুর বণিকসভা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন একযোগে লাগাতার প্রচার চালাচ্ছে । মাস্ক বিতরণ করাও হচ্ছে ।
এরাজ্যে সাম্প্রতিক কালে করোনার প্রকোপ কমলেও রাত 9 টার পরে অকারণে বাইরে যাতে কেউ না বেরোন, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছেন । তারপরও কিছু মানুষের বাইরে বেরিয়ে পড়া আটকাতেই এবার দুর্গাপুর থানার পুলিশ অভিযান শুরু করল । আসানসোল-দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, এই অভিযান লাগাতার চলবে ।
আরও পড়ুন : burn standard : বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বার্ন স্ট্যান্ডার্ডে বিক্ষোভ এলাকাবাসীদের
দুর্গাপুর, অন্ডাল, কোকওভেন, নিউটাউনশিপ, পাণ্ডবেশ্বর, ফরিদপুর থানার বিভিন্ন জায়গাতেই এবার পুলিশি নজরদারি বাড়ানো হচ্ছে ৷ এবার থেকে মাস্ক পরে বাইরে না বেরোলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানালেন এই পুলিশকর্তা ৷
প্রসঙ্গত, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বাংলাকে ৷ বহু মানুষ আক্রান্ত হয়েছেন ৷ অনেকে মারা গিয়েছেন ৷ এর পর তৃতীয় ঢেউ আসছে ৷ সেটাও মারাত্মক ক্ষতিকর বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ তাই এখন থেকেই তাঁরা সতর্ক করছেন ৷ এই পরিস্থিতিতে রাতে মানুষের বেপরোয়া যাতায়াত দেখে আতঙ্কিত প্রশাসন ৷ সেই কারণে নাইট কার্ফু-সহ করোনাবিধি নিয়ে আরও কড়াকড়ি শুরু হয়েছে রাজ্য জুড়ে ৷
আরও পড়ুন : দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বায়োগার্ডেন প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে উন্নয়নের দিশা দেখাচ্ছে
আপাতত 31 জুলাই পর্যন্ত করোনা সংক্রান্ত বিধিনিষেধ বলবৎ রয়েছে রাজ্যে ৷ পরবর্তী নির্দেশ এখনও জারি হয়নি ৷ সেই নির্দেশ জারি হলে সরকারের তরফে নতুন কী কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেটাই দেখার ৷