দুর্গাপুর, 4 এপ্রিল : বিতর্কে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ় সংঘমিতা। তাঁর নির্বাচনী রোড-শোতে খালি পায়ে, খালি গায়ে হাঁটানো হল তিন নাবালককে। আজ দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ড সহ আশপাশের ওয়ার্ডগুলিতে রোড-শো করেন তিনি। রোড-শো আকর্ষক করে তুলতে ব্যান্ডের ব্যবস্থা ছিল। সামনে ছিল তিন নাবালক। যাদের রঙ মাখিয়ে, লেজ দিয়ে হনুমান সাজিয়ে হাঁটানো হয় রোড-শোর একদম সামনে। আর তার জেরে সমালোচনার মুখে পড়েন শাসকদলের প্রার্থী ডাঃ মমতাজ় সংঘমিতা।
CPI(M) নেতা পঙ্কজ রায় সরকার সমালোচনা করে বলেন, "হনুমানের দল অমানবিক ভাবে তিনটি নাবালককে হনুমান সাজিয়ে চড়া রোদে খালি গায়ে, খালি পায়ে মিছিলে হাঁটাল। আর তা আবার একজন চিকিৎসক প্রার্থীর সামনে। এরা কতটা মানবিক এর থেকেই তা প্রমাণিত।"
BJP-র দুর্গাপুরের গুণীজন সেলের নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, "তৃণমূল যা করল তা নিন্দনীয়। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। এভাবে হনুমান সাজিয়ে রাজ্যের শাসকদল কেন ধর্মীয় ছবিকে তুলে ধরতে চাইল? তারা তো নিজেদের ধর্মনিরপেক্ষ দল বলে। তাহলে কেনও এই গরমে তিনটি নাবালককে খালি গায়ে, খালি পায়ে হাঁটানো হল? আমরা এর জবাব চাইছি চিকিৎসক প্রার্থীর কাছে।"
এই নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি প্রথমে অস্বীকার করে ডাঃ মমতাজ় সংঘমিতা বলেন, "আমি তাদের হাঁটাইনি। আমার চোখেও পড়েনি তা। মিছিলে হাঁটানো হয়নি ওদের।" তারপর তিনি বলেন, "রোড-শো হচ্ছিল। বাজনা বাজছে। সেখানে ঢোল-করতাল ছিল। তার সাথে বাচ্চারা হনুমান সাজতেই পারে। তাতে যে কী হল তা আমি বুঝে পাচ্ছি না।" তিনি আরও বলেন, "বাচ্চারা অনেক সময়ই মুখোশ পরে জন্মদিনে বা স্কুলে। তার বেশিরভাগই তো হনুমান, রাক্ষস- এই সবই তো হয়।"
তবে সংঘমিতা যাই বলুক, নাবালকদের এত তীব্র গরমে খালি গায়ে, খালি পায়ে কেন হাঁটানো হল? তা নিয়ে প্রশ্ন তুলেছে সব রাজনৈতিক দল। এবং এই ঘটনাকে অত্যন্ত অমানবিক বলে চিহ্নিত করেছেন বিশিষ্টজনরা।