ETV Bharat / city

বিপদে পাশে নেই নেতারা, অভিযোগ কাঁকসার ঘরছাড়া বিজেপি কর্মীদের - দুর্গাপুর

বিজেপি কর্মীদের আরও অভিযোগ, নির্বাচনে তাঁরা বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীর প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন ৷ কিন্তু এখন বিপদের সময় খোঁজ নেওয়া তো দূরের কথা, ফোন পর্যন্ত ধরছেন না বিজেপি প্রার্থী ।

leaders-are-not-with-them-in-crisis-said-bjp-workers-of-kanksa
leaders-are-not-with-them-in-crisis-said-bjp-workers-of-kanksa
author img

By

Published : Jun 3, 2021, 10:26 PM IST

দুর্গাপুর, 3 জুন : পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের কাঁকসা গোপালপুর পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মীদের অনেকেই ফল ঘোষণার পর থেকে বাড়িছাড়া । প্রায় 25 জনের মত ঘরের বাইরে । তাঁদের অভিযোগ, বিধানসভা নির্বাচনে ফল বেরনোর পর থেকেই তৃণমূল কর্মীরা তাঁদের ওপর অত্যাচার করছে ৷ সেই কারণেই তাঁরা গ্রামে ঢুকতে পারছেন না । আতঙ্কে আশ্রয় নিয়েছেন অন্যত্র ।

বিজেপি কর্মীদের আরও অভিযোগ, নির্বাচনে তাঁরা বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীর প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন ৷ কিন্তু এখন বিপদের সময় খোঁজ নেওয়া তো দূরের কথা, ফোন পর্যন্ত ধরছেন না বিজেপি প্রার্থী । শুধু প্রার্থী দীপ্তাংশু চৌধুরীই নয়, বিজেপির উচ্চ নেতৃত্বও তাঁদের কোনওরকম সহযোগিতা করছেন না বলে অভিযোগ ।

দলের নেতাদের বিরুদ্ধেই অভিযোগ করলেন বিজেপি কর্মীরা

আরও পড়ুন: ঘরছাড়াদের ফেরাতে মহকুমা শাসকের দ্বারস্থ কোচবিহারের বিজেপি বিধায়ক

যদিও বিজেপি কর্মীদের উপর তৃণমূলের হামলার কথা অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত কাঁকসা গোপালপুর পঞ্চায়েতের প্রধান জয়জিৎ মণ্ডল ৷ তাঁর মন্তব্য, "বিজেপি ভেবেছিল ক্ষমতায় আসবে । সেই কারণেই এলাকায় অন্যায় আচরণ করেছিল ৷ ফলাফল বেরোনোর পর লজ্জায় এলাকায় ঢুকতে পারছে না । আর তাঁদের ওপর আক্রমণ বিজেপি কর্মীরাই করছে ৷ এলাকায় আদি বিজেপি ও নব্য বিজেপি মধ্যে ঝামেলা চলছে ।"

জয়জিৎ মণ্ডল আরও বলেন, "তাঁরা বাড়ি ফিরে আসুন ৷ তাঁদের কোনও অসুবিধা হতে দেব না ।"

ঘরছাড়া বিজেপি কর্মীরা প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী সম্পর্কে ও অন্যান্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন সেই বিষয়ে বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

দুর্গাপুর, 3 জুন : পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের কাঁকসা গোপালপুর পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মীদের অনেকেই ফল ঘোষণার পর থেকে বাড়িছাড়া । প্রায় 25 জনের মত ঘরের বাইরে । তাঁদের অভিযোগ, বিধানসভা নির্বাচনে ফল বেরনোর পর থেকেই তৃণমূল কর্মীরা তাঁদের ওপর অত্যাচার করছে ৷ সেই কারণেই তাঁরা গ্রামে ঢুকতে পারছেন না । আতঙ্কে আশ্রয় নিয়েছেন অন্যত্র ।

বিজেপি কর্মীদের আরও অভিযোগ, নির্বাচনে তাঁরা বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীর প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন ৷ কিন্তু এখন বিপদের সময় খোঁজ নেওয়া তো দূরের কথা, ফোন পর্যন্ত ধরছেন না বিজেপি প্রার্থী । শুধু প্রার্থী দীপ্তাংশু চৌধুরীই নয়, বিজেপির উচ্চ নেতৃত্বও তাঁদের কোনওরকম সহযোগিতা করছেন না বলে অভিযোগ ।

দলের নেতাদের বিরুদ্ধেই অভিযোগ করলেন বিজেপি কর্মীরা

আরও পড়ুন: ঘরছাড়াদের ফেরাতে মহকুমা শাসকের দ্বারস্থ কোচবিহারের বিজেপি বিধায়ক

যদিও বিজেপি কর্মীদের উপর তৃণমূলের হামলার কথা অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত কাঁকসা গোপালপুর পঞ্চায়েতের প্রধান জয়জিৎ মণ্ডল ৷ তাঁর মন্তব্য, "বিজেপি ভেবেছিল ক্ষমতায় আসবে । সেই কারণেই এলাকায় অন্যায় আচরণ করেছিল ৷ ফলাফল বেরোনোর পর লজ্জায় এলাকায় ঢুকতে পারছে না । আর তাঁদের ওপর আক্রমণ বিজেপি কর্মীরাই করছে ৷ এলাকায় আদি বিজেপি ও নব্য বিজেপি মধ্যে ঝামেলা চলছে ।"

জয়জিৎ মণ্ডল আরও বলেন, "তাঁরা বাড়ি ফিরে আসুন ৷ তাঁদের কোনও অসুবিধা হতে দেব না ।"

ঘরছাড়া বিজেপি কর্মীরা প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী সম্পর্কে ও অন্যান্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন সেই বিষয়ে বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.