ETV Bharat / city

Illegal Construction in Forest : জঙ্গলের ভিতরে অবৈধ নির্মাণ, সঙ্গে জাল মার্কশিট তৈরি; পুলিশের জালে 2 যুবক - Ahmedabad Police Arrest Two Persons in Fake Marksheet Case

প্রথমে ফার্মেসি কাউন্সিল ও বিশ্ববিদ্যালয়ের জাল মার্কশিট এবং শেষে গভীর জঙ্গলে অবৈধভাবে রিসর্ট তৈরি (Kanksa Forest Department Stops Illegal Construction on Their Land) ৷ দুর্গাপুরের কাঁকসায় প্রতারণা ও জবরদখলের অভিযোগে উত্তর 24 পরগনার দুই যুবককে গ্রেফতার করল পুলিশ ৷

Kanksa Forest Department Stops Illegal Construction on Their Land
Kanksa Forest Department Stops Illegal Construction on Their Land
author img

By

Published : May 31, 2022, 7:56 PM IST

দুর্গাপুর, 31 মে : জঙ্গলের ভিতরে অবৈধ নির্মাণ বন্ধ করল বন দফতর ৷ কাঁকসার বিষ্ণুপুরে জঙ্গলের ভিতরে অবৈধভাবে একটি রিসর্ট তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ (Kanksa Forest Department Stops Illegal Construction on Their Land) ৷ কাঁকসা পুলিশের সাহায্যে সেই রিসর্ট তৈরির কাজ আজ বন্ধ করল বন দফতর ৷ জানা গিয়েছে, কয়েকদিন আগে কাঁকসার দেউল সংলগ্ন অজয় নদের ধারে জঙ্গলের ভিতরে থাকা একটি রিসর্ট থেকে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযোগ ওই রিসর্টটি লিজে নিয়ে সেখান থেকে জাল মার্কশিট তৈরি করত ধৃতেরা ৷ তাও আবার আমেদাবাদ ফার্মেসি কাউন্সিল এবং দেশে বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হ্যাক করে ৷ সেই সূত্রেই পুলিশ জানতে পারে, জঙ্গলের ভিতরে অবৈধভাবে একটি রিসর্ট তৈরি করছিলেন ধৃত দুই যুবক ৷

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরের একজন অর্থোপেডিক চিকিৎসকের কাঁকসার দেউলে একটি রিসর্ট রয়েছে ৷ উত্তর 24 পরগনার দুই যুবক শুধাঙ্কুর ঘোষ এবং অতুন পাত্র রিসর্টটি লিজে নেন ৷ ইঞ্জিনিয়রিং পাশ করা দুই যুবক সেখান থেকেই আমেদাবাদ ফার্মেসি কাউন্সিল এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হ্যাক করে জাল মার্কশিট বানাতেন ৷ সেগুলি বিভিন্ন কোচিং সেন্টারে মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হত ৷ বেশ কয়েকটি ঘটনা সামনে আসতেই তদন্ত শুরু করে আমেদাবাদ পুলিশ ৷ তদন্তে নেমে দেউলের এই রিসর্টের খোঁজ পান তদন্তকারীরা ৷ এর পর কাঁকসা থানার পুলিশের মদতে দুই অভিযুক্তকে রিসর্ট থেকে গ্রেফতার করে আমেদাবাদে নিয়ে যাওয়া হয় (Ahmedabad Police Arrest Two Persons in Fake Marksheet Case) ৷

আরও পড়ুন : Fake Document Arrest at Deganga : জাল দলিল চক্রের পর্দাফাঁস দেগঙ্গায়, গ্রেফতার 1

সেখানে ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, শুধু ওই রিসর্ট নয় ৷ বিষ্ণুপুর জঙ্গলে কয়েকবিঘা জমিতে একটি রিসর্টও গত একবছর ধরে তাঁরা তৈরি করছিল ৷ অবৈধ নির্মাণের খবরে বন দফতর কাঁকসা থানার পুলিশের সাহায্যে সেই রিসর্ট তৈরির কাজ বন্ধ করায় এ দিন ৷ পুরো বিষয়টি অবৈধভাবে হচ্ছিল বলেই বন দফতর সূত্রে খবর ৷ যদিও, ধৃতদের দাবি ওই জমি তাঁরা বন দফতরের থেকে লিজে নিয়েছে ৷ কিন্তু, এ নিয়ে বন দফতরের তরফে কিছু জানানো হয়নি ৷ কিন্তু, প্রশ্ন হচ্ছে লিজে জমি নিলেও, সেখানে নির্মাণের অনুমতি নিশ্চই বন দফতর দেয়নি ৷ যদিও, বিষয়টি তর্কসাপেক্ষ ৷

কিন্তু, গভীর জঙ্গলে আরও একটি রিসর্ট তৈরির বিষয়টি পুলিশকে ভাবাচ্ছে ৷ কারণ, যে জাল মার্কশিট ও শংসাপত্রের কারবার ধৃত দুই যুবক শুরু করেছিল ৷ তা আরও বড় আকারে করার পরিকল্পনা ছিল কি না ? তাই জানার চেষ্টা করছে পুলিশ ৷ তদন্তকারীদের অনুমান, গভীর জঙ্গলে লোকচক্ষুর আড়ালে ওই নবনির্মিত রিসর্ট থেকেই হয়তো জাল মার্কশিট ও শংসাপত্র তৈরির বেআইনি কারবার চালানোর পরিকল্পনা ছিল ধৃতদের ৷

দুর্গাপুর, 31 মে : জঙ্গলের ভিতরে অবৈধ নির্মাণ বন্ধ করল বন দফতর ৷ কাঁকসার বিষ্ণুপুরে জঙ্গলের ভিতরে অবৈধভাবে একটি রিসর্ট তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ (Kanksa Forest Department Stops Illegal Construction on Their Land) ৷ কাঁকসা পুলিশের সাহায্যে সেই রিসর্ট তৈরির কাজ আজ বন্ধ করল বন দফতর ৷ জানা গিয়েছে, কয়েকদিন আগে কাঁকসার দেউল সংলগ্ন অজয় নদের ধারে জঙ্গলের ভিতরে থাকা একটি রিসর্ট থেকে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযোগ ওই রিসর্টটি লিজে নিয়ে সেখান থেকে জাল মার্কশিট তৈরি করত ধৃতেরা ৷ তাও আবার আমেদাবাদ ফার্মেসি কাউন্সিল এবং দেশে বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হ্যাক করে ৷ সেই সূত্রেই পুলিশ জানতে পারে, জঙ্গলের ভিতরে অবৈধভাবে একটি রিসর্ট তৈরি করছিলেন ধৃত দুই যুবক ৷

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরের একজন অর্থোপেডিক চিকিৎসকের কাঁকসার দেউলে একটি রিসর্ট রয়েছে ৷ উত্তর 24 পরগনার দুই যুবক শুধাঙ্কুর ঘোষ এবং অতুন পাত্র রিসর্টটি লিজে নেন ৷ ইঞ্জিনিয়রিং পাশ করা দুই যুবক সেখান থেকেই আমেদাবাদ ফার্মেসি কাউন্সিল এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হ্যাক করে জাল মার্কশিট বানাতেন ৷ সেগুলি বিভিন্ন কোচিং সেন্টারে মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হত ৷ বেশ কয়েকটি ঘটনা সামনে আসতেই তদন্ত শুরু করে আমেদাবাদ পুলিশ ৷ তদন্তে নেমে দেউলের এই রিসর্টের খোঁজ পান তদন্তকারীরা ৷ এর পর কাঁকসা থানার পুলিশের মদতে দুই অভিযুক্তকে রিসর্ট থেকে গ্রেফতার করে আমেদাবাদে নিয়ে যাওয়া হয় (Ahmedabad Police Arrest Two Persons in Fake Marksheet Case) ৷

আরও পড়ুন : Fake Document Arrest at Deganga : জাল দলিল চক্রের পর্দাফাঁস দেগঙ্গায়, গ্রেফতার 1

সেখানে ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, শুধু ওই রিসর্ট নয় ৷ বিষ্ণুপুর জঙ্গলে কয়েকবিঘা জমিতে একটি রিসর্টও গত একবছর ধরে তাঁরা তৈরি করছিল ৷ অবৈধ নির্মাণের খবরে বন দফতর কাঁকসা থানার পুলিশের সাহায্যে সেই রিসর্ট তৈরির কাজ বন্ধ করায় এ দিন ৷ পুরো বিষয়টি অবৈধভাবে হচ্ছিল বলেই বন দফতর সূত্রে খবর ৷ যদিও, ধৃতদের দাবি ওই জমি তাঁরা বন দফতরের থেকে লিজে নিয়েছে ৷ কিন্তু, এ নিয়ে বন দফতরের তরফে কিছু জানানো হয়নি ৷ কিন্তু, প্রশ্ন হচ্ছে লিজে জমি নিলেও, সেখানে নির্মাণের অনুমতি নিশ্চই বন দফতর দেয়নি ৷ যদিও, বিষয়টি তর্কসাপেক্ষ ৷

কিন্তু, গভীর জঙ্গলে আরও একটি রিসর্ট তৈরির বিষয়টি পুলিশকে ভাবাচ্ছে ৷ কারণ, যে জাল মার্কশিট ও শংসাপত্রের কারবার ধৃত দুই যুবক শুরু করেছিল ৷ তা আরও বড় আকারে করার পরিকল্পনা ছিল কি না ? তাই জানার চেষ্টা করছে পুলিশ ৷ তদন্তকারীদের অনুমান, গভীর জঙ্গলে লোকচক্ষুর আড়ালে ওই নবনির্মিত রিসর্ট থেকেই হয়তো জাল মার্কশিট ও শংসাপত্র তৈরির বেআইনি কারবার চালানোর পরিকল্পনা ছিল ধৃতদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.