ETV Bharat / city

সকাল হতেই আওয়াজ উঠল, "আর বেআইনি বালি নয়" - বেআইনি বালি বোঝাই ট্রাকে আগুন

উত্তপ্ত লাউদোহা ৷ বালি বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখিয়েছিল উত্তেজিত জনতা ৷ সকাল থেকে পরিস্থিতি ঠান্ডা হলেও পরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷

fire truck
বেআইনি বালি বোঝাই ট্রাকে আগুন
author img

By

Published : Dec 2, 2019, 3:39 PM IST

Updated : Dec 2, 2019, 4:12 PM IST

দুর্গাপুর, 2 ডিসেম্বর : "আমাদের সবার উচিত থানার বড়বাবুকে গিয়ে মারা ৷" এমনই আওয়াজ তুলল লাউদোহার উত্তেজিত লোকজন ৷ গতকাল বালির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুতে বেআইনি বালির ট্রাক ও ডাম্পারে আগুন ধরিয়ে দিয়েছিল লাউদোহার স্থানীয় বাসিন্দারা ৷ তার সঙ্গে দেখিয়েছিল বিক্ষোভ ৷

রাত পোহাতেই বিদ্রোহের আগুন নিভে যায় ৷ আজ সকাল হতেই থমথমে হয়ে যায় গৌরবাজার এলাকা ৷ পরে বেআইনি বালির ট্রাক চলাচল নিয়ে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে ৷ তাদের বক্তব্য, পুলিশ বেআইনি ট্রাক চলাচলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে বিক্ষোভকারীদের উপর চড়াও হচ্ছে ৷

উত্তপ্ত লাউদোহা

স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও নেতাদের যোগসাজশে এই এলাকা দিয়ে রাতদিন প্রায় ৪০০-৫০০ বেআইনি বালি বোঝাই গাড়ি যাতায়াত করে । এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা ৷

দুর্গাপুর, 2 ডিসেম্বর : "আমাদের সবার উচিত থানার বড়বাবুকে গিয়ে মারা ৷" এমনই আওয়াজ তুলল লাউদোহার উত্তেজিত লোকজন ৷ গতকাল বালির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যুতে বেআইনি বালির ট্রাক ও ডাম্পারে আগুন ধরিয়ে দিয়েছিল লাউদোহার স্থানীয় বাসিন্দারা ৷ তার সঙ্গে দেখিয়েছিল বিক্ষোভ ৷

রাত পোহাতেই বিদ্রোহের আগুন নিভে যায় ৷ আজ সকাল হতেই থমথমে হয়ে যায় গৌরবাজার এলাকা ৷ পরে বেআইনি বালির ট্রাক চলাচল নিয়ে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে ৷ তাদের বক্তব্য, পুলিশ বেআইনি ট্রাক চলাচলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে বিক্ষোভকারীদের উপর চড়াও হচ্ছে ৷

উত্তপ্ত লাউদোহা

স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও নেতাদের যোগসাজশে এই এলাকা দিয়ে রাতদিন প্রায় ৪০০-৫০০ বেআইনি বালি বোঝাই গাড়ি যাতায়াত করে । এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা ৷

Intro:""আমাদের সবার উচিত থানার বড়বাবুকে গিয়ে মারা""সোমবার সকাল হতেই থমথমে লাউদোহার গৌরবাজার গ্রামের বে আইনি বালি চলাচলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করা মানুষদের মধ্যে এক যুবকের ক্ষোভ ঝরে পড়ল এভাবেই। একটা মৃত্যুর অপেক্ষা ছিল যেন।আর সেই ঘটনার জেরেই অগ্নিগর্ভ হয়ে উঠলো দুর্গাপুরের লাউদোহার গৌরবাজার মাদারবুনি এলাকা।অবৈধ বালির গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুর পরে একের পর এক বালিবোঝাই ট্রাক ও ডাম্পারে আগুন ধরায় উত্তেজিত জনতা। মৃত যুবক পান্ডবেস্বরের বনগ্রামের বাসিন্দা ,নাম বিশ্বজিৎ ধারা (২১),পেশায় সোনার দোকানের কর্মচারী। নিজের কাজ সেরে গৌর বাজার থেকে তার বাড়ি
বনগ্রামের উদ্দ্যেশে যাচ্ছিল । গৌর বাজার পান্ডবেস্বর রাস্তায় মাদারবুনি র কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় তার বলে স্থানীয় সূত্রের খবর।
ঘটনার জেরে উত্তেজিত জনতা পর পর বেশ কয়েকটি বালির গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এলাকায় চরম উত্তেজনা থাকায় এলাকায় নামানো হয় প্রচুর পুলিশ । পরে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।ক্ষোভ যেন থামতেই চাইছে না গৌরবাজার,মাদারবুনি এলাকার বাসিন্দাদের।অভিযোগ পুলিশ,নেতাদের যোগসাজশে এই এলাকা দিয়ে রাতদিন প্রায় ৪০০-৫০০ বে আইনি বালি বোঝাই গাড়ির যাতায়াত। আর প্রান হাতে নিয়ে যাতায়াত আমজনতার। তবে সাধারণ মানুষের এককাট্টা আওয়াজ "" আর বে আইনি বালি এই রাস্তায় তারা চলতে দেবে না।""Body:গConclusion:গ
Last Updated : Dec 2, 2019, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.