ETV Bharat / city

Hooch Business in Kanksa: কাঁকসার শিবপুরে রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা ! - কাঁকসার শিবপুরে রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা

বিষমদকাণ্ডে এ রাজ্যে ও ভিনরাজ্যে যখন মারা যাচ্ছে মানুষ, তখনও কাঁকসায় রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা(Hooch Business in Kanksa) ৷ এলাকাবাসী চাইছে কড়া ব্যাবস্থা নিক প্রশাসন ।

Hooch business booming in Kanksa Shibpur
Hooch Business
author img

By

Published : Jul 28, 2022, 8:58 PM IST

কাঁকসা, 28 জুলাই: গুজরাটে হোক বা এ রাজ্যে বিষমদকাণ্ডে মৃত্যু হয়েছে বহু মানুষের । তারপরেও চোলাই মদের রমরমা কাঁকসার শিবপুরে । অতিষ্ঠ এলাকাবাসী চাইছেন প্রশাসন কড়াহাতে দমন করুক ।

বৃহস্পতিবার সকালেও দেখা গেল সেই চোলাই মদ তৈরি করার ছবি কাঁকসার শিবপুরে । কিছুদিন আগে হাওড়ায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে কয়েকজনের ৷ তার আগে বর্ধমানেও ঘটেছে একই ঘটনা । সারা রাজ্যজুড়ে কড়া ব্যাবস্থা শুরু করেছে আবগারি দফতর ও পুলিশ । তারপরেও কাঁকসার শিবপুর আদিবাসী পাড়ায় এবং বাগদি পাড়ার বেশকিছু ঘরে এখনও তৈরি করতে দেখা যাচ্ছে সেই চোলাই মদ(Hooch business booming in Kanksa Shibpur) ।

তালের রস দিয়ে তৈরি করতে দেখা যায় এই মদ । প্রতিবাদ করলে জুটছে হুমকি বলে স্থানীয়দের অভিযোগ । একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও সুরাহা মিলছে না । একাধিক জায়গায় বন্ধ হলেও এই এলাকার বেশ কিছু এলাকায় এখনো রমরমিয়ে তৈরি হচ্ছে এই চোলাই মদ এবং বিক্রিও হচ্ছে বলে অভিযোগ ।

চোলাই মদের রমরমা কাঁকসার শিবপুরে

আরও পড়ুন: হাওড়ায় বিষমদে মৃত্যু 10 ব্যক্তির ! পুলিশকে না জানিয়ে দেহ সৎকারের অভিযোগ

এই মদ খেয়ে স্বামীদের অত্যাচারের শিকার হচ্ছেন স্ত্রীরা বলে স্থানীয় মহিলারা অভিযোগ করেন । স্থানীয়দের দাবি, বিষমদ কাণ্ডের ছায়া যাতে এই এলাকায় না হয় সেইজন্য আগে ভাগেই ব্যাবস্থা নিক প্রশাসন । কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর জানান, ইতিমধ্যেই বেশ কয়েকজনকে চিহ্নিত করে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে । পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন ।

কাঁকসা, 28 জুলাই: গুজরাটে হোক বা এ রাজ্যে বিষমদকাণ্ডে মৃত্যু হয়েছে বহু মানুষের । তারপরেও চোলাই মদের রমরমা কাঁকসার শিবপুরে । অতিষ্ঠ এলাকাবাসী চাইছেন প্রশাসন কড়াহাতে দমন করুক ।

বৃহস্পতিবার সকালেও দেখা গেল সেই চোলাই মদ তৈরি করার ছবি কাঁকসার শিবপুরে । কিছুদিন আগে হাওড়ায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে কয়েকজনের ৷ তার আগে বর্ধমানেও ঘটেছে একই ঘটনা । সারা রাজ্যজুড়ে কড়া ব্যাবস্থা শুরু করেছে আবগারি দফতর ও পুলিশ । তারপরেও কাঁকসার শিবপুর আদিবাসী পাড়ায় এবং বাগদি পাড়ার বেশকিছু ঘরে এখনও তৈরি করতে দেখা যাচ্ছে সেই চোলাই মদ(Hooch business booming in Kanksa Shibpur) ।

তালের রস দিয়ে তৈরি করতে দেখা যায় এই মদ । প্রতিবাদ করলে জুটছে হুমকি বলে স্থানীয়দের অভিযোগ । একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও সুরাহা মিলছে না । একাধিক জায়গায় বন্ধ হলেও এই এলাকার বেশ কিছু এলাকায় এখনো রমরমিয়ে তৈরি হচ্ছে এই চোলাই মদ এবং বিক্রিও হচ্ছে বলে অভিযোগ ।

চোলাই মদের রমরমা কাঁকসার শিবপুরে

আরও পড়ুন: হাওড়ায় বিষমদে মৃত্যু 10 ব্যক্তির ! পুলিশকে না জানিয়ে দেহ সৎকারের অভিযোগ

এই মদ খেয়ে স্বামীদের অত্যাচারের শিকার হচ্ছেন স্ত্রীরা বলে স্থানীয় মহিলারা অভিযোগ করেন । স্থানীয়দের দাবি, বিষমদ কাণ্ডের ছায়া যাতে এই এলাকায় না হয় সেইজন্য আগে ভাগেই ব্যাবস্থা নিক প্রশাসন । কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর জানান, ইতিমধ্যেই বেশ কয়েকজনকে চিহ্নিত করে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে । পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.