ETV Bharat / city

বন্ধ দুর্গাপুর ব্যারেজের সেতু, অটো-টোটোর ভাড়ায় বিপাকে আমজনতা - স্বাস্থ্য পরীক্ষা

স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ দুর্গাপুর ব্যারেজের উপর অবস্থিত সেতু ৷ আর যার জেরে বন্ধ বাস পরিষেবাও ৷ সেই সুযোগে সেখান দিয়ে যাতায়াতকারী যাত্রীদের থেকে আকাশছোঁয়া ভাড়া নেওয়ার অভিযোগ উঠল অটো ও টোটো চালকদের বিরুদ্ধে ৷

high fair of auto and toto in durgapur
বন্ধ দুর্গাপুর ব্যারেজের সেতু, সুযোগে আকাশছোঁয়া অটো ও টোটোর ভাড়া
author img

By

Published : Feb 14, 2021, 8:59 PM IST

দুর্গাপুর, 14 ফেব্রুয়ারি : বন্ধ দুর্গাপুর ব্যারেজের উপর অবস্থিত সেতু ৷ কিন্তু খবর নেই সেতু ব্যবহারকারী অধিকংশ মানুষের কাছে ৷ প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষের ভরসা এই সেতু ৷ ফলে অনেকেই না জেনে দুর্গাপুর স্টেশনে ট্রেনে বা বাসে করে আসার পর আর বাঁকুড়ার দিকে যেতে পারছেন না ৷ ফলে সমস্যা পড়েছেন বহু মানুষ ৷

তৈরি হওয়ার 55 বছর পর স্বাস্থ্যপরীক্ষা হচ্ছে দুর্গাপুর ব্যারেজের উপর থাকা সেতুর ৷ রাজ্য সেচ দপ্তরের উদ্যোগে এই সেতু কতটা ফিট ভারী যানবাহন চলাচলের জন্য তার পুর্ণাঙ্গ পরীক্ষার কাজ শনিবার রাত 12 টা থেকে শুরু হয়েছে ৷ সেই কাজ তলবে আজ রবিবার রাত 12 টা পর্যন্ত। এই মর্মে দুর্গাপুর ব্যারেজের এই রাস্তা শনিবার রাত 12 টা থেকে রবিবার রাত 12 টা পর্যন্ত বন্ধ থাকার কথা আগাম জানানো হয়েছিল সেচ বিভাগের তরফে ৷ কিন্তু, সঠিক প্রচারের অভাবে সেই খবর সবার কাছে পৌঁছায়নি।

অটো-টোটোর ভাড়ায় বিপাকে আমজনতা

আরও পড়ুন : দুর্গাপুর ব্যারেজে চলছে বালির বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ তৈরির কাজ

এই সেতু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মানুষদের যোগাযোগের অন্যতম প্রধান পথ। তাই অনেকে না জেনে দুর্গাপুর স্টেশনে ট্রেনে বা বাসে এসে আর বাঁকুড়ার দিকে যেতে পারছেন না।বাঁকুড়াগামী সমস্ত বাস বন্ধ থাকায় অটো ও টোটোর ভাড়াও লাফিয়ে বেড়েছে । দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত অটো ভাড়া 100 টাকা করে নেওয়া হচ্ছে। কিন্তু নৌকা চলাচল প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়ার কারণে, বাঁকুড়া যেতে হলে 2নং নম্বর জাতীয় সড়ক ধরে রানীগঞ্জ হয়ে যেতে হচ্ছে ৷ আর দুর্গাপুর থেকে মেজিয়া যেতে হলে 700 টাকা যাত্রীদের থেকে অটো ভাড়া নেওয়া হচ্ছে ৷ সাধারণ মানুষের সমস্যার সুযোগ নিয়ে এই ভাড়া বাড়ানোর হয়েছে বলে অভিযোগ করেছেন নিত্য যাত্রীরা ৷ ফলে দুর্গাপুর ব্যারেজ কখন খুলে দেওয়া হবে যাতায়াতের জন্য, সেই উত্তরের খোঁজে সবাই ৷ এ নিয়ে সেচ দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ার সঞ্জয় সিং জানান, সেতু 24 ঘণ্টা বন্ধ থাকার কথা। তবে তার আগে হয়ে গেলে খুলে দেওয়া হবে।

দুর্গাপুর, 14 ফেব্রুয়ারি : বন্ধ দুর্গাপুর ব্যারেজের উপর অবস্থিত সেতু ৷ কিন্তু খবর নেই সেতু ব্যবহারকারী অধিকংশ মানুষের কাছে ৷ প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষের ভরসা এই সেতু ৷ ফলে অনেকেই না জেনে দুর্গাপুর স্টেশনে ট্রেনে বা বাসে করে আসার পর আর বাঁকুড়ার দিকে যেতে পারছেন না ৷ ফলে সমস্যা পড়েছেন বহু মানুষ ৷

তৈরি হওয়ার 55 বছর পর স্বাস্থ্যপরীক্ষা হচ্ছে দুর্গাপুর ব্যারেজের উপর থাকা সেতুর ৷ রাজ্য সেচ দপ্তরের উদ্যোগে এই সেতু কতটা ফিট ভারী যানবাহন চলাচলের জন্য তার পুর্ণাঙ্গ পরীক্ষার কাজ শনিবার রাত 12 টা থেকে শুরু হয়েছে ৷ সেই কাজ তলবে আজ রবিবার রাত 12 টা পর্যন্ত। এই মর্মে দুর্গাপুর ব্যারেজের এই রাস্তা শনিবার রাত 12 টা থেকে রবিবার রাত 12 টা পর্যন্ত বন্ধ থাকার কথা আগাম জানানো হয়েছিল সেচ বিভাগের তরফে ৷ কিন্তু, সঠিক প্রচারের অভাবে সেই খবর সবার কাছে পৌঁছায়নি।

অটো-টোটোর ভাড়ায় বিপাকে আমজনতা

আরও পড়ুন : দুর্গাপুর ব্যারেজে চলছে বালির বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ তৈরির কাজ

এই সেতু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মানুষদের যোগাযোগের অন্যতম প্রধান পথ। তাই অনেকে না জেনে দুর্গাপুর স্টেশনে ট্রেনে বা বাসে এসে আর বাঁকুড়ার দিকে যেতে পারছেন না।বাঁকুড়াগামী সমস্ত বাস বন্ধ থাকায় অটো ও টোটোর ভাড়াও লাফিয়ে বেড়েছে । দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত অটো ভাড়া 100 টাকা করে নেওয়া হচ্ছে। কিন্তু নৌকা চলাচল প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়ার কারণে, বাঁকুড়া যেতে হলে 2নং নম্বর জাতীয় সড়ক ধরে রানীগঞ্জ হয়ে যেতে হচ্ছে ৷ আর দুর্গাপুর থেকে মেজিয়া যেতে হলে 700 টাকা যাত্রীদের থেকে অটো ভাড়া নেওয়া হচ্ছে ৷ সাধারণ মানুষের সমস্যার সুযোগ নিয়ে এই ভাড়া বাড়ানোর হয়েছে বলে অভিযোগ করেছেন নিত্য যাত্রীরা ৷ ফলে দুর্গাপুর ব্যারেজ কখন খুলে দেওয়া হবে যাতায়াতের জন্য, সেই উত্তরের খোঁজে সবাই ৷ এ নিয়ে সেচ দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ার সঞ্জয় সিং জানান, সেতু 24 ঘণ্টা বন্ধ থাকার কথা। তবে তার আগে হয়ে গেলে খুলে দেওয়া হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.