ETV Bharat / city

দুর্গাপুরের বাজারে নেই ব্যবসায়ী, ফাঁকা বাসস্ট্যান্ড চত্বর - coronavirus precautions

সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত দেশবাসীকে বাড়ি থেকে না বেরোনোর আবেদন করেছেন তিনি। সেই আবেদনে সাড়া দিয়ে সকাল থেকেই সুনসান দুর্গাপুর শিল্পশহর ।

durgapur
durgapur
author img

By

Published : Mar 22, 2020, 7:54 AM IST

Updated : Mar 22, 2020, 8:54 AM IST

দুর্গাপুর 22 মার্চ : কোরোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা দেশ । এই পরিস্থিতিতে আজ প্রধানমন্ত্রী জনতা কারফিউ ঘোষণা করেছেন । সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত দেশবাসীকে বাড়ি থেকে না বেরোনোর আবেদন করেছেন তিনি । সেই আবেদনে সাড়া দিয়ে সকাল থেকেই সুনসান দুর্গাপুর শিল্পশহর ।

বাকি দিনের তুলনায় আজকে আলাদা ছবি দেখা গেল দুর্গাপুরের বেনাচিতি বাজারে ৷ সকাল থেকেই সুনসান বাজার । সকালে খুচরা ব্যবসায়ীরা এই বাজারেই মাছ-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য আসেন । কিন্তু আজকের ছবিটা একেবারে আলাদা । একই ছবি দেখা গেল প্রান্তিকা মিনি বাসস্ট্যান্ড, দুর্গাপুর স্টেশন বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় ।

সকাল থেকেই সুনসান দুর্গাপুর

কোরোনা সংক্রমণকে রুখতে জনতা কারফিউ মানার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী । এবার তাতেই সাড়া দিল দুর্গাপুরবাসীরা ।

দুর্গাপুর 22 মার্চ : কোরোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা দেশ । এই পরিস্থিতিতে আজ প্রধানমন্ত্রী জনতা কারফিউ ঘোষণা করেছেন । সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত দেশবাসীকে বাড়ি থেকে না বেরোনোর আবেদন করেছেন তিনি । সেই আবেদনে সাড়া দিয়ে সকাল থেকেই সুনসান দুর্গাপুর শিল্পশহর ।

বাকি দিনের তুলনায় আজকে আলাদা ছবি দেখা গেল দুর্গাপুরের বেনাচিতি বাজারে ৷ সকাল থেকেই সুনসান বাজার । সকালে খুচরা ব্যবসায়ীরা এই বাজারেই মাছ-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য আসেন । কিন্তু আজকের ছবিটা একেবারে আলাদা । একই ছবি দেখা গেল প্রান্তিকা মিনি বাসস্ট্যান্ড, দুর্গাপুর স্টেশন বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় ।

সকাল থেকেই সুনসান দুর্গাপুর

কোরোনা সংক্রমণকে রুখতে জনতা কারফিউ মানার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী । এবার তাতেই সাড়া দিল দুর্গাপুরবাসীরা ।

Last Updated : Mar 22, 2020, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.