ETV Bharat / city

বেপরোয়া বাইক চালিয়ে মৃত চালক, আশঙ্কাজনক মাধ্যমিক পরীক্ষার্থী - দুর্গাপুর বাইক দুর্ঘটনা

হাত ধরাধরি করে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটায় দুই বাইক আরোহী ৷ মৃত্যু হয় এক বাইক চালকের ৷ আশঙ্কাজনক মাধ্যমিক পরীক্ষার্থী ৷

driver dead due to rash driving, serious injured madhyamik candidate
বেপরোয়া বাইক চালাতে গিয়ে মৃত চালক আশঙ্কাজনক মাধ্যমিক পরীর্ক্ষার্থী
author img

By

Published : Feb 18, 2020, 2:06 AM IST

দুর্গাপুর, 18ফেব্রুয়ারি : দুটি বাইক ৷ চালকও দু'জন ৷ হাত ধরাধরি করে বাইক চালিয়ে বিশেষ কসরতের চেষ্টা করছিল তারা ।একজনের বাইক রাস্তার পাশে ছিটকে গিয়ে মা ও মেয়েকে ধাক্কা মারে সেই সময় কালিয়া বাউরি নামক বাইক চালক দ্রুতবেগে এলাকা ছেড়ে পালাতে গিয়ে একটি সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় । তার জেরেই কালিয়া বাউরি (২২বছর) নামের বাইক আরোহীর মৃত্যু হল। আশঙ্কাজনক সাইকেলে থাকা মাধ্যমিক পরীক্ষার্থী সুমিত নুনিয়া । এই দুর্ঘটনার জেরে দুই মহিলাও আহত হয়েছেন । ঘটনাটি ঘটে দুর্গাপুরের ফরিদপুর থানার ঝাঁঝরা কলোনিতে ।

সোমবার সন্ধ্যায় ফরিদপুর থানার ঝাঁঝরা কলোনিতে ব্যস্ততম রাস্তায় দুই বাইক আরোহী কসরতের চেষ্টা করছিল বাইক নিয়ে ৷ সেই সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলা ও তাঁর মেয়েকে ধাক্কা মেরে উলটে যায় । সেইসময় বেগতিক বুঝে অপর এক বাইক চালক কালিয়া বাউরি দ্রুত পালাতে গেলে একটি সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কালিয়া বাউরির । মৃত বাইক চালক নাগরকোন্দা শিবমন্দির এলাকার বাসিন্দা ৷

বেপরোয়া বাইক চালাতে গিয়ে মৃত চালক আশঙ্কাজনক মাধ্যমিক পরীর্ক্ষার্থী

সাইকেল আরোহী সুমিত নুনিয়া এবার মাধ্যমিক দেবে । তার অবস্থা আশঙ্কাজনক । তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে আনা হয় । সুমিত সোমবার সন্ধ্যায় আ্যডমিট কার্ডের ফোটোকপি করাতে যাচ্ছিল বলে জানা যায় । সুমিত কুমার নুনিয়া উখরা আদর্শ হিন্দি স্কুলের ছাত্র । বাইকের ধাক্কায় আহত মা ও মেয়েকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় । অপর এক বাইক চালকের খোঁজ মেলেনি ।

মৃত কালিয়া বাউরির দেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় । কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনা ছড়ায় । পুলিশ তা নিয়ন্ত্রণে আনে ।

দুর্গাপুর, 18ফেব্রুয়ারি : দুটি বাইক ৷ চালকও দু'জন ৷ হাত ধরাধরি করে বাইক চালিয়ে বিশেষ কসরতের চেষ্টা করছিল তারা ।একজনের বাইক রাস্তার পাশে ছিটকে গিয়ে মা ও মেয়েকে ধাক্কা মারে সেই সময় কালিয়া বাউরি নামক বাইক চালক দ্রুতবেগে এলাকা ছেড়ে পালাতে গিয়ে একটি সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় । তার জেরেই কালিয়া বাউরি (২২বছর) নামের বাইক আরোহীর মৃত্যু হল। আশঙ্কাজনক সাইকেলে থাকা মাধ্যমিক পরীক্ষার্থী সুমিত নুনিয়া । এই দুর্ঘটনার জেরে দুই মহিলাও আহত হয়েছেন । ঘটনাটি ঘটে দুর্গাপুরের ফরিদপুর থানার ঝাঁঝরা কলোনিতে ।

সোমবার সন্ধ্যায় ফরিদপুর থানার ঝাঁঝরা কলোনিতে ব্যস্ততম রাস্তায় দুই বাইক আরোহী কসরতের চেষ্টা করছিল বাইক নিয়ে ৷ সেই সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলা ও তাঁর মেয়েকে ধাক্কা মেরে উলটে যায় । সেইসময় বেগতিক বুঝে অপর এক বাইক চালক কালিয়া বাউরি দ্রুত পালাতে গেলে একটি সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কালিয়া বাউরির । মৃত বাইক চালক নাগরকোন্দা শিবমন্দির এলাকার বাসিন্দা ৷

বেপরোয়া বাইক চালাতে গিয়ে মৃত চালক আশঙ্কাজনক মাধ্যমিক পরীর্ক্ষার্থী

সাইকেল আরোহী সুমিত নুনিয়া এবার মাধ্যমিক দেবে । তার অবস্থা আশঙ্কাজনক । তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে আনা হয় । সুমিত সোমবার সন্ধ্যায় আ্যডমিট কার্ডের ফোটোকপি করাতে যাচ্ছিল বলে জানা যায় । সুমিত কুমার নুনিয়া উখরা আদর্শ হিন্দি স্কুলের ছাত্র । বাইকের ধাক্কায় আহত মা ও মেয়েকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় । অপর এক বাইক চালকের খোঁজ মেলেনি ।

মৃত কালিয়া বাউরির দেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় । কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনা ছড়ায় । পুলিশ তা নিয়ন্ত্রণে আনে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.