ETV Bharat / city

31 মার্চ পর্যন্ত চিকিৎসা বন্ধ রাখার সিদ্ধান্ত দুর্গাপুরের দাঁতের ডাক্তারদের - Indian Dental Association

কোরোনা আতঙ্কে এবার 31 মার্চ পর্যন্ত চিকিৎসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন দাঁতের ডাক্তাররা ।

dentists stopped treatment for corona panic
দাঁতের চিকিৎসা বন্ধ 31 শে মার্চ পর্যন্ত
author img

By

Published : Mar 18, 2020, 9:29 PM IST

Updated : Mar 18, 2020, 11:30 PM IST

দুর্গাপুর, 18 মার্চ : কোরোনা সংক্রমণের জেরে এবার 31 মার্চ পর্যন্ত চিকিৎসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন দাঁতের ডাক্তাররা । জরুরি পরিস্থিতি ছাড়া তাঁরা চিকিৎসা করবেন না বলে জানিয়ে দিয়েছেন। আজ সন্ধ্যায় ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের (IDA) দুর্গাপুর শাখার উদ্যোগে সাংবাদিক বৈঠক করে একথা জানানো হয় ।

IDA-এর দুর্গাপুর শাখার সম্পাদক অরুণ চৌধুরি বলেন, "যদি কেউ সংক্রমিত হয় তাহলে কী চিকিৎসা করা যেতে পারে । কী করে আমরা ক্রশ কন্টামিনেশনকে আটকাতে পারি । কারণ এই পুরো ভাইরাসের সংক্রমণটা একটা চেন । চেনটাকে ব্রেক করতে পারলেই আমরা উপকৃত হব । "

এ বিষয়ে চিকিৎসক গুলশান পারভিন বলেন, "আমরা সুরক্ষিতভাবেই কাজ করার চেষ্টা করছি । কিন্তু যদি রোগী আসে দাঁতে প্রচণ্ড ব্যথা নিয়ে তাহলে আমরা ওই রোগীর মেডিকেল হিস্ট্রি চেক করছি । দেখার চেষ্টা করছি কতদিন আগে তার শেষ জ্বর, সর্দি ইত্যাদি উপসর্গ দেখা দিয়েছিল । এসব জানার পরই আমরা পরবর্তী পর্যায়ে চিকিৎসার করছি । "

31 মার্চ পর্যন্ত চিকিৎসা বন্ধ রাখার সিদ্ধান্ত দুর্গাপুরের দাঁতের ডাক্তারদের

মূলত দাঁতের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসককে রোগীর খুব কাছে যেতে হয় । ফলে সংক্রমণের সম্ভাবনা থেকে যায় । তাই চিকিৎসকরা জানিয়েছেন রোগীর পরিস্থিতি খুব খারাপ হলে সেক্ষেত্রে তাঁরা চিকিৎসা করবেন ।

দুর্গাপুর, 18 মার্চ : কোরোনা সংক্রমণের জেরে এবার 31 মার্চ পর্যন্ত চিকিৎসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন দাঁতের ডাক্তাররা । জরুরি পরিস্থিতি ছাড়া তাঁরা চিকিৎসা করবেন না বলে জানিয়ে দিয়েছেন। আজ সন্ধ্যায় ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের (IDA) দুর্গাপুর শাখার উদ্যোগে সাংবাদিক বৈঠক করে একথা জানানো হয় ।

IDA-এর দুর্গাপুর শাখার সম্পাদক অরুণ চৌধুরি বলেন, "যদি কেউ সংক্রমিত হয় তাহলে কী চিকিৎসা করা যেতে পারে । কী করে আমরা ক্রশ কন্টামিনেশনকে আটকাতে পারি । কারণ এই পুরো ভাইরাসের সংক্রমণটা একটা চেন । চেনটাকে ব্রেক করতে পারলেই আমরা উপকৃত হব । "

এ বিষয়ে চিকিৎসক গুলশান পারভিন বলেন, "আমরা সুরক্ষিতভাবেই কাজ করার চেষ্টা করছি । কিন্তু যদি রোগী আসে দাঁতে প্রচণ্ড ব্যথা নিয়ে তাহলে আমরা ওই রোগীর মেডিকেল হিস্ট্রি চেক করছি । দেখার চেষ্টা করছি কতদিন আগে তার শেষ জ্বর, সর্দি ইত্যাদি উপসর্গ দেখা দিয়েছিল । এসব জানার পরই আমরা পরবর্তী পর্যায়ে চিকিৎসার করছি । "

31 মার্চ পর্যন্ত চিকিৎসা বন্ধ রাখার সিদ্ধান্ত দুর্গাপুরের দাঁতের ডাক্তারদের

মূলত দাঁতের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসককে রোগীর খুব কাছে যেতে হয় । ফলে সংক্রমণের সম্ভাবনা থেকে যায় । তাই চিকিৎসকরা জানিয়েছেন রোগীর পরিস্থিতি খুব খারাপ হলে সেক্ষেত্রে তাঁরা চিকিৎসা করবেন ।

Last Updated : Mar 18, 2020, 11:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.