দুর্গাপুর, 2 ফেব্রুয়ারি : বুধবার রাজবাঁধ এলাকায় 19 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা (Accident in NH 19 in Durgapur)। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা ট্রাকের । মৃত কনস্টেবলের নাম অখিলেশ মণ্ডল । এছাড়াও গুরুতর আহত হয়েছেন 3 জন পুলিশ কর্মী ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের 1 জন আধিকারিক ।
এসিপি সীমন্ত বন্দ্যোপাধ্যায়ের জানান, জাতীয় সড়কে একটি গাড়ি দুর্ঘটনার যানজট সৃষ্টি হয়েছিল । দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছিল । সেইসময়েই নিয়ন্ত্রণ হারিয়ে কাঁকসা পুলিশের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । গুরুতর আহত হন কাঁকসা পুলিশের 3 পুলিশ কর্মী, 1 এক জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক । গুরুতর আহত অবস্থায় অখিলেশ মণ্ডল নামে এক কনস্টবলকে দুর্গাপুর বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । আহতরা স্থানীয় বেসরকরি হাসপাতালে চিকিৎসাধীন । ট্রাকটির চালককে গ্রেফতার করেছে পুলিশ ।
আরও পড়ুন : Accident Death in Farakka : লরির ধাক্কায় মৃত্যু কর্তব্যরত হোমগার্ডের