ETV Bharat / city

রেশনে বিনামূল্যে মাস্ক, সাবান, স্যানিটাইজ়ারের দাবি বাম-কংগ্রেসের - congress

সঠিক পরিমাণ রেশনের দাবিতে দুর্গাপুরে বিক্ষোভ বাম-কংগ্রেসের ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 24, 2020, 10:23 PM IST

দুর্গাপুর , 24 অগাস্ট : কয়েক হাজার পরিবারের হাতে ডিজিটাল রেশন কার্ড না থাকার কারণে তাঁরা রেশন পাচ্ছেন না । এছাড়াও কেন্দ্রীয় সরকার দ্বারা অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে চিহ্নিত মাস্ক, স্যানিটাইজ়ার ও সাবান এই রাজ্যেও রেশনে বিনামূল্যে দেওয়ার দাবিতে আজ বাম-কংগ্রেস জোটের আন্দোলন দুর্গাপুরে ।

প্যানডেমিক পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে দরিদ্র শ্রেণির নিচে থাকা মানুষ সহ প্রায় প্রত্যেককে রেশনে চাল, ডাল, গম দেওয়ার কথা জানানো হয়েছে । কিন্তু দুর্গাপুরের বহু মানুষের হাতে এখনও পৌঁছায়নি ডিজিটাল রেশন কার্ড । আর সেই কারণে তাঁরা রেশন পাওয়া থেকে বঞ্চিত থাকছেন । এমন অভিযোগে আজ দুর্গাপুর সিটি সেন্টার কমার্শিয়াল মার্কেটের সামনে খাদ্য দপ্তরের প্রধান কার্যালয়ের বিক্ষোভ দেখালেন বাম-কংগ্রেস জোটের নেতাকর্মীরা । এই বিক্ষোভ কর্মসূচিতে দেখা গেল দুর্গাপুর পূর্বের CPI(M) বিধায়ক সন্তোষ দেবরায়সহ বাম ও কংগ্রেস নেতৃত্ব । তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই বিক্ষোভ কর্মসূচি হয় ৷

পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার ও পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি তরুণ রায় একযোগে জানালেন, মুখ্যমন্ত্রী নবান্নে বসে সবার হাতে ডিজিটাল কার্ড পৌঁছে গেছে এমন দাবি করছেন ৷ কিন্তু বাস্তবে দুর্গাপুরে কয়েক হাজার মানুষের হাতে ডিজিটাল কার্ড নেই । তারা ফর্ম জমা দিতে এলেও তা নেওয়া হচ্ছে না । খাদ্য দপ্তরের স্ক্রুটিনির নামে কী চলছে? তা সবাই জানে । মুখ্যমন্ত্রীর অগাস্ট মাস থেকে 5 কেজি চালের জায়গায় তিন কেজি চাল দেওয়ার কথা বলেছেন । আমরা দাবি জানাচ্ছি খাদ্যসামগ্রীর পরিমাণ কমপক্ষে মাথাপিছু 10 কেজি করে করতে হবে । ইতিমধ্যেই দিল্লি সরকার অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে মাস্ক স্যানিটাইজ়ার ও সাবান দেওয়ার কাজ শুরু করেছেন । আমরাও চাইছি শুধু এই সমস্ত সামগ্রী অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে চিহ্নিত করার কাজ করলেই হবে না । মাস্ক,স্যানিটাইজ়ার ও সাবান রেশনে বিনামূল্যে দিতে হবে ।"

কী বললেন পঙ্কজবাবু?

বাম ও কংগ্রেস জোটের পক্ষ থেকে খাদ্য দপ্তরের আধিকারিকের হাতে আজ বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে স্মারকলিপিও তুলে দেওয়া হয় । বাম ও কংগ্রেস নেতারা হুমকির সুরে জানিয়ে দিয়ে যান, রাজ্য ও কেন্দ্রীয় সরকার তাদের দাবি না মানে । তাহলে আগামী দিনে মানুষকে সঙ্গে নিয়ে খাবারের দাবিতে গোটা বাংলার সঙ্গে সঙ্গে দুর্গাপুর উত্তাল হয়ে উঠবে ।

দুর্গাপুর , 24 অগাস্ট : কয়েক হাজার পরিবারের হাতে ডিজিটাল রেশন কার্ড না থাকার কারণে তাঁরা রেশন পাচ্ছেন না । এছাড়াও কেন্দ্রীয় সরকার দ্বারা অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে চিহ্নিত মাস্ক, স্যানিটাইজ়ার ও সাবান এই রাজ্যেও রেশনে বিনামূল্যে দেওয়ার দাবিতে আজ বাম-কংগ্রেস জোটের আন্দোলন দুর্গাপুরে ।

প্যানডেমিক পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে দরিদ্র শ্রেণির নিচে থাকা মানুষ সহ প্রায় প্রত্যেককে রেশনে চাল, ডাল, গম দেওয়ার কথা জানানো হয়েছে । কিন্তু দুর্গাপুরের বহু মানুষের হাতে এখনও পৌঁছায়নি ডিজিটাল রেশন কার্ড । আর সেই কারণে তাঁরা রেশন পাওয়া থেকে বঞ্চিত থাকছেন । এমন অভিযোগে আজ দুর্গাপুর সিটি সেন্টার কমার্শিয়াল মার্কেটের সামনে খাদ্য দপ্তরের প্রধান কার্যালয়ের বিক্ষোভ দেখালেন বাম-কংগ্রেস জোটের নেতাকর্মীরা । এই বিক্ষোভ কর্মসূচিতে দেখা গেল দুর্গাপুর পূর্বের CPI(M) বিধায়ক সন্তোষ দেবরায়সহ বাম ও কংগ্রেস নেতৃত্ব । তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই বিক্ষোভ কর্মসূচি হয় ৷

পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার ও পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি তরুণ রায় একযোগে জানালেন, মুখ্যমন্ত্রী নবান্নে বসে সবার হাতে ডিজিটাল কার্ড পৌঁছে গেছে এমন দাবি করছেন ৷ কিন্তু বাস্তবে দুর্গাপুরে কয়েক হাজার মানুষের হাতে ডিজিটাল কার্ড নেই । তারা ফর্ম জমা দিতে এলেও তা নেওয়া হচ্ছে না । খাদ্য দপ্তরের স্ক্রুটিনির নামে কী চলছে? তা সবাই জানে । মুখ্যমন্ত্রীর অগাস্ট মাস থেকে 5 কেজি চালের জায়গায় তিন কেজি চাল দেওয়ার কথা বলেছেন । আমরা দাবি জানাচ্ছি খাদ্যসামগ্রীর পরিমাণ কমপক্ষে মাথাপিছু 10 কেজি করে করতে হবে । ইতিমধ্যেই দিল্লি সরকার অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে মাস্ক স্যানিটাইজ়ার ও সাবান দেওয়ার কাজ শুরু করেছেন । আমরাও চাইছি শুধু এই সমস্ত সামগ্রী অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে চিহ্নিত করার কাজ করলেই হবে না । মাস্ক,স্যানিটাইজ়ার ও সাবান রেশনে বিনামূল্যে দিতে হবে ।"

কী বললেন পঙ্কজবাবু?

বাম ও কংগ্রেস জোটের পক্ষ থেকে খাদ্য দপ্তরের আধিকারিকের হাতে আজ বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে স্মারকলিপিও তুলে দেওয়া হয় । বাম ও কংগ্রেস নেতারা হুমকির সুরে জানিয়ে দিয়ে যান, রাজ্য ও কেন্দ্রীয় সরকার তাদের দাবি না মানে । তাহলে আগামী দিনে মানুষকে সঙ্গে নিয়ে খাবারের দাবিতে গোটা বাংলার সঙ্গে সঙ্গে দুর্গাপুর উত্তাল হয়ে উঠবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.