ETV Bharat / city

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে বাংলা আবাস যোজনার টাকা না দেওয়ার অভিযোগ - কাঁকসা

বাড়ি তৈরি করতে রাজ্য সরকার দু’দফায় 1 লক্ষ 20 হাজার টাকা করে দেয় । সেই মতো 2019 সালে প্রথম দফায় 60 হাজার টাকা পেয়েছিলেন কাঁকসার মলানদিঘির বাসিন্দা বিজয় লোহার । রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর টাকা এসেছিল । দ্বিতীয় দফার 60 হাজার টাকার মধ্যে 50 হাজার টাকা তাঁকে বেশ কয়েক ধাপে দেওয়া হয়েছে ৷ বাকি 10 হাজার টাকা টিপ ছাপ নিয়েও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিজয় লোহার ।

Complaint against government bank for not paying money for Bangla Awas Yojana
বাংলা আবাস যোজনার টাকা না দেওয়া অভিযোগ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে
author img

By

Published : May 10, 2021, 7:28 PM IST

দুর্গাপুর, 10 মে : বাংলা আবাস যোজনায় রাজ্য় সরকারে দেওয়া টাকা না পাওয়ার অভিযোগ ৷ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে 10 হাজার টাকা কম দেওয়ার অভিযোগ উঠেছে দুর্গাপুরের কাঁকসার কুলডিয়ায় ৷ অভিযোগ ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শেষ দফায় তাঁর টিম ছাপ নিলেও 10 হাজার টাকা দেয়নি ৷

প্রসঙ্গত, বাড়ি তৈরি করতে রাজ্য সরকার দু’দফায় 1 লক্ষ 20 হাজার টাকা করে দেয় । সেই মতো 2019 সালে প্রথম দফায় 60 হাজার টাকা পেয়েছিলেন কাঁকসার মলানদিঘির বাসিন্দা বিজয় লোহার । রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর টাকা এসেছিল । দ্বিতীয় দফার 60 হাজার টাকার মধ্যে 50 হাজার টাকা তাঁকে বেশ কয়েক ধাপে দেওয়া হয়েছে ৷ বাকি 10 হাজার টাকা টিপ ছাপ নিয়েও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিজয় লোহার । একাধিকবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ উঠেছে ।

আরও পড়ুন : আবাস যোজনায় নাম নেই, BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ ভগবানগোলায়

এ নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কুলডিয়ার শাখায় লিখিত অভিযোগ জমা দেন বিজয় লোহার ৷ তিনি কাঁকসার মলানদীঘি পুলিশ ক্যাম্পেও লিখিতভাবে অভিযোগ জানান । যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছেন ব্যাঙ্ক ম্যানেজার প্রশান্ত রুইদাস । তিনি বলেন বাকি 60 হাজার টাকাই দিয়ে দেওয়া হয়েছে বিজয় লোহারকে । অন্যদিকে, মলানদিঘি যুব তৃণমূল নেতা অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন রাজ্য সরকার গরিব মানুষের টাকা দিলেও, সেই টাকা ব্যাঙ্ক থেকে গায়েব হয়ে যাচ্ছে ।

দুর্গাপুর, 10 মে : বাংলা আবাস যোজনায় রাজ্য় সরকারে দেওয়া টাকা না পাওয়ার অভিযোগ ৷ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে 10 হাজার টাকা কম দেওয়ার অভিযোগ উঠেছে দুর্গাপুরের কাঁকসার কুলডিয়ায় ৷ অভিযোগ ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শেষ দফায় তাঁর টিম ছাপ নিলেও 10 হাজার টাকা দেয়নি ৷

প্রসঙ্গত, বাড়ি তৈরি করতে রাজ্য সরকার দু’দফায় 1 লক্ষ 20 হাজার টাকা করে দেয় । সেই মতো 2019 সালে প্রথম দফায় 60 হাজার টাকা পেয়েছিলেন কাঁকসার মলানদিঘির বাসিন্দা বিজয় লোহার । রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাঁর টাকা এসেছিল । দ্বিতীয় দফার 60 হাজার টাকার মধ্যে 50 হাজার টাকা তাঁকে বেশ কয়েক ধাপে দেওয়া হয়েছে ৷ বাকি 10 হাজার টাকা টিপ ছাপ নিয়েও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিজয় লোহার । একাধিকবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ উঠেছে ।

আরও পড়ুন : আবাস যোজনায় নাম নেই, BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ ভগবানগোলায়

এ নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কুলডিয়ার শাখায় লিখিত অভিযোগ জমা দেন বিজয় লোহার ৷ তিনি কাঁকসার মলানদীঘি পুলিশ ক্যাম্পেও লিখিতভাবে অভিযোগ জানান । যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছেন ব্যাঙ্ক ম্যানেজার প্রশান্ত রুইদাস । তিনি বলেন বাকি 60 হাজার টাকাই দিয়ে দেওয়া হয়েছে বিজয় লোহারকে । অন্যদিকে, মলানদিঘি যুব তৃণমূল নেতা অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন রাজ্য সরকার গরিব মানুষের টাকা দিলেও, সেই টাকা ব্যাঙ্ক থেকে গায়েব হয়ে যাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.