ETV Bharat / city

কিশোরীর স্নানের দৃশ্য ভাইরাল করার হুমকি, অভিযুক্ত গৃহশিক্ষক

author img

By

Published : Sep 6, 2019, 4:30 AM IST

কিশোরীর অভিযোগ, "কিছুদিন আগে স্যার স্নানের ভিডিয়ো তুলে রাখে । পরে তা দেখিয়ে রাস্তাঘাটে ব্ল্যাকমেল করত । বলত, কাউকে কিছু বললে মাকে মেরে দেবে । " ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । যদিও তিনি পলাতক ।

ছবিটি প্রতীকী

দুর্গাপুর, 6 সেপ্টেম্বর : এক কিশোরীর স্নানের ভিডিয়ো তুলে ব্ল্যাকমেলের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে । অভিযোগ, কাউকে কিছু বললে কিশোরীর পরিবারকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় । ভয়ে সে পালিয়ে যায় । সেখানে ঘটে বিপত্তি । ট্রেন থেকে পড়ে মাথা ফাটে কিশোরীর । আসানসোল স্টেশনে তাকে উদ্ধার করে RPF । জিজ্ঞাসাবাদের সময় সে গোটা ঘটনা খুলে বলে । পরে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় । ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । যদিও তিনি পলাতক ।

কিশোরীর বাড়ি দুর্গাপুরে । তার অভিযোগ, "কিছুদিন আগে স্যার স্নানের ভিডিয়ো তুলে রাখে । পরে তা দেখিয়ে রাস্তাঘাটে ব্ল্যাকমেল করত । বলত, কাউকে কিছু বললে মাকে মেরে দেবে । আমি ভয় পেয়ে যাই । চাইনি মায়ের ক্ষতি হোক । মায়ের জন্য একটা চিঠি লিখে সোমবার (2 সেপ্টেম্বর) বাড়ি ছেড়ে পালাই । দুর্গাপুর স্টেশন থেকে আসানসোল যাওয়ার জন্য ট্রেন ধরি । ট্রেনে বসে খাচ্ছিলাম । হঠাৎ কোনওভাবে পড়ে যাই । তারপর আর কিছু মনে নেই । চোখ খুলে দেখলাম প্ল্যাটফর্মে শুয়ে আছি । মাথা ফেটে রক্ত বেরোচ্ছে । সামনে দাঁড়িয়ে RPF-এর লোকজন । তাঁরাই তুলে নিয়ে যায় হাসপাতালে ।"

ঘটনাচক্রে 2 তারিখই কোকওভেন থানায় নিখোঁজ ডায়েরি করে কিশোরীর পরিবার । চিঠিও তুলে দেওয়া হয় পুলিশের হাতে । চিঠিতে লেখা ছিল, অভিযুক্ত গৃহশিক্ষকের কর্মকাণ্ড । সেই ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে । যদিও, পরে ছেড়ে দেওয়া হয় । কিশোরীর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ । আশপাশের থানাতে খবর দেওয়া হয় । এদিকে, 2 তারিখ রাতে আহত অবস্থায় ওই কিশোরীকে জেলা হাসপাতালে ভরতি করে RPF । খবর দেয় আসানসোল দক্ষিণ থানায় । ওই থানা থেকে খবর আসে কোকওভেন থানায় । কিশোরীর পরিবারকেও সেই খবর জানানো হয় । গতকাল আসানসোল জেলা হাসপাতালে যান কিশোরীর মা । তিনি মেয়েকে চিহ্নিত করেন । গতকাল তাঁর হাতে মেয়েকে তুলে দেওয়া হয় । ফিরে এসে কোকওভেন থানায় অভিযুক্ত গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কিশোরী ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

দুর্গাপুর, 6 সেপ্টেম্বর : এক কিশোরীর স্নানের ভিডিয়ো তুলে ব্ল্যাকমেলের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে । অভিযোগ, কাউকে কিছু বললে কিশোরীর পরিবারকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় । ভয়ে সে পালিয়ে যায় । সেখানে ঘটে বিপত্তি । ট্রেন থেকে পড়ে মাথা ফাটে কিশোরীর । আসানসোল স্টেশনে তাকে উদ্ধার করে RPF । জিজ্ঞাসাবাদের সময় সে গোটা ঘটনা খুলে বলে । পরে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় । ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । যদিও তিনি পলাতক ।

কিশোরীর বাড়ি দুর্গাপুরে । তার অভিযোগ, "কিছুদিন আগে স্যার স্নানের ভিডিয়ো তুলে রাখে । পরে তা দেখিয়ে রাস্তাঘাটে ব্ল্যাকমেল করত । বলত, কাউকে কিছু বললে মাকে মেরে দেবে । আমি ভয় পেয়ে যাই । চাইনি মায়ের ক্ষতি হোক । মায়ের জন্য একটা চিঠি লিখে সোমবার (2 সেপ্টেম্বর) বাড়ি ছেড়ে পালাই । দুর্গাপুর স্টেশন থেকে আসানসোল যাওয়ার জন্য ট্রেন ধরি । ট্রেনে বসে খাচ্ছিলাম । হঠাৎ কোনওভাবে পড়ে যাই । তারপর আর কিছু মনে নেই । চোখ খুলে দেখলাম প্ল্যাটফর্মে শুয়ে আছি । মাথা ফেটে রক্ত বেরোচ্ছে । সামনে দাঁড়িয়ে RPF-এর লোকজন । তাঁরাই তুলে নিয়ে যায় হাসপাতালে ।"

ঘটনাচক্রে 2 তারিখই কোকওভেন থানায় নিখোঁজ ডায়েরি করে কিশোরীর পরিবার । চিঠিও তুলে দেওয়া হয় পুলিশের হাতে । চিঠিতে লেখা ছিল, অভিযুক্ত গৃহশিক্ষকের কর্মকাণ্ড । সেই ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে । যদিও, পরে ছেড়ে দেওয়া হয় । কিশোরীর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ । আশপাশের থানাতে খবর দেওয়া হয় । এদিকে, 2 তারিখ রাতে আহত অবস্থায় ওই কিশোরীকে জেলা হাসপাতালে ভরতি করে RPF । খবর দেয় আসানসোল দক্ষিণ থানায় । ওই থানা থেকে খবর আসে কোকওভেন থানায় । কিশোরীর পরিবারকেও সেই খবর জানানো হয় । গতকাল আসানসোল জেলা হাসপাতালে যান কিশোরীর মা । তিনি মেয়েকে চিহ্নিত করেন । গতকাল তাঁর হাতে মেয়েকে তুলে দেওয়া হয় । ফিরে এসে কোকওভেন থানায় অভিযুক্ত গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কিশোরী ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Intro:, দুর্গাপুর : শিক্ষক দিবসের দিনেই এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর স্নানের দৃশ্য ভাইরাল করার অভিযোগ।শিক্ষকের লাগাতার চাপে বাড়িছাড়া ছাত্রী উদ্ধার রক্তাক্ত অবস্থায়।দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য।
অভিযোগ এক শিক্ষক তার এক ছাত্রীর স্নানের ভিডিও তুলে তা ভাইরাল করার হুমকি দিতে থাকে লাগাতার । এমনকি এই কথা কাউকে জানালে ছাত্রীর মা,বাবাকে খুনের হুমকিও দেয় ওই শিক্ষক বলে অভিযোগ ।চলতি বছরের জানুয়ারী মাস থেকে একটানা এই মানসিক চাপ সহ্য করছিল বছর ১৬র ওই নাবালিকা । ভয়ে এই কথা সে কাউকেই জানাতে পারেনি শিক্ষকের এই ব্ল্যাকমেলের কথা ।ওই নাবালিকা ছাত্রীর কথায় স্কুল , টিউশন যাওয়ার পথে ক্রমাগত ওই শিক্ষক নাবালিকাকে বলত তার স্নানের ছবি ভাইরাল করে দেওয়ার কথা। সেই অসম্ভব মানসিক চাপ সহ্য করতে না পেরে
গত ২রা সেপ্টেম্বর মা কে উদ্দেশ্য করে একটি চিঠি লেখে ওই নাবালিকা । যে চিঠিতে সে সমস্ত ঘটনার সাথে সাথে লেখা ছিল যে এই মানসিক যন্ত্রনা সহ্য করতে না পেরে সে ঘর থেকে দূরে চলে গেল । এরপরই নবম শ্রেনীর ছাত্রী দুর্গাপুর স্টেশন থেকে ট্রেন ধরে ২ তারিখ রাতেই আসানসোল স্টেশনে রেলপুলিশের হাতে ধরা পড়ে। ওই নাবালিকাকে আসানসোল রেলস্টেশন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রেলপুলিশ । তার মাথায় গভীর আঘাত ছিল । রেলপুলিশ নাবালিকাকে জেলা হাসপাতালে ভর্তি করে। আসানসোল দক্ষিন থানার পুলিশকে রেলপুলিশ বিষিয়টি জানিয়ে দেয় নাবালিকার পরিবার নাবালিকার নিঁখোজ হওয়ার তারিখেই স্থানীয় কোকওভেন থানায় মেয়েকে অপহরনের একটি অভিযোগ জানায় ।বুধবার কোকওভেন থানা থেকে নাবালিকার সন্ধান পাওয়ার কথা পরিবারকে জানায়। ওই আসানসোল জেলা হাসপাতালে মেয়েকে চিহ্নিত করেন মা । অবশেষে কোকওভেন থানার পুলিশের উপস্থিতিতে দক্ষিন থানার পুলিশ ওই নাবালিকাকে পরিবারের হেফাজতে দিয়ে দেয় ।কিন্তু ওই নাবালিকার পাশের পাড়ায় থাকা শিক্ষক কি কারনে ওই ছাত্রীকে ব্ল্যাকমেল করছিল?কিভাবে ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে মাথায়,হাতে চোট পেলো?শিক্ষক কি চেয়ে তাকে ব্ল্যাকমেল করছিল?কোকওভেন থানার পুলিশ ওই শিক্ষককে একবার ডেকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে।এখন দেখার সত্ত্যতা কি লুকিয়ে রয়েছে এই ঘটনার পিছনে।ওই নাবালিকা এখনও যথেষ্ট ভীত।তাই তার কথাতেও অনেক কিছু স্পষ্ট হয়নি।Body:গConclusion:ব
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.